একসঙ্গে এক জায়গায় দশটা বাঙালি কাজ করবে আর গসিপ হবে না, সেটা এককথায় অসম্ভব! কিন্তু অফিস স্পেসে ছোটোখাটো গসিপ যদি বড়ো আকার নেয়, তখন তার পরিণাম কিন্তু মারাত্মক হতে পারে। পরনিন্দা-পরচর্চা, আগুনের মতোই ছড়ায় এবং এর ক্ষতির দিকটিও আগুনের মতোই বিধ্বংসী। কানাকানি হতে হতেই পাঁচকান হয় ছোটো একটা ঘটনা। শেষ পর্যন্ত জানাজানি হলে রটনাকারীর সমূহ বিপদ। এমনকী চাকরি থেকে বহিষ্কার পর্যন্ত হতে পারেন। ফলে চায়ের আড্ডাতেই হোক বা আফিস করিডোর-এ, গসিপ করার আগে দশবার ভাবুন। পরনিন্দা-পরচর্চার বিষয় যদি বস হয়, তাহলে তো আরওই সতর্ক হওয়া উচিত।

কয়েকটি সতর্কতা

  • কোনও ব্যাক্তিকে আপনার ব্যক্তিগত ভাবে পছন্দ না-ও হতে পারে, তাই বলে আড্ডা দেওয়ার সময় নির্বিচারে তাকে নিয়ে কুত্সা ছড়াবেন না
  • অত্যন্ত বিশ্বাসভাজন ছাড়া কারও সঙ্গেই অফিসের পদস্থ কারও প্রসঙ্গে পরচর্চা করবেন না
  • মনে রাখবেন আজ আপনি যার সঙ্গে পরচর্চায় মেতেছেন, স্বভাবদোষে কাল সেই ব্যক্তিটিই অন্য কারও সঙ্গে আপনার বিষয়ে নিন্দা করতে পিছপা হবে না
  • সব সময়ে অফিসে সবাই বন্ধু হতে পারে না। সর্বত্র ছড়িয়ে আছে কিছু সুযোগসন্ধানী মানুষ, যারা বন্ধু সেজে আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। তাদের চিনে রেখে তাদের সামনে ভুলেও ঊর্ধ্বতন সম্পর্কে কোনও গসিপে জড়াবেন না
  • প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নিজস্ব ওয়ার্ক কালচার থাকে, যেটা আপনার মনমতো না-ও হতে পারে। কিন্তু কিছু নিয়মশৃঙ্খলা মেনে না চললে আখেরে বিপদ আপনারই বাড়বে। তখন গসিপ করা সঙ্গীটি আপনার পাশে থাকবে না। তাই নির্লিপ্ত থাকার চেষ্টা করুন অন্যেরা যখন গসিপ করবে
  • ছোটোখাটো গোলমাল নিজে মেটানোর করার চেষ্টা করুন। আপনার বার্তাবাহক করে অন্য কাউকে পাঠাবেন না। আপনার বক্তব্যকে বিকৃত ভাবে উপস্থাপিত করা হতে পারে। নিজের সমস্যা নিজে ফেস করুন, প্রযোজনে ক্ষমা চেয়ে নিন ঊর্ধ্বতনের কাছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...