করোনার  প্রকোপে ভারতীয় অর্থনীতির যে বেহাল অবস্থা, তা সামলানো খুব সহজ নয়। পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে আগামী কয়েক বছরে। সত্যি কথা বলতে কী এর প্রভাবে সবচেয়ে বেশি জর্জরিত মধ্যবিত্ত সংসারগুলি। তাদের আগাম প্রস্তুত থাকা প্রয়োজন, আরও বড়ো বিপর্যয় সামলাবার জন্য। এখন এটা পরিষ্কার বুঝে নিতে হবে যে, মাঝেমাঝেই অতিমারির সঙ্গে যুঝতে হবে। সুস্থ থাকার লড়াইটাই এই মুহূর্তে সবচেয়ে বড়ো লড়াই৷

এদিকে কয়েকমাস আগে. চিনের সীমানা দখলের প্রচেষ্টার কারণে আমাদের সমস্ত টাকাই খরচ হয়েছে হিমালয়ের পাথর ফাটিয়ে রাস্তা নির্মাণ আর অস্ত্র এবং বোমারু বিমান ক্রয় করতে। আগামী দিনেও স্বরাষ্ট্র মন্ত্রকের ততপরতায়, আরও এয়ারবেস তৈরি হবে, ব্যারাক তৈরি হবে, কিন্তু সাধারণ মানুষের টান পড়বে তার সঞ্চয়ে৷ দেশের ব্যাবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। আর মধ্যবিত্ত কোনও ভাবেই ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো চাকরি, ভালো ভ্রমণের কথা ভাবতে পর্যন্ত পারবে না।

পেট্রোলের আকাশছোঁয়া দাম বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা কমছে। চাহিদা কম বলে বিলাসবহুল সামগ্রীর জোগানও কম হচ্ছে। সবচেয়ে বড়ো কথা ঘরে চাল-ডালের পাশাপাশি বেশ কিছু টাকা স্বাস্থ্যবাবদ সরিয়ে রাখতেই হবে এবার সাধারণ মানুষকে। কর্মহীন মানুষের এমনিই যেখানে দিনগুজরান মুশকিল হয়ে গেছে, সেখানে ডাক্তার খরচ বাড়লে প্রমাদ গুণতে হবে।

প্রচুর ছোটোবড়ো ব্যাবসা বন্ধ হয়ে যাচ্ছে, আরও যাবে। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার বিলাসিতা আর আগের মতো নেই। মল ক্রমে তার জৌলুশ হারাবে। যতদিনে মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক হবে, ততদিনে ঝলমলে পোশাকগুলো ম্লান হয়ে যাবে। অর্থনৈতিক শিড়দাঁড়াটা ভেঙে গেলে আর কি সোজা হয়ে দাঁড়ানো যাবে? বেকারত্ব যেভাবে জাল প্রসারিত করেছে, তাতে এর কবল থেকে সহজে পরিত্রাণ নেই।

তবে শুধু আমাদের দেশকেই নয়, আমেরিকা কিংবা টার্কির মতো দেশকেও সামলাতে হচ্ছে অযোগ্য শাসকের কর্মফল। কথায় বলে না, পিপল ডিজার্ভ দ্য কিং, হোয়াট দে আর। মানুষ যেমন হয়, তাদের শাসকও তেমনই জোটে। সময় বলবে কী আমাদের নিয়তি৷ আমরা তো প্রতিবাদ ভুলে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক-এ মিথ্যে খবর ফরোয়ার্ড করতে ব্যস্ত। আমাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের খবর রাখার আমাদের সময় কই!

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...