শহরকে সুন্দর করে তোলার মধ্যেও রাজনৈতিক প্রবেশ ঘটেছে। লখনউ-এ গোমতীর তীরবর্তী অঞ্চলের সৌন্দর্য বর্ধনের জন্য যেমন অখিলেশ যাদব নিজের পিঠ চাপড়াচ্ছেন, ঠিক তেমনই আহমেদাবাদের সবরমতীর তীরে উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী হইচই করছেন।

শহরে জনসংখ্যা ক্রমশ বাড়ছে। তাই, অনেকে এখন অভিজাত অঞ্চল ছেড়ে শহরতলিতে গিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছেন। এর ফলে সবুজ ধ্বংস হচ্ছে।  সরকার এবং নগর নিগমের উন্নয়ন খাতের বাজেটের থেকে ভালো পরিমাণ অর্থ, সাধারণ মানুষের বাসস্থানের জন্য এবং সবুজরক্ষার জন্য ব্যয় করা জরুরি। আজকাল ২০-৩০ তলবিশিষ্ট যেসব সরকারি কার্যালয় এবং আদালত ভবন নির্মাণ করা হচ্ছে, তা আসলে প্রশাসন কর্তৃক আমজনতার সামগ্রিক অর্থনৈতিক অবস্থাকেই যেন বেশি প্রকট করে৷।

যেখানে উদ্যান এবং নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করতে স্বস্তিবোধ করেন সাধারণ মানুষ, ওইসব জায়গায় বিশালাকার আদালত ভবন, পুলিশের প্রধান কার্যালয়, অন্যান্য সরকারি ভবন তৈরি করে দমবন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। বিগত ৭০ বছর রাজপথের দুদিকের সুন্দর প্রকৃতি এবং সবুজ উদ্যানে এসে সাধারণ মানুষ একটু স্বস্তিবোধ করত। দিল্লির ঘন বসতিপূর্ণ অঞ্চলে বসবাস করতে করতে হাফিয়ে উঠলে উদ্যানে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলত মানুষ, আর আজ সবই অতীত। এখন সবই সরকারের কবজায়। সি-হেক্সাগন ইতিমধ্যেই একটি সামরিক স্মৃতিসৌধ হিসেবে গড়ে উঠেছে কিন্তু এতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ।

প্রধানমন্ত্রীর জন্য বিশাল বাড়ি এবং সংসদ ভবন তৈরি হয়েছে। সেন্ট্রাল ভিস্তা সাধারণ মানুষের জন্য খোলা থাকবে, এমন কোনও নিশ্চয়তা নেই। আর এর ঠিক বিপরীতে দিল্লির রাজ্য সরকার। যাদের অধিকার সম্পূর্ণ নয়, তবুও কিছু জায়গায় রাস্তাঘাট সুন্দর করে সাজিয়ে তুলছে, যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের বিকাশের চেষ্টাও চলছে। কিন্তু কেন্দ্র সরকারের এজেন্সি, দিল্লির বিকাশ নিগম ওইসব জায়গাতেও নিজেদের কৃতিত্ব ফলানোর চেষ্টা করছে।

রোটি কপড়া অউর মকানের চাহিদা আমাদের মতো গরিব দেশের প্রাথমিক চাহিদা৷ সেই শর্ত পূরণ হলে তবে সৌন্দর্যবর্ধনের জন্য পার্ক মন্দির বা অট্টালিকা নির্মাণের কথা ভাবা উচিত৷ বিমানবন্দর বা শপিং মল তৈরি করার চেয়েও জরুরি এখন আরও বেশি সংখ্যক সরকারি হাসপাতাল আর বিদ্যালয় তৈরি করা৷ শাসকরা একটু ভেবে দেখবেন কি?

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...