ইতিহাস ছুঁয়ে দেখার রোমহর্ষে শরীরময় শিহরন। ডেস্টিনেশন মালদা। গৌড়-পাণ্ডুয়ার মোহময় ঐতিহ্যে মুগ্ধতার পরশ। সকালবেলার হালকা রোদ্দুর মেখে গৌড় এক্সপ্রেস থেকে নামলাম, মনে শুধু হারিয়ে যাওয়ার টান। মনস্কামনা রোড ধরে পৌঁছোলাম ইংরেজবাজার। হোটেলের শান্ত আশ্রয়ে ফ্রেশ হয়ে নিয়ে পান্ডুয়ার ঐতিহাসিক ঐশ্বর্যের সন্ধানে বের হয়ে পড়লাম।

মহানন্দার রুপোর মতো জলের ঐশ্বরিক আভাস আর মৃদুমন্দ হাওয়া গায়ে মেখে গাড়ি ছুটল। অতীতের পান্ডুনগর সম্ভবত মহাভারতের পান্ডু রাজার রাজত্বের অধীন ছিল। সুলতান আলউদ্দিনের কীর্তির নিদর্শন ছড়িয়ে রয়েছে প্রশস্ত সালামী দরওয়াজায়। বড়ি দরগা-তে রয়েছে পির তবরিজির নকল সমাধি। স্তম্ভ ও খিলান দ্বারা বিভক্ত কুতুব শাহি মসজিদ বা ছোটো সোনা মসজিদ, পির নুরকুতুব উল আলমের সম্মানার্থে তৈরি। স্থাপত্য মন টানে। হিন্দু রাজা গণেশের পুত্র যদুনারায়ণ, মুসলিম ধর্ম গ্রহণ করেন এই পির সাহেবের কাছে।

সামান্য দূরেই একলাখি মসজিদের মনকাড়া কাঠিন্য। টেরাকোটার কারুকার্য সমৃদ্ধ। হিন্দু, বৌদ্ধ ও মুসলিম স্থাপত্যের এমন মিলন, মনকে নিয়ে যায় জাত-ধর্ম নির্বিশেষে মানুষের উন্মুক্ত, উদার হৃদয়ের সন্ধানে। হিন্দু রাজা যদু একলাখ টাকা ব্যয়ে গড়ে তোলেন মসজিদ।

বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম স্থাপত্যের মিশেল আদিনার অপরূপ অঙ্গ সৌষ্ঠবে। বিশালত্ব অভিভূত করে। নীল আকাশ আর সবুজ ঘাসের মাঝখানে আদিনার নিস্তব্ধ গভীরতা, রহস্যের হাতছানি দিয়ে ডাকে।

গৌড় দাঁড়িয়ে আছে ঘন, ছায়াঘেরা আমের বন আর চুপ গ্রামের সারি নিয়ে। শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন রক্ষিত রামকেলি মন্দির, পিয়াস বাড়ির দিঘি, দাখিল দরওয়াজা, আর বড়োসোনা মসজিদের অটুট সৌন্দর্য, প্রকৃতির নরম রূপ। গৌড়ের স্মৃতিসৌধগুলির মধ্যে অন্যতম বৃহত্তম বারোদুয়ারী। সুন্দর কারুকাজের মসজিদটি ইটে শুরু হয়ে সম্পূর্ণতা পায় পাথরে। গম্বুজের সোনালি চিকন কাজের জন্য সোনা আর আকারে বড়ো থেকে নাম বদলে হয় বড়োসোনা মসজিদ।

রাজকীয় বৈভব আর প্রাচুর্য স্মরণ করিয়ে দেয় সমৃদ্ধশালী অথচ বিস্মৃতির অতলে প্রায় তলিয়ে যাওয়া অতীত। সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দাখিল দরওয়াজা, লুকোচুরি গেট, কদম রসুল মসজিদ, নেক বিবির সমাধি, গুমটি দরওয়াজা, তাঁতিপাড়া মসজিদ, চিকা মসজিদ, চামকাটি মসজিদ। ঘোড়ায় চড়ে কোতোয়ালের পাহারা দেওয়ার বাইশগজী প্রাচীরের বিশালতা চোখ ধাঁধায়। পাশেই রয়েছে খননে প্রাপ্ত ইতিহাসের চুপকথা। একটু দূরেই বাংলাদেশের বর্ডার। সীমান্তে ইতিহাস আটকে থাকে না। এপার-ওপার স্মৃতিময় হয়ে জেগে থাকে। অথচ ছবি তোলা নিষেধ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...