প্রথমে দোষারোপ, তারপর তিক্ততা, শেষে একটি সম্পর্কের মৃত্যু। সন্দেহ  বা doubt-এর বীজ যে-কোনও সম্পর্কের মধ্যে এসে পড়লে--- পরিণাম এর চেয়ে ভিন্ন গতি পায় না। তা সে দাম্পত্য সম্পর্কই হোক, বা প্রাক বৈবাহিক প্রেমজ সম্পর্ক কিংবা যে-কোনও সূত্রে আবদ্ধ দুটি মানুষের একাত্ম বন্ধন। সম্পর্ক ধ্বংসের মূলে বারুদ ওই একটিই জিনিস, সন্দেহ।

সন্দেহ  বা doubt-এর সবচেয়ে বড়ো কারণ হল পজেসিভনেস বা অধিকারবোধ। দাম্পত্য সম্পর্কে প্রায়শই এই অধিকারবোধ এমনই বাড়াবাড়ি স্তরে পেৌঁছোয়, যে তা গলায় ফাঁসের মতো আটকে যায়। এই ফাঁসে ভালোবাসা যত না থাকে, তার চেয়েও বেশি থাকে অন্যকে নিজের ইচ্ছেয় চালিত করার জেদ, আমিত্বের অহংকার আর অধিকার আরোপ করার অসংযত আবেগ। যেভাবে মানুষ তার সম্পত্তি সংরক্ষণ করার ব্যাপারে মরীয়া হয়ে ওঠে, এক্ষেত্রে সেভাবেই কোনও ব্যক্তিকে সম্পূর্ণরূপে জয় করার একটা অভীপ্সা থেকে যায়। এই অধিকার বোধের অনুভূতি যদি নেহাতই প্রেমের বহিঃপ্রকাশ স্বরূপ হালকা চালে বিকশিত হয়, তাহলে তা তেমন ক্ষতিকারক হয় না। কিন্তু এটাই যখন ফাঁস হয়ে অন্য ব্যক্তিটির গলায় চেপে বসে, তখন সম্পর্কের ভাঙন অবশ্যম্ভাবী।

সন্দেহের সূত্রপাত

মনোবিদদের মতে, সন্দেহ এমনই একটি রসায়ন যার অন্য পিঠে রয়েছে অনিয়ন্ত্রিত প্রেম। দাম্পত্যে এই সন্দেহের সূত্রপাত হয় তখনই, যখন স্বামী বা স্ত্রী’র মধ্যে কোনও একজন, অন্যজনকে ডমিনেট করতে শুরু করে।

বিয়ের শুরুর দিনগুলোতে এই পজেসিভনেস মধুর লাগলেও, কিছুদিন পর যখন সংসারের চাপে দুজনেরই প্রাথমিক রোমান্স প্রায় অপসৃত--- সেই পর্যায়ে একটা অনুভূতি হতে থাকে যে, সঙ্গিটি বোধহয় যথাযথ মনোযোগ দিচ্ছে না অন্যজনের উপর। স্বামীরা প্রায়শই বাইরের কাজ-কর্মে ব্যস্ত থাকেন, মহিলাদের মতো তারা সংসারের ব্যাপারে ততটা ইনভল্ভড হন না। এই পর্যায়েই একজন স্ত্রী, স্বামীর মনোযোগী না হওয়ার ব্যাপারে কিছু মনগড়া কারণ তৈরি করতে থাকেন। নিজের যুক্তির স্বপক্ষে তারা অনেক সময়ই কোনও কল্পিত তৃতীয় ব্যক্তিকে দুষতে শুরু করেন। সন্দেহ গাঢ় হয়। স্বামীর পরিচিত মহিলাকর্মী বা বান্ধবীরাই প্রথমে সন্দেহের তালিকায় স্থান পেতে থাকে। স্ত্রী তার ভাবনাকে সঠিক প্রমাণ করার অভিপ্রায়ে কলহপ্রিয় হয়ে ওঠেন। এভাবে চিড় ধরতে শুরু করে তার বিশ্বাসে। স্বামীও বীতশ্রদ্ধ হয়ে ওঠেন এই অমূলক অশান্তিতে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...