যৌনতার প্রকৃত আনন্দ তখনই পাওয়া যায়, যখন স্বামী-স্ত্রীর অনেক না-বলা কথা উভয়ে বুঝতে পারেন অনায়াসে। মাত্র পাঁচটা সহজ স্টেপস-এ কী করে জিতে নেবেন সঙ্গিনীর মন,তা জেনে নিন ।

বেশিরভাগ মহিলাই চান, স্বামী যেন তার সেক্স সিক্রেটস আবিষ্কার করে নেন ভালোবেসে। কিন্তু বাস্তবে তা হয় না সবার ক্ষেত্রে। এই বিষয়ের গবেষক এবং বিশেষজ্ঞদের মতে, সিংহভাগ বিবাহিত পুরুষ ঠিকমতো বোঝেনই না তার স্ত্রীর চাহিদা এবং যৌন অনুভূতির রহস্যের বিষয়ে। কিন্তু সত্যি যদি কেউ সেক্স ফিলিংস-এর সঠিক রহস্য আবিষ্কার করে নিতে পারেন, তাহলে তার দাম্পত্য-জীবনের শারীরিক সম্পর্ক মধুময় হবেই।

সেক্স মানেই শুধু ইন্টারকোর্স নয়

আনন্দদায়ক সেক্স মানেই শুধু ইন্টারকোর্স নয় বিবাহিত মহিলাদের কাছে, বরং স্বামীর সঙ্গে অন্য সময়ের সুখানুভূতিও বিশেষ গুরুত্ব পায়। স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকলে কিংবা কোয়ালিটি টাইম না দিয়ে শুধু বিছানায় শারীরিক চাহিদা মেটালে স্ত্রীর অপছন্দের কারণ হয়ে যেতে পারেন। স্ত্রী-র তখন মনে হতে পারে, তিনি শুধু ভোগ্যবস্তুর মতো মর্যাদা পাচ্ছেন স্বামীর কাছে। কারণ প্রায় প্রত্যেক স্ত্রী-ই চান, শুধু বিছানায় নয়, বিছানার বাইরেও যেন অসীম ভালোবাসায় ভরিয়ে দেন তার স্বামী। গুরুত্ব দিয়ে, সুখদুঃখ শেয়ার করে, আদরযত্নে ভরিয়ে দিয়ে, ভালোমন্দের খোঁজখবর রাখলে তবেই খুশি থাকেন স্ত্রী–এই সত্যিটা বুঝতে হবে লাইফ পার্টনারকে।

সমাজতত্ত্ববিদদের মতে, দাম্পত্য সম্পর্ক সফল হওয়ার আসল রহস্য লুকিয়ে থাকে প্রতিটি অনুভবি মুহূর্তে। কথা, ব্যবহার, সাহায্য, সহানুভূতি, প্রেরণা, সঙ্গদান, খুনসুটি, এমনকী উপহার প্রদানের মাধ্যমেও সুখানুভব জাগানো যায়। কারণ, এসবের সুপ্রভাব পড়ে বিছানায়, শারীরিক সম্পর্কে। ঝগড়া-বিবাদের যেমন কুপ্রভাব পড়ে বিছানায়, ঠিক তেমনই প্রতিটি সুখকর মুহূর্তের সুপ্রভাবও পড়ে ইন্টারকোর্স-এর ক্ষেত্রে। অতএব, শারীরিক সম্পর্ককে সফল রূপ দিতে হলে, গুরুত্ব দিতে হবে জীবনের প্রতিটি মুহূর্তকে। দায়িত্ব, কর্তব্য, অন্ন-বস্ত্র-বাসস্থানের সুবন্দোবস্ত, হইহুল্লোড় প্রভৃতিও যে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, একথা খেয়াল রাখতে হবে স্বামীকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...