প্রকৃতির ডাকে কখনও ঘরছাড়া হন পর্যটক, কেউ আবার বেরিয়ে পড়েন ইতিহাসের এক ফালি খণ্ডচিত্র চাক্ষুস করতে। কিন্তু এর থেকে আলাদা একটি দৃষ্টিভঙ্গিও আছে। সেই নতুন চোখে পর্যটক নিজের দেশটাকে যদি আরও একবার আবিষ্কার করতে চান, তাহলে উন্মোচিত হবে এক নয়া ভারতবর্ষ।

এই নতুন দৃষ্টিভঙ্গি বা কনসেপ্ট-এর নাম জিও টুরিজম। এই ভাবনার গোড়াপত্তন যাদের হাত ধরে, সেই সংস্থার নাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। শুধু সৌন্দর্যের বিচারেই নয়, এই প্রতিষ্ঠান পর্যটনের মানচিত্রে এনে ফেলেছে এমন কিছু অফবিট ভ্রমণ স্থল, যার ভৌগোলিক গুরুত্বও অপরিসীম।

এগুলিকে বলা হচ্ছে জিওলজিক্যাল হেরিটেজ সাইটস। অর্থাৎ ভোগোলিক গুরত্বের নিরিখে এই স্থানগুলির মাহাত্ম্য বিচার করা হয়। এখনও পর্যন্ত দেশজুড়ে প্রায় ৩২-টি এমন সাইট চিহ্নিত করেছে জিএসআই, যেগুলির সঙ্গে জুড়ে আছে ভূতাত্ত্বিক এবং নান্দনিক দৃষ্টিভঙ্গি।

 

Rock of God,in Meghalaya

ধরা যাক মবলেই-এর প্রাচীন শিলাখণ্ডটির উদাহরণ। মেঘালয়ের অন্তর্গত, শিলং থেকে খুব দূরে নয় এই মবলেই। এখানে গেলে দেখতে ভুলবেন না এই ৪.৮৬ x ৩.৪৪ মিটার উচ্চতার শিলাখণ্ডটিকে, যার অন্য নাম ‘দ্য গডস রক’। পাহাড়ের পাদদেশে ওয়াহরাশি উপত্যকার অপরূপ শোভা নজরে পড়বে এই পাথরখণ্ড দেখতে এলে। এই স্পট-টি কিন্তু বহু পর্যটকেরই অজানা।

Chhabimura Tripura

এমনই আরও একটি জায়গা ত্রিপুরার ছবিমুড়া। সেই কোন প্রাচীনকালে কোনও অজানা শিল্পীদের হাতে পাহাড়ের গায়ে খোদিত হয়েছিল শিব, বিষ্ণু, কার্তিক-সহ অতিকায় মহিষাষুরমর্দিনীর ভাস্কর্য। শ্যাওলা ঢাকা সেই ইতিহাস, খুঁড়ে দেখবেন নাকি একবার?

আপনার কি দেবভূমি উত্তরাখণ্ড পছন্দ? বেশ সেখানেও আপনার জন্য অপেক্ষা করছে বিস্ময়। আপনাকে আসতে হবে কুমায়ুনের প্রসিদ্ধ কর্বেট ন্যাশনাল পার্কের আওতায়৷এই বনস্থলিকে একপাশে ফেলে, কোশি নদীর স্রোত অনুসরণ করে এগোতে হবে কুমেরিয়া গর্জিয়া জলবিদু্ৎ প্রকল্পের দিকে। বাওয়াস ওয়াটার ডিভিশন নামে পরিচিত এই স্থানটিতে গিয়ে পৌঁছোলেই, এক অতুলনীয় পিকচার পোস্টকার্ড-এর সামনে এসে দাঁড়াবেন।

দক্ষিণ ভারতও কম যায় না। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় গড়ে উঠেছে একটি জিওলজি ও স্কাল্পচার গার্ডেন, যার নান্দনিকতা মনে থেকে যাবে বহুদিন। ওরাভাকাল্লু রক গার্ডেন নামের এই নতুন টুরিস্ট স্পট, ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...