‘বেলাশেষে’ ছবিটা যারা দেখেছেন, তারা অবাক হয়ে ভেবেছেন প্রৌঢ়ত্বে পৌঁছোনো ওই দম্পতি, বিবাহ বিচ্ছেদের কথা কীভাবে ভাবলেন! কিন্তু বাস্তবে আমাদের সমাজে ভাঙন বাড়ছে। বিশেষ করে দাম্পত্যে। শুধু সদ্য বিয়ে হওয়া যুগলদের মধ্যেই না, এ ঘটনা এখন ২৫ বছর পার করে দেওয়া দম্পতিদের ক্ষেত্রেও একইরকম সত্যি।

এক সত্য ঘটনায় দেখেছি, মধ্য চল্লিশের এক গৃহবধূকে এমন সিদ্ধান্ত নিতে। ঘটনাটা অত্যন্ত চমকপ্রদ। খুব কম বয়সে বিয়ে হয়ে স্বামীর ঘরে আসা এই মহিলা, প্রথম থেকেই তাঁর মদ্যপ স্বামীর নির্যাতনের শিকার। তাঁর পরিবারের অর্থাৎ বাপের বাড়ির অবস্থা এমন ছিল না যে, তারা মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবেন। ফলে স্বল্প শিক্ষিত এই মহিলা দিনের পর দিন মুখ বুজে এই নির্যাতন সহ্য করতে থাকেন। স্বামীর কামনার ফলস্বরূপ তিনি দুই সন্তানের জননীও হন। এরপর হঠাৎই এক দুঃসাহসী পদক্ষেপ নেন এই নারী, বিয়ের দশ বছরের মাথায়। তিনি নিজে গিয়ে বন্ধ্যাত্বকরণ করিয়ে আসেন। স্বামী জানতে পারলে তার উপর অত্যাচার করেন। স্বামী ক্রমশ ধর্ষক হয়ে ওঠেন, তাঁর পৌরুষত্বে ঘা লাগায়। কিন্তু সত্যিই নারীটির কিছু করার ছিল না। দুটি ছোটো ছোটো সন্তানকে মানুষ করাই তাঁর ব্রত হয়ে দাঁড়াল। সন্তানদের অস্বচ্ছলতার ও অনিশ্চয়তার জীবনে একেবারেই ঠেলতে চাননি ওই মহিলা।

দিন অতিবাহিত হল। সন্তান-সন্ততি বড়ো হল। তারা নিজের পায়ে দাঁড়ানোর পর, এবার ঘুরে দাঁড়ালেন মহিলা। দীর্ঘ ২৫ বছরের এই নির্যাতনের দাম্পত্য থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে, বিবাহবিচ্ছেদের মামলা করলেন তিনি। এও এক জীবন– এও এক দাম্পত্য।

এমন ঘটনা নতুন নয়। তবে সবক্ষেত্রেই যে মেয়েরা যন্ত্রণার শিকার, তা নয়। পুরুষদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। দীর্ঘ ২৫ বছর ধরে স্ত্রী-র সন্দেহবাতিক সহ্য করার পর, আর পেরে না উঠে ডিভোর্স দিলেন, এমনই একজন পুরুষের কথাও জেনেছি।

দাম্পত্যের শুরুতে বোঝা যায়নি যে তাঁর স্ত্রী মানসিক বিকারগ্রস্ত। প্রথম প্রথম উনি ভাবতেন এটা নিছক পজেসিভনেস। স্বামী বাড়ি থেকে দফতরে রওনা হওয়া মাত্রই, স্ত্রী ফোন করে খোঁজ নেওয়া শুরু করতেন, স্বামী কোথায়, সঙ্গে কে আছে ইত্যাদি। প্রায় প্রতিদিনই বায়না ধরতেন কিছু কিনে আনার জন্য। স্বামী সেটা কিনে এনে দিলেও স্ত্রীর সন্দেহ, সঙ্গে কে ছিল এটা কেনার সময়? স্বামীর সমস্ত বন্ধুর স্ত্রী, স্বামীর মহিলা সহকর্মী, প্রতেককেই তিনি সন্দেহের চোখে দেখা শুরু করলেন। স্বামীর বোঝানোতে প্রথম প্রথম বুঝতেন, কান্নাকাটি করতেন, সাময়িক শুধরোতেন। কিন্তু আবার কিছুদিন পর থেকেই তার সন্দেহের উপসর্গ শুরু হতো।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...