কৃষি ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য মোকাবিলার লক্ষ্যে, ভারতে সঠিক কৃষি প্রশিক্ষণ, অর্থনৈতিক সহায়তা, কৃষক সম্প্রদায়ের জন্য টেকসই ও স্থিতিশীল আয় নিশ্চিত করা হয়েছে। সেইসঙ্গে, সাপ্লাই চেইন উন্নতির মাধ্যমে, ক্ষুদ্র পরিসরের মহিলা উৎপাদনকারীদের ভূমিকাকে শক্তিশালী করার উপর দৃষ্টি নিবদ্ধ করে তৈরি করা হয়েছে ‘শি ফিডস দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি।

‘শি ফিডস দ্য ওয়ার্ল্ড’ প্রোগ্রামটি টেকসই খাদ্য ব্যবস্থার তিনটি মাত্রা জুড়ে, মহিলা কৃষক এবং তাদের পরিবারকে আর্থিক সুবিধে দেবে।  অর্থনৈতিক স্তরে এটি ছোটো পরিসরের কৃষকদের চাষাবাদের পদ্ধতি উন্নত করতে, ফলন বাড়াতে এবং আরও টেকসই আয়ের জন্য জীবিকার বিকল্পগুলিকে বৈচিত্র্যময় করার ক্ষমতা তৈরি করবে। সামাজিকভাবে, এই প্রকল্পটি অসুরক্ষিত কৃষকদের জন্য জ্ঞান, সম্পদ এবং অন্তর্ভুক্তিমূলক বাজারগুলিতে আরও ন্যায়সঙ্গত অ্যাকসেস-এর প্রচার করে তাদের সুরক্ষাকে সমৃদ্ধ করবে। ভারতে, এই কর্মসূচি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বাস্তবায়িত করা হবে বলে জানা গেছে।

পরিবেশগত দৃষ্টিকোণ থেকে এই প্রকল্পটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উপর প্রভাব কমাতে মাটি, জল, জীববৈচিত্র্য এবং কার্বন ফুটপ্রিন্টের সমস্যাগুলিকে মোকাবিলা করবে। ভারতে এই কর্মসূচির সম্প্রসারণের মাধ্যমে, পেপসিকো, পেপসিকো ফাউন্ডেশন এবং কেয়ার-এর লক্ষ্য ৪৮,০০০-এরও বেশি মহিলা, পুরুষ এবং শিশুদের কাছে পৌঁছানো এবং পশ্চিমবঙ্গের ১,৫০০০,০০০ জন মানুষকে পরোক্ষভাবে উপকৃত করা। ‘শি ফিডস দ্য ওয়ার্ল্ড’ প্রোগ্রাম মহিলা কৃষকদের পুষ্টি ও জলের অ্যাকসেস সহ একটি সুরক্ষিত এবং স্থিতিস্থাপক জীবিকা গড়ে তুলতে সাহায্য করবে নিম্নলিখিত উপায়ে:

১. সক্ষমতাকে উন্নত করা: আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি এবং টেকসই কৃষি অনুশীলন সম্পর্কে বোঝার উন্নতির জন্য প্রশিক্ষণ এবং সংস্থান।

২. কমিউনিটিতে পুষ্টির উন্নতি করা: মহিলা অংশগ্রহণকারীদের পুষ্টি এবং ওয়াশ-এর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া।

৩. সম্পদের উপর মহিলাদের অ্যাকসেস ও নিয়ন্ত্রণের উন্নতি ঘটানো: ক্ষমতা এবং লিঙ্গ বিশ্লেষণ ও অংশগ্রহণকারীদের জন্য কর্মশালার আয়োজন করা।

৪. মহিলাদের ছোটো-পরিসরের উৎপাদকদের জন্য বহুগুণ প্রভাব: অংশগ্রহণকারীদের প্রয়াসকে হাইলাইট করা এবং স্বীকৃতি দেওয়ার জন্য ডিজিটাল প্রশিক্ষণ প্যাকেজ ও অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট ডিজাইন ও ডেভেলপমেন্ট।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...