বিয়ের পর থেকেই স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আমার গায়ে হাত তোলেন। এখন পুরো ব্যাপারটাই আমার হাতের বাইরে চলে গেছে। আমি ছেলেকে নিয়ে আলাদা হয়ে যেতে চাই এবং চাকরি করে ছেলেকে মানুষ করে তুলতে চাই।

 আমি ২৯ বছর বয়সি বিবাহিত মহিলা। ৬ বছরের আমার একটি ছেলে আছে। আমার স্বামী সরকারি কর্মচারী। রোজই মদ্যপ অবস্থায় বাড়ি এসে আমার সঙ্গে লড়াই ঝগড়া করেন। এখন তো মাঝেমধ্যে গায়ে হাত তোলেন। ৮ বছর ধরে খুবই কষ্টে রয়েছি। সমাজে বদনাম হবে বলে আমার মা-বাবাও আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন না।  বিয়ের আগে সরকারি স্কুলের টিচার ছিলাম। ইচ্ছে করে, স্বামীকে ছেড়ে দিয়ে আবার কোথাও টিচারের চাকরি নিই। তাহলেই হয়তো ছেলেকে ঠিক ভাবে মানুষ করতে পারব। আমার বাবা রিটায়ার করে গেছেন। তারাও আমার কাছে এসে মাঝেমধ্যে থাকতেই পারেন। আমি জানি আমার স্বামী আমাকে ডিভের্সে দেবেন না কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। আমার আলাদা হওয়ার এই ইচ্ছা কি সঠিক?

যদি আপনার মনে হয় আপনার স্বামী শুধরোবেন না তাহলে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে এবং সন্তানকে সুস্থ সামাজিক পরিবেশ দিতে আপনি এই স্টেপ নিতেই পারেন। প্রথমে আপনি নিজের জন্যে চাকরি খুঁজুন। চাকরি পেয়ে থাকার ব্যবস্থা ঠিক করে তবেই নিজের ডিসিশন স্বামীকে জানাবেন। এমনও হতে পারে আপনার চরম ডিসিশন শুনে উনি নিজেকে শোধরাবার চেষ্টা করবেন। অনেক সময় দূরে চলে যাওয়া বা ডিটাচ হওয়ায় সম্পর্কে মধুরতা আবার ফিরে আসে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...