আমি ৩৫ বছর বয়সি একজন অবিবাহিত মহিলা। অনেক আগেই বাবা-মা মারা গেছেন। বড়ো ভাইয়ের সঙ্গে থাকি। কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে বিয়েটা আর করা হয়ে ওঠেনি। আজ আমি শহরের এক নামিদামি উকিল। বোধহয় একাকীত্বের তাড়নায় আজ এই বয়সে এসে মনে হয়, সঠিক সময়ে বিয়ে না করে ভুলই করেছি। এমতাবস্থায় কয়েকদিন আগে এক ৪৫ বছর বয়সি ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়। আমাদের সম্পর্ক গাঢ় হয়। এখন আমরা চিন্তা করছি বিয়ে করব। এর আগে ওর দু’বার বিয়ে হয়েছে। প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন আর দ্বিতীয় স্ত্রী-র সঙ্গে ডিভোর্স হয়েছে। প্রথম স্ত্রী-র তরফে একটি ছেলে এবং দ্বিতীয় স্ত্রী-র তরফে একটি মেয়েও আছে। আর ওনার নিজস্ব একটি ফার্ম আছে।
এব্যাপারে আমি আমার বড়োভাই এবং অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গেও কথা বলেছি, তারা আমার এই বয়সে বিয়ে করার কথাটাই মানতে পারছে না। এমনকী এই বিয়ে করলে বড়োভাই আমার সঙ্গে সম্পর্ক পর্যন্ত রাখবে না বলেছে। এদিকে যে ভদ্রলোককে আমি বিয়ে করতে ইচ্ছুক তাঁর কন্যাও আমাদের বিয়ের সিদ্ধান্তে অত্যন্ত বিরূপ আচরণ করছে। সে আমাকে বাড়িতে ডেকে বেশ অপমানও করেছে। আমার কী করা উচিত?
- প্রথমেই বলব, ওই ভদ্রলোকের সম্পর্কে খোঁজখবর নিন। মানুষটি কেমন আগে জানুন। ওনার ফার্ম সম্পর্কেও ইন্টারনেটে বিস্তারিত জানার চেষ্টা করুন। প্রয়োজনে ওনার প্রতিবেশী, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তির সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বার করুন। ওনার দেওয়া সমস্ত তথ্য সঠিক হলে তবেই আপনি বিয়ের সিদ্ধান্ত নিন। ওনার মেয়ের বয়সটা বেশ সেন্সিটিভ। তার পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন তবে অসম্ভব নয়। মেয়েটির বাবাকেই দায়িত্ব দিন মেয়েটিকে বোঝানোর। সময়ের সঙ্গে সঙ্গে সে নিশ্চয়ই মেনে নেবে আপনাদের সম্পর্কটা।
আর যদি বড়োভাইয়ের কথা বলেন, উনি যদি আপনাকে সুখে সংসার করতে দেখেন তাহলে ওনার আপনদের বিয়েটা মেনে নিতে সমস্যা হবে না।