প্রায় সাড়ে চারশো বছর ধরে পর্তুগিজরা এই স্থানে রাজত্ব করেন ফলে কেন্দ্রশাসিত এই অঞ্চলে পর্তুগিজ সংস্কৃতির ছাপ স্পষ্ট। সঙ্গে রয়েছে গুজরাতি এবং মারাঠি সংস্কৃতির মিশ্রণও।

এবার পর্তুগিজ উপনিবেশ দিউ ভ্রমণ শুরু করব। দমন থেকে বেলা দ্বিপ্রহরে দিউ-এ প্রবেশ করলাম। হোটেলে ঘর ঠিক করেই আগে লাঞ্চ সারা হল। দিউকে দেখলেই মনে হয় এর চরিত্র আলাদা। যেন ঠিক আমাদের দেশের মধ্যে নয়। পর্তুগিজ সাম্রাজ্যের নিদর্শন সর্বত্র। বেশ লাগছিল। আমাদের হোটেলটি একেবারে সমুদ্রের ধারে। ঘরের জানালা থেকে পথ দেখা যায় না। মনে হয়, যেন সমুদ্রের উপরেই রয়েছি। সন্ধ্যার পর সাগরের উপরে দাঁড়িয়ে থাকা জাহাজ, স্টিমার, নৌকোয় আলো জ্বলে উঠল। সেই আলো সাগরের বুকে ঝিকমিক করছে। মনে হচ্ছে যেন কোনও স্বপ্নপুরীতে এসে পড়েছি। আশ্চর্য সুন্দর লাগছে।

পরেরদিন ভোর পাঁচটায় উঠে তৈরি হয়ে প্রাতর্ভ্রমণে বার হলাম। চারিদিক ভরে আছে মায়াময় আঁধারে, অবশ্য পথে আলো আছে। পথ সমুদ্রের কিনারায়। আধো আলো আধো অন্ধকারে সাগর কিনারা ধরে পথ, চলা বড়ো ভালো লাগছে। পথে পড়ল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস, টুরিস্ট লজ, কালেকটরের অফিস, হায়ার সেকেন্ডারি স্কুল, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন। দেখতে দেখতে অবশেষে পর্তুগিজ দুর্গের কাছে পৌঁছোলাম। ১৫৩৫ সালে নির্মিত, প্রাসাডি-দিউ-পর্তুগিজ স্মৃতিমণ্ডিত দিউ দুর্গ মুগ্ধ করল। এবার ফেরার পালা। চারিদিক ক্রমশ পরিষ্কার হচ্ছে। তবে সূর্যদেবের দর্শন পাওয়া যাচ্ছে না। কুয়াশায় ঢাকা। পথে এক ভদ্রলোক হঠাৎ নমস্কার করে বললেন, ‘আপনারা বাঙালি?’ উনি বাঙালি। পাঁচ বছর এখানে আছেন পরিবার নিয়ে, এখানকার স্কুলের শিক্ষক।

ব্রেকফাস্ট সেরে গাড়িতে ওঠা হল। গাড়ি ছুটে চলে সমুদ্রের ধার ঘেঁষে। মেঘভাঙা আলো জানাল, সূর্যদেব উঠেছেন। পথের দু’ধারে সবুজের ছয়লাপ— তাল, নারকোল, ঝাউয়ের সমারোহ। আর রয়েছে কলা, আতা, পেয়ারাগাছ। খানিক পরে সাগরবেলায় পৌঁছোলাম। সুন্দর বিচ। আমরা ঝিনুক কুড়োলাম, তারপর ঝাঁপিয়ে পড়লাম সুনীল সাগরে। ঢেউ-এর সঙ্গে যুদ্ধ করে, কিছুক্ষণ পর উঠে এলাম পাড়ে। এবার হোটেলে ফিরে দ্বিতীয় দফার ভ্রমণে বার হলাম। প্রথমে ভোরে দেখা ফোর্ট। ভিতরে ঢুকে ঘণ্টাদুই ধরে ঘুরে ঘুরে পুরো কেল্লাটি দেখা হল। চারিদিকে শুধু কামান আর কামান। বোঝা যায় কেল্লাটি খুবই সুরক্ষিত ছিল। হিন্দু ও মুসলমানদের অনেক ফোর্ট দেখেছি, পর্তুগিজ ফোর্ট যেন একটু আলাদা ধরনের।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...