সুখী দাম্পত্যের চাবিকাঠি কিন্তু আপনার হাতেই আছে। বিয়ের বেশ কটা বছর কেটে যাওয়ার পরে মনে হতেই পারে, দাম্পত্যের শুরুর ম্যাজিক দিনগুলো আর ফিরে আসার নয়। ভুল ভাবছেন। দীর্ঘ সময় কাটিয়ে ফেলার পরেও স্বামী-স্ত্রীর ম্যাজিক রসায়ন ফিরিয়ে আনা সম্ভব। একটু তলিয়ে ভাবলেই দেখবেন রসায়ন একই আছে শুধু সময়ে ধুলো পড়ে একটু বিবর্ণ হয়েছে মাত্র। দুপক্ষের সামান্য চেষ্টাতেই আবার ফিরিয়ে আনতে পারবেন সম্পর্কের স্ফুলিঙ্গ।

কী ভাবে বুঝবেন সম্পর্কের রসায়ন কমে আসছে  

১)  স্বামী-স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক ধীরে ধীরে কমে আসা

২)  ভালোবাসার কথা বলার প্রযোজনীয়তা বোধ না করা

৩)  একসঙ্গে কিছু করার প্রচেষ্টা না করা

৪)  একসঙ্গে নাটক, সিনেমা, রেস্তোরাঁ বা বেড়াতে যেতে অনীহা

৫)  আলাদা আলাদা ঘরে শোওয়ার অভ্যাস

৬)  ছোটো ছোটো কথায় একে অপরের ভুল ধরা

৭)  মিথ্যা কথা বলা এবং চিট করার প্রবণতা

৮)  কখনও প্রশংসা না করা

৯)  শুতে যাওয়ার আলাদা আলাদা সময়

১০) পার্টনারের বদলে বন্ধুর সঙ্গে ঘুরতে বেশি ভালোলাগা

১১) পার্টনারের সঙ্গে কথা বলার থেকে সোশ্যাল মিডিয়ায় বেশি ব্যস্ত থাকা

 

ম্যাজিক মোমেন্টস ফিরিয়ে আনতে

একে অপরের কথা শুনুন

মাঝেমধ্যেই আপনার ভালোবাসা মুখে প্রকাশ করুন

শারীরিক নৈকটত্ব দাম্পত্যে জরুরি। চুম্বন তার মধ্যে বিশেষ গুরুত্ব রাখে

কারণ ছাড়াই উপহার দিন

বেডরুমের বন্ধ দরজার ভিতর স্পাইসি কিছু করুন

বাড়িতেই ক্যান্ডল লাইট ডিনার-এর আয়োজন করুন

আর্থিক সঙ্গতি থাকলে কোনও রোমান্টিক জায়গায় একসঙ্গে বেড়িয়ে আসুন

ফোন-এর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন

একসঙ্গে কিছু নতুন এক্সারসাইজ করা শুরু করুন

সোশ্যাল মিডিয়ায় ব্যস্ততা কমান।

কখনও কখনও সম্পর্কে দূরত্ব রাখাটাও দরকার। সম্পর্কটার মধ্যে স্পেস রাখুন। এর ফলে পরস্পরের প্রতি নতুন করে ঔৎসূক্য তৈরি হবে। একে অপরের সাহচর্য নতুন করে এনজয় করা শুরু করবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...