অভিভাবকেরা সকলেই চান একটা ধরাবাঁধা রুট ম্যাপ, যেটা ফলো করতে পারলেই সন্তান ভবিষ্যতে সাফল্যের চূড়ায় বসে রাজত্ব চালাতে পারবে। সৎ এবং ভদ্র হিসেবেও সন্তানকে প্রতিষ্ঠিত হতে দেখতে চান অভিভাবকেরা। এই সব কিছু ইচ্ছা সফল করে তোলার ডেফিনিট ফর্মুলা হয়তো কিছুই নেই কিন্তু বিজ্ঞানভিত্তিক বহু প্রমাণ আছে যার উপর ভিত্তি করে বলা চলে যে অভিভাবকেরা কীভাবে সন্তানকে বড়ো করছেন তার উপরে সন্তানের সাফল্য অনেকটাই নির্ভর করে।

বেশিরভাগ মা-বাবাই বিশ্বাস করেন তাদের সন্তানের ভবিষ্যৎ সাফল্য, নির্ভর করে তাদের অ্যাকাডেমিক এক্সিলেন্স-এর উপর। আজকের কমপিটিটিভ ওয়ার্ল্ডে ভালো রেজাল্ট-ই একমাত্র বাচ্চাকে অন্যান্যদের তুলনায় এগিয়ে নিয়ে যেতে পারে এই ধারণা অনেকেরই আছে। কিন্তু এটা জেনে আশ্চর্য হবেন, পড়াশোনা ছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলোর উপর বাচ্চার সাফল্য নির্ভর করছে। বহু রিসার্চ এবং পরীক্ষা চালাবার পর একটাই সিদ্ধান্তে পৌঁছোনো গেছে যে, সব বিষয়ে জোর খাটিয়ে বাচ্চাকে কিছুতেই সঠিক রাস্তায় আনা যায় না উলটে তার প্রতি অবিচারই করা হয়। সুতরাং জানতে হবে অভিভাবক হিসেবে সন্তানের জন্য কী করা উচিত এবং কী নয়।

গৃহকর্মে সহযোগিতা

সেদিন আর নেই যখন বাচ্চারাও বাড়ির কাজে মা-বাবাকে সাহায্য করত যেমন, ময়লা ফেলা, বাগানে জল দেওয়া, এক ছুট্টে দোকান থেকে প্রয়োজনীয় কোনও জিনিস এনে দেওয়া ইত্যাদি। বাচ্চাদের উপর অলরেডি অ্যাকাডেমিক প্রেশার ছাড়াও, টিউশন, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটি ইত্যাদির চাপ তো আছেই সুতরাং বাড়ির কাজে মা-বাবাকে সাহায্য করাটা তার সময়ের অপচয় বলেই ধরে নেওয়া হয়।

কয়েকদিন আগেই স্কুলে মেয়েকে আনতে গিয়ে কয়েকজন অভিভাবকের মধ্যে কিছু কথাবার্তা কানে এল। একজন মা, অপর আর একজনকে বলছিলেন, ‘আমি মেয়েকে বাড়ির কোনও কাজ করতে দিই না। জল ভরা বা আমাদের বাড়ির কুুকুরটাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসা মানে সময় নষ্ট করা আর পড়াশোনার ক্ষতি।’

ওনাদের মধ্যে আর এক মহিলার উত্তর কানে এল, ‘ঠিকই বলেছেন, আর মাত্র একমাসই বাকি পরীক্ষার। ছেলে যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে তখন  রান্না করতে পারে কিনা বা বিছানা ঠিকমতো করতে পারে কিনা এই নিয়ে কেউ কি মাথা ঘামাবে? আমি তো পড়াশোনার সময় ছেলেকে এক গেলাস জলও নিজেকে নিতে দিই না। আমিই সবকিছু এগিয়ে দিই।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...