সব প্রেম যে পরিণতিতে পৌঁছোবে এমন কোনও কথা নেই। অনেকের জীবনেই ঘটে এমন কোনও ঘটনা, যার জেরে পুরোনো প্রেমিক বা প্রেমিকাকে বিদায় জানিয়ে নতুন মানুষের সঙ্গে সংসার বাঁধতে হয়। মন হয়তো সবসময় সহমত হয় না কিন্তু পরিস্থিতি সওয়াল করে— 'তাহলে এর নিদান কী?

মনকে গুছিয়ে নিতে হবে আপনাকেই। বুঝতে হবে প্রেম ভেঙে গেছে, কারণ সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট কারণ ছিল না। যে-প্রেম পরিণতির পথে এগোয় না, তাকে একটা সুন্দর বাঁকে এসে মুক্তি দিতেই হয়। কোনও কোনও জুটি এটা মেনে নিয়ে যে-যার জীবন পথে এগিয়ে যায়। কেউ কেউ পুরোনো প্রেমকে ভুলতে পারে না। এই পরিস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলার আগে, পুরোনো প্রেমিক বা প্রেমিকার উপস্থিতি কীভাবে ডিল করবেন, সেটা জেনে নেওয়া একান্ত জরুরি।

প্রথমেই বুঝতে হবে প্রেম ভেঙে যাওয়ার বিষয়টা সেনসিটিভ। আপনি যতটা স্পোর্টিংলি এটা নিতে পেরেছেন, হতে পারে আপনার প্রাক্তন সেভাবে হ্যান্ডেল করতে পারেনি। তাই সহানুভূতিশীল হওয়া দরকার আপনারও, আর কী করবেন জেনে নিন।

ধীরে ধীরে দূরত্ব বাড়ান

আপনার বিয়ের দিনক্ষণ স্থির হয়ে গেছে বলেই এক ঝটকায় পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন— সব সময় এমনটা হয় না। মনে রাখুন একটা সম্পর্ক তৈরি হতেও যেমন সময় লাগে, সম্পর্ক ভাঙতে গেলেও তাতে সময় দেওয়া প্রয়োজন। ধীরে ধীরে সঙ্গীর থেকে দূরত্ব বাড়ান। তাকে বোঝান ঠিক কী কী কারণে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বন্ধুত্বের হাত ছেড়ে দেবেন না এক ঝটকায়, তাহলে আপনার প্রেমিক বা প্রেমিকা হয়তো এই হঠাৎ একা হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে, ভুল পদক্ষেপ নিতে পারেন।

তার চেয়ে দু'জনে একসঙ্গে কিছুটা সময় কাটান ও পুরোনো ঘনিষ্ঠতা কাটিয়ে একটা সহজ বন্ধুত্ব গড়ে তুলুন। বন্ধুকে আশ্বাস দিন বিপদে আপনি সব সময় তার পাশে এসে দাঁড়াবেন। সেও স্বাধীন ভাবে নতুন সঙ্গী নির্বাচন করে জীবনের পথে এগিয়ে যাক, এটাই আপনি চান।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...