আমার মেয়ে এখন ১৭ বছরের। রোদে গেলেই ওর ত্বক লাল হয়ে ওঠে। মাঝেমধ্যে ত্বকের কিছু কিছু অংশ ফুলে ওঠে। এর কী কারণ হতে পারে? এছাড়াও কোনও অনুষ্ঠানে যাবার আগে আমার মেয়ে ত্বকে ব্লিচ এবং মেক-আপ ব্যবহার করতে চায় আমার দেখাদেখি, কিন্তু ওর ত্বকে কি এখনই ব্লিচ বা মেক-আপ ব্যবহার করা উচিত হবে?

রোদে গাল, কান লাল হয়ে ওঠাটা খুব স্বাভাবিক। কিন্তু যদি আপনার মেয়ের ত্বক লাল হওয়ার সঙ্গে সঙ্গে জ্বালাও অনুভূত হয় এবং ফোলাটাও থাকে তাহলে বুঝতে হবে রোদ থেকে আপনার মেয়ের অ্যালার্জি হচ্ছে। সুতরাং বাইরে যাওয়ার অন্তত ২০ মিনিট আগে ওর সানস্ক্রিন অবশ্যই লাগিয়ে নেওয়া উচিত এবং ছাতা ব্যবহার করা বাঞ্ছনীয়। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ধরনের সানস্ক্রিন ও শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ত্বক সবসময় ঠাণ্ডা আর পরিষ্কার রাখতে হবে। অ্যালোভেরা জেল, টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে মেয়ের মুখে লাগান। এতে খুব তাড়াতাড়ি মুখের ত্বক ঠাণ্ডা হবে। গরমের দিনে মুখের অতিরিক্ত তেল তুলে ফেলতে অনেকে Astringent ব্যবহার করেন। দিনের পর দিন এই রাসায়নিক ব্যবহার ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সুতরাং ব্যবহার করুন ঘরোয়া কিছু উপাদান যা মুখের লালচে ভাব, ত্বকের জ্বালা ইত্যাদি কমিয়ে ত্বককে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। এছাড়াও রোদে বেরোলে শরীর ঢাকা পোশাক পরাই সঠিক হবে। সমস্যা যদি মনে হয় খুব বেশি হচ্ছে তাহলে অবশ্যই স্কিন স্পেশালিস্ট-এর সঙ্গে যোগাযোগ করুন।

মসৃণ এবং উজ্জ্বল ত্বক পেতে ত্বকের রঙের তারতম্য ঘটলে ব্লিচ ব্যবহার করাই সবথেকে ভালো বিকল্প। কিন্তু ব্লিচে কেমিক্যালস দেওয়া থাকে যেটি কিনা ত্বকের ক্ষতি করতে পারে এবং মেক-আপও সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকারক। আপনার মেয়ের বয়স যেহেতু কম, তাই ওর ত্বক এখন কোমল এবং সংবেদনশীল। সুতরাং এইসময় ব্লিচ অথবা মেক-আপ ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়, এতে ওর ত্বকের ক্ষতি হতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...