একটি মেয়ে বিয়ের Married Life পরে প্রবেশ করে নতুন এক পরিবারে। এই পরিবারের একটি মাত্র সদস্যই তার একান্ত আপন। কিন্তু কোনও স্ত্রী, স্বামীর সব কথা শুনে চলার পর তার শ্বশুর-শাশুড়ির সব কথা ভালো মনে মেনে নিতে না-ও পারে। ঠিক তখনই দেখা দেয় দ্বন্দ্ব। কীভাবে? গৃহবধূরা আজকাল প্রায়শই শ্বশুর-শাশুড়ির সংসার থেকে ভিন্ন হয়ে বেরিয়ে আসতে চায়। কেন এমন হয়, আপাতদৃষ্টিতে আমরা তা বুঝি না। এখন ঘরে ঘরে একটাই পুত্রসন্তান – তবুও এমন হচ্ছে। অ্যাডজাস্টমেন্টের কি কোনও পথ নেই? হয়তো আছে, কিন্তু সে পথে কেউ হাঁটতে চায় না।

শ্বশুর-শাশুড়ি বদমেজাজি, এমন অভিযোগ বউমাদের তরফ থেকেই আসে। স্বামীটি ভেবে পায় না বাবা-মা’র কত আদর-যত্ন-ভালোবাসায় সে বড়ো হয়েছে, আর তাদেরকেই তার স্ত্রী বলছে বদমেজাজি স্বভাবের? অন্যদিকে শ্বশুর-শ্বাশুড়ির প্রশ্ন, বউ-মা-তো নিজের মুখ সামলেই কথা বলতে শেখেনি, শ্বশুর-শাশুড়িকে কীভাবে সামলাবে? এদিকে বউমা ভাবে অফিস-সংসার সব সামলে সংসারে যদি একটু উষ্ণতার ছোঁয়া পাওয়া না যায়, তাহলেই বা কীভাবে চলে? স্বামী কিন্তু সবসময়ই একথাই বোঝাতে চায় যে, তার বাবা-মা বদমেজাজি নয় বরং স্পষ্টবাদী। স্ত্রীও ছাড়বে কেন, সে ভাবে স্পষ্টবাদী হওয়া আজকাল শোভনীয় নয়। আবার সে নিজেই সব কথা স্পষ্টভাবে জানায় তার স্বামীকে।

এমন ঘটনাই ঘটল বৃন্দা আর সুফলের জীবনে, বৃন্দার স্বামী সুফল কিছুতেই বুঝতে চায় না, ত্রুটি-টা বৃন্দার তরফে নয়, বরং সুফলের বাবা-মা’র মধ্যেই অ্যাডজাস্টমেন্টের অভাব। চোখে জল আসে বৃন্দার। কথা না বলে চুপ করে যায়। কান্না পায় এই ভেবে যে, স্বামী যদি একবারও তার দুঃখটা বুঝত। যদি বলত ‘আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, তুমি এভাবে চলো।’ কিন্তু সেই পথে সুফল হাঁটল না।

এখন শ্বশুর-শাশুড়ির সঙ্গে স্বামীর প্রতিও একধরনের উষ্মা দেখা দিয়েছে বৃন্দার মনে। সুফল আর সে যে, শপথ করেছিল দুটি মন একটি প্রাণের! কিন্তু স্বামীই সে কথা ভুলে গেল? একদিন স্বামীকে যখন বৃন্দা সে কথা জানাল, সে নির্বিবাদে বলল, ‘তুমিও তো বলছ আলাদা হবে, আমার বাবা-মা বদমেজাজি।’ সুফল আরও বলল, ‘সেদিন তোমার পিসিমা এসেছিলেন বারেবারে বললেন আমার বাবার মতো মানুষ হয় না, আমি কোনওদিনই আমার বাবার মতো হতে পারব না। এসব কথার মানে আমি বুঝি না? এতে বাবার আর আমার সম্পর্কের চিড় ধরানো হয়, বুঝি না?’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...