রাখিবন্ধন একটি পবিত্র অনুষ্ঠান। প্রতি বছর আগস্ট মাসে হয় এই উৎসব। এবার ১২ আগস্ট অর্থাৎ ২৬ শ্রাবন রাখিপূর্ণিমা। এই নির্দিষ্ট দিনটিতে দীর্ঘকাল ধরে উদযাপন করা হয় সম্পর্কের অটুট বন্ধনের উৎসব। একে অপরের পাশে থাকার এবং রক্ষা করার প্রতিশ্রুতি-র মধ্যে দিয়ে স্মরণীয় হয়ে থাকে এই দিনের অনুষ্ঠান।
বড়ো হয়ে আমরা কর্মসূত্রে কিংবা বিবাহসূত্রে যদি দূরে থাকি, তাহলেও ভাইবোনের বন্ধন চিরকালই অমলিন থাকে, অটুট থাকে। অবশ্য রাখিবন্ধন উৎসব শুধু রক্তের সম্পর্কের ভাইবোনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যে-কোনও নারী-পুরুষের মধ্যেই এই পবিত্র সম্পর্ক তৈরি হতে পারে এবং উপহার আদান-প্রদানের মাধ্যমে তা আরও মধুর হয়ে উঠতে পারে। একসঙ্গে বেড়ে ওঠা, জীবনে পাশাপাশি থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, একে অপরের সেরা এবং সবচেয়ে খারাপ মুহূর্তের শরিক হওয়া, ত্যাগ স্বীকার করা প্রভৃতির মধ্যে দিয়ে এমন নির্ভেজাল পবিত্র বন্ধন তৈরি হয়। তাই, রাখিবন্ধনে এমন কিছু উপহার দিন, যা সে দীর্ঘকাল ধরে আগলে রাখবে। কারণ, বোন যখন ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয়, তখন ভাইয়ের উচিত বোনকে কিছু উপহার দেওয়া এবং বোনের রক্ষাকবচ হয়ে থাকা। অবশ্য প্রতি বছরই যেহেতু উপহার দিতে হয়, তাই ভাইয়েরা চিন্তিত থাকেন এই ভেবে যে, কী উপহার পেলে বোন খুশি হবে। তবে চিন্তার কোনও কারণ নেই, বাজেট অনুযায়ী বেছে কিনুন উপহার সামগ্রী।
বাজেট যদি খুব বেশি না থাকে, তাহলে সাধারণ অথচ কিছু আকর্ষণীয় উপহার দিতে পারেন। যেমন হাতঘড়ি, শাড়ি, ইলেক্ট্রনিক গ্যাজেটস, পারফিউম, টিফিনবক্স ইত্যাদি। আর যদি একটু বেশি টাকা জমিয়ে, দামী কিছু দিয়ে রাখিবন্ধন উৎসবকে স্মরণীয় করে রাখতে চান, তাহলে ভাবতে পারেন রত্নালঙ্কার দেওয়ার কথা। ‘ডি বিয়ার্স ইন্ডিয়া’-র এমডি শচীন জৈন প্রসঙ্গত জানিয়েছেন,'ফরএভারমার্ক অবন্তী' কালেকশন হল পবিত্র বন্ধনকে শক্তিশালী করার জন্য নিখুঁত ও সুন্দর। গহনার এই কলেকশন-এর প্রতিটি টুকরো একটি লহরের মতো চারপাশে ছড়িয়ে পড়ে। ছত্রিশটি স্ট্যান্ড-আউট টুকরোর মধ্যে ০.১০, ০.১৮ এবং ০.৩০ ক্যারেটের বিরল হিরের গয়না রয়েছে৷ ১৮k হলুদ, সাদা বা গোলাপি সোনায় সেট করা, পরিষ্কার, বৃত্তাকার ডিজাইনগুলি হিরের উজ্জ্বলতাকে দ্বিগুণ করে তোলে। এই বিশেষ উপহার অর্থপূর্ণ এবং প্রাপককে কৃতজ্ঞতার অনুভূতি দেয়। এরফলে সম্পর্ক আরও মজবুত হয়। আর তাই ভাইবোনের ভালোবাসার বিশুদ্ধতম মুহূর্তটি উদযাপন উপলক্ষ্যে আপনাকে ভালো কিছু উপহারের হদিশ দেওয়া হল---