নতুন অর্থ-বর্ষের শুরুতেই বদলিটা হয়ে গেল নন্দিতার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের স্থায়ী সরকারি চাকরিতে তিন থেকে পাঁচ বছর অন্তর বদলি হওয়া নিতান্তই স্বাভাবিক ঘটনা; কিন্তু এরকম পছন্দসই জায়গায় একদম উপযুক্ত সময়ে ট্রান্সফার পাওয়াটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার! তবে সাধারণ মানুষের জীবনেও কখনও-সখনও ম্যাজিক ঘটে বই-কি— এই যেমন নন্দিতার জীবনেই ঘটল!
প্রায় বিশ বছরের চাকরি-জীবনে এই প্রথমবার ট্রান্সফার অর্ডারটা হাতে পেয়ে এত খুশি হল বছর পঁয়তাল্লিশের নন্দিতা। সঙ্গে সঙ্গেই স্বামী তপনকে ফোনে খবরটা জানাল সে। পেশায় ইঞ্জিনিয়র বছর পঞ্চাশের তপনবাবু চাকরি করেন রাজ্যের সেচ দফতরে, সল্টলেকে অফিস ওনার। আর নন্দিতার ট্রান্সফার হয়েছে আমহার্স্ট স্ট্রিট ব্রাঞ্চে। নন্দিতার মুখে খবরটা শুনে তপনবাবুও আনন্দিত নন্দিতার মতো একই কারণে।
নাহ্, আঠেরো বছরের বিবাহিত জীবনের পর একই শহরে এক ছাদের তলায় থেকে কাজ করতে পারার আনন্দ এটা নয়; ওদের একমাত্র সন্তান কলকাতার নামি স্কুলের ক্লাস টেনের ছাত্র। বছর পনেরোর তমালের সামনের বছরই মাধ্যমিক, তাই মা-বাবা দুজনের সাহচর্যই যে তাকে জীবনের প্রথম বড়ো পরীক্ষার ক্ষেত্রে মানসিক ভাবে সাহায্য করবে— এ’কথা ভেবেই আনন্দিত নন্দিতা, তপন দুজনেই।
নন্দিতাদের গ্যারেজ-সহ তিন কামরার নিজস্ব ফ্ল্যাটটা যাদবপুরে। নন্দিতা বা তপন কারওরই বাড়ি কলকাতায় নয়। কিন্তু চাকরির প্রায় কয়েক বছর পর থেকেই তপনবাবুর পোস্টিং কলকাতায় হয়ে যাওয়ায় এবং পরবর্তী বদলির সম্ভাবনা ক্ষীণ বুঝে আর একমাত্র ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, অনেক বিচার-বিবেচনা করেই এই বাসস্থানটি কিনেছেন এবং নন্দিতার অবসর গ্রহণের পর এই মহানগরীরই পাকাপাকি বাসিন্দা হয়ে যাবেন বলে ঠিক করেছেন। দক্ষিণবঙ্গে নিজেদের পুরোনো মফস্সল শহরে আর ফেরার ইচ্ছে নেই তাদের।
অদ্ভুত ভাবে নন্দিতা এযাবৎ চাকরিসূত্রে কেবলমাত্র থেকেছে জেলা-শহরে, আবার কখনওবা গ্রামেও। কিন্তু ছুটিছাটায় কলকাতায় পরিবারের সাথে কিংবা অন্য শহরে আত্মীয়স্বজনের বাড়িতে সময় কাটালেও কখনও কোনও বড়ো শহরে কয়েক মাসের জন্যও থাকার দরকার পড়েনি তার।