প্রোপোজ করে বারবার প্রত্যাখ্যান কপালে জুটেছে— এমন প্রেমিকের সংখ্যাটা নেহাত কম নয়। এমন নয় তো, প্রেমের প্রস্তাব দেওয়ার সময় আপনি এই ভুলগুলি করছেন? মেয়েরা কিছু কিছু ব্যাপারে কিন্তু একটু বেশি স্পর্শকাতর হয়।প্রেমিকের থেকে তারা বিশেষ কিছু প্রত্যাশা করে। সেই প্রত্যাশা না পূরণ হলে, প্রেমের প্রস্তাব মেয়েরা ফিরিয়ে দিতে মোটেই দ্বিধা বোধ করে না।
নতুন বছরে তাহলে আপনার ভুল শুধরে নিন। নতুন করে প্রেমের প্রস্তাব দেওয়ার আগে, একটু প্রস্তুত হয়ে নিতে ক্ষতি কী! কী কী ভুল করা চলবে না, সে বিষয়ে আমরা আলোকপাত করছি।
অ্যাটিটিউড ভরা প্রস্তাব
বহুদিনের ক্রাশ৷ অনেক কিছু ভেবে সাহস জুটিয়ে হয়তো প্রস্তাব দিয়ে বসলেন, কিন্তু তাও যেন বেসুরো বাজল। এমন কিন্তু আকছার হয়। বিশেষ করে তখন, যখন আপনার প্রস্তাব দেওয়ার ভঙ্গিতে অকারণ অ্যাটিটিউড মিশে থাকে। যাদের মেল ইগো একটু বেশি জোরালো, এই সমস্যা তাদের হয়। তারা অসচেতন ভাবে মনে পুষে রাখে একটি ভাবনা যে, প্রস্তাব তার দিক থেকে যাচ্ছে মানেই, গার্লফ্রেন্ডের সামনে কিছুটা নতিস্বীকার করা হচ্ছে। এটাই তাদের মধ্যে একধরনের অ্যাটিটিউড-এর সঞ্চার করে এবং প্রেমের প্রস্তাব রিজেক্টেড হয়।
মনে রাখবেন মেয়েরা মোটেই অ্যাটিটিউড-এ পরিপূর্ণ প্রেমিক পছন্দ করে না। তারা ভাবতে পারে প্রস্তাব দেওয়ার সময়ই যার এত আত্মাভিমান— না জানি পরে প্রতি পদক্ষেপেই যদি প্রেমিক এমন অ্যাটিটিউড দেখায় !
পরামর্শ: তাই ক্রাশকে প্রোপোজ করতে হলে, নো অ্যাটিটিউড অ্যাপ্রোচ। যখনই বান্ধবীর কাছে প্রেমের প্রস্তাব নিয়ে যাবেন, খেয়াল রাখবেন আপনার কথা বলার ধরন যেন খুব সফ্ট হয়। এটাই কিন্তু তাকে আপনার প্রতি আকর্ষিত করবে এবং আপনি প্রেমে ব্যর্থ হবেন না।
লুকস-এর ব্যাপারে সচেতনতা
এমন নয়তো, আপনি বারবার রিজেক্টেড হচ্ছেন আপনার লুক্স-এর ব্যাপারে উদাসীন হওয়ার কারণে? মনে রাখবেন মেয়েরা কিন্তু টিপটপ এবং ফ্যাশনেবল প্রেমিক পছন্দ করে। তার মানে এই নয় যে, আপনাকে দারুণ দামি ব্র্যান্ডেড জামাকাপড়ই পরতে হবে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, আর ড্রেসিং সেন্স থাকা আবশ্যক। প্রত্যেক মেয়েই চায় তার পার্টনারকে দেখতে সুন্দর লাগুক। পোশাকে এবং আচরণে গুডলুকিং ম্যান হওয়া বাঞ্ছনীয়৷ কথাতেই বলে, 'পহেলে দর্শনধারী পিছলে গুণবিচারি'। তাই চটপটে কথা হলেই হবে না, চেহারাতেও থাকতে হবে চাকচিক্য।