দীপাবলি উপলক্ষ্যে বরের কাছ থেকে কী উপহার পাবে, তা আগেই জেনে যায় মিমি। কারণ, মিমির কী চাই তা জেনে নিয়ে সেইমতো উপহার কেনে মিমির বর। কিন্তু বরের এইরকম উপহার কেনার ধরন পছন্দ হয় না মিমির। উপহার পাওয়ায় চমক থাকলেই ভালো লাগে ওর। তাই আগামী দীপাবলিতে উপহার দেওয়ার আগে যাতে জিজ্ঞেস না করে, বরকে সেই অনুরোধ করেছে মিমি।

তবে, মিমির মতো না হলেও, উপহার পাওয়ার ব্যাপারে রুবিরও অন্যরকম সমস্যা রয়েছে। বিয়ের পর প্রথম কয়েকবছর দীপাবলিতে বরের কাছ থেকে ভালো উপহার পেত রুবি। কিন্তু তারপর ব্যস্ততার কারণেই হোক কিংবা যে-কোনও কারণেই হোক, রুবিকে আর উপহার দেয়নি ওর বর। তাই প্রায় পাঁচ বছর উপহার পাওয়া বন্ধ থাকার পর হঠাৎই বরের কাছ থেকে হিরের আংটি উপহার পেয়ে কেঁদে ফেলেছিল রুবি। আর রুবির কান্নার কারণ বুঝতে পেরে ওর বর জানিয়েছিল, পাঁচবছর কোনও উপহার না দিয়ে, টাকা জমিয়ে হিরের আংটি উপহার দিতে পেরেছে সে।

আসলে, মিমি এবং রুবি এই দুই বন্ধুর উপহার পাওয়ার সুখ-দুঃখের বিষয়টিই তুলে ধরা হল মাত্র। কিন্তু উপহার পাওয়া নিয়ে এমন আরও অনেক ঘটনা ঘটে, যা নিয়ে ছোটোগল্পও লেখা যায় অনায়াসে। যেমন— ‘গিফ্‌ট অফ দ্য ম্যাজাই' গল্পটির বিষয়ই ধরা যাক। স্বামী এবং স্ত্রী পরস্পরকে ভীষন ভালোবাসে। দু'জনেই চায় একে অন্যকে সেরা উপহার দিতে। কিন্তু হঠাৎ আয় কমে গিয়ে ওরা মনের ইচ্ছেপূরণ করতে পারে না। অবশেষে দুজনে নিজের মতো ভেবেচিন্তে একটা উপায় বের করে। স্বামীর সুন্দর হাতঘড়ির ছেঁড়া বেল্টের পরিবর্তে ভালো বেল্ট উপহার দিতে চায় স্ত্রী এবং স্ত্রীর সুন্দর চুলের পরিচর্যার জন্য ভালো একটা চিরুনি উপহার দিতে চায় স্বামী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই দুটো ভালোবাসার উপহার দিতে গিয়ে স্ত্রী বিক্রি করে দিয়েছে তার মাথার অমূল্য চুল এবং স্বামী বিক্রি করে দিয়েছে তার দারুণ হাতঘড়িটা। এভাবেই উপহার নিয়ে নানা সুখ দুঃখের স্মৃতি বহন করে চলেন অনেকেই।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...