কখনো পাহাড় কখনো সমুদ্র, বেড়ানো মানেই প্রকৃতির কোলে আত্মসমর্পণ৷ কয়েকটা দিন ছুটি পেলেই পর্যটন প্রিয় বাঙালি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন৷ সবারই নিশ্চয়ই এতদিনে পুজোয় বেড়ানোর প্ল্যান তৈরি।উত্তরখণ্ডে যাচ্ছেন? আমরা কয়েকটি সাজেশন দিচ্ছি যেগুলি জুড়ে নিতে পারেন আপনার প্ল্যানে।

নওকুচিয়াতাল, নৈনিতাল, উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড-কে সৌন্দর্যের খনি বললে ভুল হবে না।পাহাড়ের অসাধাররণ শোভা উপভোগ করতে, আপনার পছন্দের ডেস্টিনেশন যদি উত্তরাখণ্ড হয়, তাহলে নৈনিতালের সঙ্গে অবশ্যই জুড়ে নিন নওকুচিয়াতাল।নৈনিতাল থেকে খুব দূরে নয় এই জায়গাটি। শহুরে কোলাহলকে অনেক পিছনে ফেলে এক নির্জনতার রাজ্যে প্রবেশ করুন। সবুজ ওকের জঙ্গল, সঙ্গে পাহাড়ের অপূর্ব শোভা। আর আছে একটি নয়-মুখো হ্রদ। এই বৈশিষ্ট্যের জন্যই এই হ্রদের নাম নওকুচিয়াতাল। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ মিটার উচ্চতায় এই স্বর্গীয় স্থানটি অচিরেই আপনার মন কেড়ে নেবে।

হৃষিকেশ, উত্তরাখণ্ড

হৃষিকেশ কিন্তু শুধুই পুণ্যার্থীদের পছন্দের জায়গা নয়। অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং রোম্যান্স, দুইয়েরই মজা যদি নিতে চান, তাহলে আপনাকে আসতেই হবে হৃষিকেশে। গঙ্গার তীরে মনোরম শোভা দেখতে দেখতে অবকাশযাপনের কোনও বিকল্প নেই। এখানে আছে বহু রিসর্ট যেখানে স্থানীয় খাবারের মজা নিতে পারেন। সঙ্গে রোমাঞ্চের স্বাদ নিতে অংশ নিতে পারেন ওয়াইল্ড ওয়াটার রাফটিং বা বাঞ্জি জাম্পিং-এ।

মুসৌরি, উত্তরাখণ্ড

রাস্কিন বন্ড-এর ভক্তদের কাছে মুসৌরি অতি প্রিয় একটি পাহাড়ি শহর। গাড়োয়াল হিমালয়ের অপরূপ শোভা জায়গাটিকে জনপ্রিয় করে তুলেছে। বরফাবৃত পাহাড়-শৃঙ্গ চোখ জুড়িয়ে দেয় রৌদ্রজ্জ্বল দিনে। ম্যালে ঘুরুন কিংবা ঘুরে আসুন কেম্পটি ফলস, দিন কেটে যাবে অনাবিল আনন্দে। আর হাতে একটু সময় থাকলে মুসৌরি থেকে পাড়ি দিন ধনৌলটি। নিরিবিলি এই পাহাড়ি ডেস্টিনেশনে গেলে আর শহুরে জীবনে ফিরতে মন চাইবে না।ধনৌলটি গেলে অবশ্যই ঘুরে নিন এখানকার নেচার ইন্টারপ্রিটেশন পার্ক বা ইকো পার্ক।

ল্যান্সডাউন, উত্তরাখণ্ড

সবচেয়ে নির্জন আর সুন্দরী ডেস্টিনেশন বলতে এখনও ল্যান্সডাউনের নামটাই উঠে আসে। পর্যটকদের ভিড়ে এখনও এর সৌন্দর্য খর্ব হয়ে যায়নি। ব্রিটিশ জমানা থেকে আজও তাই এর খ্যাতি দিগ্বিদিকে ছড়ানো। পুরোনো একটি ল্যান্ডস্কেপ পেইন্টিংয়ের মতোই সুন্দর ল্যান্সডাউন।সমুদ্রতল থেকে ১৭৮০ মিটার উচ্চতায়, ওক আর পাইনের জঙ্গলে মোড়া পাহাড়ে, পৌড়ি গাড়োয়ালের সবটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ট্রেকিং, বার্ড ওয়াচিং, বোটিং যা যা আপনার প্যাশন, তার সবই ষোলোআনা সাধ পূরণ করবে এই ডেস্টিনেশন। দিল্লি থেকে এটাই সবচেয়ে নিকটবর্তী হিল ডেস্টিনেশন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...