শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস ‘তুঙ্গভদ্রার তীরে’-র পটভূমি বিজয়নগরই আজকের হাম্পি। সেই হাম্পির উদ্দেশ্যেই আমরা চলেছি। হাওড়া থেকে অমরাবতী এক্সপ্রেসে সওয়ার হয়েছি। হসপেট থেকে হাম্পির দূরত্ব মাত্র রছ কিমি। স্টেশন থেকে সোজা হসপেটের হোটেল অম্রুথা রেসিডেন্সি, স্টেশনের খুব কাছেই। স্নান খাওয়াদাওয়া সারতে সারতেই বেলা গড়িয়ে গেল। আজকে আর হাম্পি দর্শনের কোনও সম্ভাবনা নেই। তাই হোটেলেই বিশ্রাম– এই লম্বা ট্রেন জার্নির ধকল কাটাতে হবে তো! চর্চা করি হাম্পির ইতিহাস নিয়ে, কারণ এই ইতিহাস জানা না থাকলে হাম্পি দর্শন পুরোপুরি অসম্পূর্ণ থেকে যাবে।

ইতিহাসেরও আগে চলে যাই পৌরাণিক যুগে। রামায়ণের কিষ্কিন্ধা রাজ্যও ছিল তুঙ্গভদ্রার তীরে। সেকালে তুঙ্গভদ্রার নাম ছিল পম্পা আর এই পম্পা শব্দটিই পরিবর্তিত হতে হতে আজকে হাম্পি হয়ে দাঁড়িয়েছে। রামায়ণে বর্ণিত মাতঙ্গ পর্বত, মাল্যবান পর্বত, ঋষ্যমুখ পর্বত, পম্পা সরোবর– সবই রয়েছে হাম্পিকে ঘিরে। তাই হয়তো বলা যায় হাম্পির ইতিহাস জড়িয়ে আছে রামায়ণ মহাকাব্যকে ঘিরে। তবে বর্তমানে আমরা হাম্পিকে যে রূপে দেখি, তা সবটাই বিজয়নগর রাজাদের অক্ষয়কীর্তি যদিও তা অনেক জায়গাতে ধবংসস্তুপে পরিণত হয়েছে।

বিজয়নগর সাম্রাজ্য বিভিন্ন রাজবংশ শাসন করেছে। হাম্পি তথা বিজয়নগর ছিল এই রাজ্যের রাজধানী। এই সময়ে এই রাজ্যের সমৃদ্ধি ছিল আকাশচুম্বী– নির্মিত হয়েছিল প্রাসাদ দুর্গ, মন্দির, মূর্তি প্রভৃতি। আর সে যুগে যা নির্মিত হয়েছিল তা বর্তমানে হয়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব তালিকাভুক্ত স্থান। বিজয়নগর সাম্রাজ্যের প্রেক্ষাপট বুঝতে হলে পিছিয়ে যেতে হবে আরও কিছু বছর। আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারত আগ্রাসনের পরেই এই অঞ্চলের মানুষেরা এই বিদেশি আক্রমণের বিরুদ্ধে একত্রিত হয়। ধর্মীয় ও সাংস্কৃতির মিলিত রূপই জোট বাঁধে স্থানীয় মানুষের নেতৃত্বে, এই বিশেষ শক্তির বিরুদ্ধে। ইতিহাস বলে বিজয়নগরের প্রতিষ্ঠা করেন হরিহর ও বুক্বা। হরিহর, হুক্বা নামেও পরিচিত ছিলেন। তারা ছিলেন হোয়সালাদের সেনানায়ক। হোয়সালারা দুর্বল হয়ে পড়লে হুক্বা-বুক্বা পত্তন করলেন বিজয়নগর সাম্রাজ্য। মোট চারটি রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য শাসন করে। বিজয়নগর শাসন করে সালুভা রাজবংশ। সালুভা রাজবংশের দুর্বল অপশাসনের সমাপ্তি ঘটে তুলুভা বংশের শাসন প্রতিষ্ঠায়। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন রাজা কৃষ্ণদেব রায়। তাঁর রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য সাফল্যের সর্বোচ্চ শিখরে উঠেছিল। এই সময়ে রাজধানী শহর জুড়ে অনেক মানুষের বাস।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...