জিম করবেট ন্যাশনাল পার্ক

সবুজ জঙ্গলের বুক চিরে গাড়ি ঢুকলেই নাকে আসবে একটা অদ্ভুত বন্য গন্ধ। এ জঙ্গলের নামটাই শিহর তোলে। যে-বিখ্যাত শিকারির নাম জুড়ে রয়েছে এই বনস্থলীর সঙ্গে– তিনি কত কিশোরের ফ্যান্টাসির ইন্ধন জুগিয়েছেন, তার গোনাগুনতি নেই।

Jim Corbett National Park, উত্তরাখণ্ডের সুপরিচিত এক বনভূমি, যা দেশের প্রথম জাতীয় উদ্যান হওয়ার শিরোপা ও ঐতিহ্য বহন করে। ‘প্রোজেক্ট টাইগার’-এর অন্তর্গত ভারতের ৮-টি টাইগার রিজার্ভ-এর এটি অন্যতম। ১৯৩৫-এ করবেট জাতীয় উদ্যানের জন্ম। নাম ছিল তদানীন্তন গভর্নর স্যার ম্যালকম হেইলির নামে ‘হেইলি ন্যাশনাল পার্ক।’১৯৫৭ সালে পশুবিদ জিম করবেটের স্মৃতিস্বরূপ নাম রাখা হয় করবেট ন্যাশনাল পার্ক।

সাধারণত যেসব জঙ্গলকে ন্যাশনাল পার্ক হিসাবে চিহ্নিত করা হয়, তার একটা বড়ো কারণ এইসব জঙ্গলে নির্বিচারে পশুশিকার হওয়ার ফলে বন্যপ্রাণীদের অস্তিত্ব সংকট দেখা দেওয়া। প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যেই তৈরি হয় জাতীয় উদ্যান। করবেট ন্যাশনাল পার্কের গল্পটাও খানিকটা এরকমই। ১৮২০ সালের আশপাশের সময়টাতে এই জঙ্গলে ব্রিটিশ শিকারিদের হাতে অগুনতি বাঘ হত্যা হতে থাকে। কাঠের জন্য গাছকাটাও চলতে থাকে নির্বিচারে। এর ফলে জঙ্গলের ব্যাপক ক্ষতি হয়। শেষে মেজর রামসের দৃঢ় পদক্ষেপে এই উদ্যান সংরক্ষণের কথা ভাবা হল। লাইসেন্স ছাড়া গাছ কাটা যাবে না এমন নিষেধাজ্ঞাও জারি হল। ১৯০৭ সাল নাগাদ মেজর স্মিথিজ, জিম করবেটের সঙ্গে প্রস্তাবিত ন্যাশনাল পার্কের সম্ভাব্য সীমার পরিমাপ নিয়ে আলোচনা করেন এবং অবশেষে সরকারি উদ্যোগে ১৯৫২-য়় জঙ্গলটি পায় জাতীয় উদ্যানের শিরোপা।

সত্তরের দশকে এ জঙ্গলে যেখানে বাঘের সংখ্যা ছিল ৪০ হাজার, ১৯ শতকের শেষে এসে তা মাত্র ৪ হাজারে এসে ঠেকেছিল।গত বছরের হিসাব অনুযায়ী বাঘের সংখ্যা এই জঙ্গলে মাত্র ২৫২৷ পরিস্থিতি বিচার করে ‘প্রোজেক্ট টাইগার’ শুরু করার সংকল্প নেওয়া হয় এবং করবেট টাইগার রিজার্ভ হিসাবে চিহ্নিত হয়।

করবেট পার্ক বাঘ, লেপার্ড, হাতি, বনবেড়াল, বুনো শুয়োর, ভাল্লুক, নানাপ্রজাতির বানর ও হনুমান, নেউল, ফিশিং ক্যাট, গন্ধ গকুল, উদবিড়ালি প্রভৃতি প্রাণীর বিচরণ ক্ষেত্র। এছাড়াও স্পটেড ডিয়ার, চিতল, কাঁকর ও হগ ডিয়ার এমন চারটি প্রজাতির হরিণেরও দেখা মেলে এই জঙ্গলে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...