ক্রমাগত প্রযুক্তির বিকাশ, নানা ক্ষেত্রে কম্পিটিশন এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে মা-বাবা Parents হওয়াটাই এখন বিশাল দায়িত্বের কাজ। তার ওপর পরিবর্তিত জীবনশৈলী, অভিভাবক এবং সন্তানের সম্পর্ককে এক নতুন আঙ্গিকে পৌঁছে দিয়েছে। আগেকার থেকে আজকাল মা-বাবার দায়িত্ব সামলানো আরও বেশি কঠিন হয়ে গেছে।

বেশিরভাগ অভিভাবকই এখন চাকুরিরত। যারা আগে বাড়ি সামলাতেন তারা আজ প্রায় সকলেই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। সন্তান ছোটো হলেও, মায়ের পুরো সময় সন্তানের সঙ্গে কাটাবার উপায় নেই। সংসারে অর্থের যোগান দেওয়াটাও খুবই জরুরি হয়ে গেছে। সারাদিন বাইরে কাজে ব্যস্ত মায়েদের, সন্তানদের দেখাশোনার জন্যে নির্ভর করতে হচ্ছে ডে’কেয়ার সেন্টার, ক্রেশ অথবা কোনও পরিচারকের উপর।

আজকাল বাচ্চাদের গ্যাজেট অথবা টেকনিক স্যাভি বলাটা বোধহয় ভুল নয়। বেড়ে ওঠার পুরো প্রক্রিয়াটাতেই দেখা যায় এদের হাতে মোবাইল, ল্যাপটপের আনাগোনা। ৫০ শতাংশের বেশি সংখ্যক বাচ্চা, কম্পিউটার ছাড়া চলতেই পারে না, সকলের বাড়িতেই কম্পিউটার রয়েছে। না থাকলেও অসুবিধে নেই, সাইবার কাফে, স্কুলকলেজ, বন্ধুদের বাড়ি তো রয়েইছে।

মডার্ন মায়েদেরও বক্তব্য যে, সময়ের চাহিদার জন্যে বাচ্চাদের কম্পিউটার জানাটা খুবই জরুরি। তাই কম্পিউটারে বসতে বাচ্চাদের বাধা দেওয়া যেমন উচিত নয়। তেমনই লক্ষ্য রাখাও উচিত যে তারা কম্পিউটারে কী করছে। ইন্টারনেটের সঠিক ব্যবহারও অভিভাবকদের শেখানো উচিত সন্তানকে। নেটের ব্যবহার আজ সকলের জীবনকে এতটাই গ্রাস করেছে যে, প্রত্যেক মা-বাবারই চিন্তা থাকে কীভাবে অশ্লীল সাইটগুলি থেকে শিশুর ইনোসেন্স-কে আড়াল করা যায়। কাজের নাম করে কম্পিউটারে বসলে, সর্বদা লক্ষ্য রাখতে হয় যে কম্পিউটারে কোনও পর্ণ-সাইট সেই সন্তান খুলেছে কিনা অথবা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কোনও খারাপ লোকের সঙ্গে তার বন্ধুত্ব বাড়ছে কিনা। এই সাইটগুলি খুবই সহজে খোলা যায় এবং এগুলি জানারও একটা সুপ্ত বাসনা শিশুমনে কাজ করে।

এই বিষয়ে একটি সমীক্ষা করা হয়েছিল ১,৫০০ ভারতীয় অভিভাবক Parents  এবং কিশোরের উপর। তাতে ২০ শতাংশ টিন এজার স্বীকার করেছে যে, সারাদিনে একবারের বেশিই তারা পর্ণ সাইট ভিজিট করে। ৭০ শতাংশ অভিভাবকরা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে তাদের সন্তানরা সারাদিনে ইন্টারনেটে কী কী সাইট ভিজিট করছে তার পুরো তথ্য মা-বাবাকে তারা জানায়। অথচ এরই মধ্যে ৫৮ শতাংশ কিশোর-কিশোরীরা জানিয়েছে যে তারা খুব ভালো করেই জানে মা-বাবার কাছে সত্যিটা কীভাবে লুকোনো যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...