সন্তানহীন দম্পতিরা অনেকে যে-কোনও মূল্যে পেতে চান সন্তানসুখ। তাই তাদের মধ্যে অনেকে অর্থের বিনিময়েও নিজের ঘরে আনতে চান শিশু-সন্তানকে। কিন্তু অর্থের বিনিময়ে সন্তান দত্তক নেওয়া বে- আইনি। অবশ্য, যারা নিঃসন্তান, তারা অনেক সময় নৈতিকতা কিংবা আইনি বিষয়টি মাথায় রাখতে পারেন না। বরং সন্তানহীনতার শূন্যতা তাদেরকে বড়ো বেশি সাহসী করে তোলে অনেক সময়।

বর্তমান সময়ে নানারকম কারণে বাড়ছে বন্ধ্যাত্ব। আর তাই সন্তান দত্তক নেওয়ার চাহিদাও বাড়ছে হু- হু করে। আর এই চাহিদার কারণে, অর্থের বিনিময়ে বাচ্চা পাইয়ে দেওয়ার কালোবাজারি চলছে কিছু ক্ষেত্রে। তবে এইসব কারবার এতটাই কৌশলে চলে যে, তা প্রকাশ্যে আসে না সচরাচর। অনেকে তো দূর-দূরান্ত থেকে অর্থের বিনিময়ে কিংবা আরও নানারকম উপায়ে বাচ্চা নিয়ে এসে, নিজের গর্ভস্থ সন্তান বলেও সামাজিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করেন। তাই, কাছাকাছি কোনও গরীর মানুষ তাদের সন্তানকে লালন-পালনের জন্য স্ব-ইচ্ছায় এবং আইন মোতাবেক নিঃসন্তান দম্পতিকে দিতে চাইলেও, নিতে চান না অনেকে। আসলে বন্ধ্যাত্বের বিষয়টি অনেকে পাঁচকান করতে চান না সামাজিক সম্মান হারানোর ভয়ে কিংবা লজ্জায়।

অবশ্য শুধু সামাজিক সমস্যার বিষয়-ই নয়, দত্তক নেওয়ার বিষয়ে আইনি জটিলতার কারণেও অনেক নিঃসন্তান দম্পত্তি ঘুরপথে অর্থের বিনিময়ে অন্যের থেকে বাচ্চা নিয়ে আসেন চুপিচুপি এবং সেই বাচ্চাকে নিজেদের সন্তান বলে স্বীকৃতি পাওয়ার চেষ্টাও চলতে থাকে। আসলে, বাচ্চা নিজেদের হোক কিংবা অন্যের থেকে সংগ্রহ করেই হোক— নিঃসন্তান দম্পতির কোল আলো করতে পারাটাই সবচেয়ে বড়ো বিষয় বলে মনে করেন অনেকে। কোনও গরীব, অসহায় মা-বাবার সন্তানকে নিয়ে এসে যদি আর্থিক ভাবে স্বচ্ছল কোনও দম্পতি লালনপালন করে বাচ্চাকে যোগ্য মানুষ করে তোলেন, তাহলে তাও মানবিক বিষয় হয়ে উঠতে পারে।

এক্ষেত্রে মনে রাখতে হবে, সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া আইনি ভাবে যত জটিল হবে, চাইল্ড ট্রাফিকিং হয়তো আরও বাড়বে। বরং কেউ যদি কোনও অসহায় বাচ্চাকে বৈধ উপায়ে নিয়ে গিয়ে লালন- পালন করেন, তাহলে হয়তো সমাজ আরও সুন্দর হয়ে উঠবে। নিঃসন্তান দম্পতি চাইলে পরিত্যক্ত কিংবা অনাথ শিশুদের নিয়ে গিয়ে সহজ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের সন্তান-স্নেহে যদি মানুষ করতে চান, তাহলে তাদের সেই সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কারণ, কিছু অনাথ আশ্রমের আবাসিকদের যে ধরনের অমানবিক অত্যাচারের শিকার হওয়ার খবর সামনে আসে মাঝেমধ্যে, তা খুবই মর্মান্তিক! তাই, সন্তান দত্তক নেওয়ার আইনি প্রক্রিয়া আরও সহজ হওয়া দরকার বলেই মনে হয়।

আরো গল্প পড়তে ক্লিক করুন...