আমি ত্রিশ বছরের এক যুবতি। আমার সমস্যাটা একটু ব্যতিক্রমী। হয়তো সেটা জানলে আমাকে চরিত্রহীন ভাববেন। আমার নিজেরও অপরাধবোধ হয় কিন্তু কিছুতেই একটা প্রবৃত্তি থেকে বেরোতে পারছি না। বর্তমানে গত ৪ মাস ধরে আমি একটি ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত। কিন্তু এর আগেও আমার একটি প্রেম ছিল। সেই ছেলেটির সঙ্গে আমার পাঁচ বছরের বন্ধন ছিল। নানা মতানৈক্যে আমাদের ব্রেক আপ হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে মিল ছিল যৗনতার ক্ষেত্রে। আমরা পরস্পরের জন্য আইডিয়াল  ছিলাম।

এখন সমস্যা হচ্ছে ব্রেক-আপ হয়ে যাবার পর আমরা দুজনে আলাদা আলাদা সঙ্গী নির্বাচন করলেও, পরস্পরের প্রতি যৗন আকর্ষণ কমেনি। তাই আমরা এখন গোপনে মিলিত হই এবং পরস্পরের সান্নিধ্য উপভোগ করি। ঘটনাটা ঘটে যাবার পর, প্রতিবার আমার অনুতাপ হয়। মনে হয় এই-ই শেষ, কিন্তু আবার কিছুদিনের বিরতির পর সেই অমোঘ টানে পরস্পরের দিকে আকর্ষিত হই।

আমি বুঝতে পারছি, এভাবে আমি আমার বর্তমান সম্পর্কেও পুরোপুরি ইনভলভ্ড হতে পারছি না, আবার ওই দুষ্কর্ম থেকে বেরোতেও পারছি না। কী করব বলে দিন।

ব্রেক-আপের পরও সম্পর্কটা জিইয়ে রাখা আপনার অন্যায় হয়েছে। আপনি শুধু আপনার বর্তমান প্রেমিককেই নয়, নিজেকেও ঠকাচ্ছেন। দু-নৗকোয় পা দিয়ে চললে, একটা সময়ের পর আপনার এই সম্পর্কও ভেঙে যেতে বাধ্য। তাছাড়া প্রাক্তনের সঙ্গে যৗন মিলনের পর আপনার আত্মগ্লানি হচ্ছে, এর মানে, আপনি যে একটি গর্হিত কাজ করছেন, সে ব্যাপারে আপনি সচেতন। চেষ্টা করুন আপনার পুরোনো বন্ধুটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে। আপনি আপনার বর্তমান প্রেমিকের সঙ্গে এই অন্যায় করতে পারেন না। তিনি তো কোনও দোষ করেননি, ফলে কেন তাকে ঠকাবেন? পুরোনোকে ভুলতে চেষ্টা করুন। সাময়িক ভাবে কষ্ট হবে, কিন্তু বর্তমান সঙ্গীকে শরীরে মনে আপন করে নিন। দেখবেন সুখী হবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...