মনের আঙিনায় যখন ভালোবাসার সংগীত গুঞ্জরিত হয়, প্রাণে প্রতিধ্বনিত হয় প্রেম, তখন ভাবনার এক নতুন জগতে বিচরণ করেন প্রেমিক-প্রেমিকারা। আর মন তখন শুধু বলে, ‘সে’ আর আমি, আমি আর ‘সে’– মাঝখানে শুধু নির্জন প্রকৃতি, আর কেউ নয়।

যদি হন নতুন প্রেমিক যুগল কিংবা হনিমুন কাপল, তাহলে চলে যান কুর্গ কিংবা সিমলা। আর ওখানে মজুবত করে আসুন দু'জনের সম্পর্কের ভিত। আপনাদের জন্য এই দুটি রোমান্টিক ডেস্টিনেশন-এর বিবরণ দিচ্ছেন সুরঞ্জন দে।

 

কুর্গ

কুয়াশায় ঢাকা পাহাড়, ঘন জঙ্গল, কফি, চা, কমলালেবুর বাগান আর মনোরম আবহাওয়া— এই হল একনজরে কুর্গ। কুর্গের আর এক নাম কেন্ডাসু, যার অর্থ হল পাহাড়ের উপর ঘন জঙ্গল। কুর্গের অন্য নাম মদিকেরি। কর্ণাটকের দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় চার হাজার একশো দুই বর্গ কিমি জুড়ে কুর্গ অবস্থিত। প্রচুর কফির বাগান থাকার জন্য একে কফিল্যান্ডও বলে। আবার একে ‘ভারতের স্কটল্যান্ড'ও বলা হয়ে থাকে। এখানে কফিতে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে রোমান্সের গন্ধও বাহিত হয়। এপ্রিল থেকে নভেম্বর এখানে যাওয়ার উপযুক্ত সময়। কুর্গে পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর ট্রেকিং রুট আছে। কাবেরী নদীর ব্যাকওয়াটার ভালামুরেতে আপনি মাছও ধরতে পারেন। এছাড়াও আপনি এলিফ্যান্ট ক্যাম্প এবং অদূরে অবস্থিত জলপ্রপাতের আনন্দও উপভোগ করতে পারেন।

সিমলা

বিশুদ্ধ আবহাওয়া এবং অতুলনীয় নৈসর্গিক সৌন্দর্যের জন্য হিমালয়ের পাদদেশে অবস্থিত সিমলা, রোমান্সের জন্য অনুকূল স্থান। দূরে বরফের চাদরে ঢাকা পর্বতমালা, প্রকৃতি যেন তার যাবতীয় রোমান্টিক সৌন্দর্য ঢেলে দিয়েছে। ব্রিটিশ যুগের ভারতের চিত্রাবলি ভাইস রিগল লজে দেখতে পাবেন। ‘লক্কড়’-এ আপনি লকড়ি বা কাঠের তৈরি অপূর্ব শিল্পকলা দেখতে পাবেন। মল রোড ছাড়াও, সিমলায় রয়েছে জাখু হিল, সামার হিল, অবজারভেটারি হিল, হিমাচল স্টেট ওয়াটারফলস। সিমলার কাছাকাছি বেড়ানোর জায়গা হল চেল, কসৌনি, কুফরি, নলদেহরা, রামপুর এবং রেণুকা লেক। চলে যেতে পারেন কুলু-মানালি। স্কি, প্যারাগ্লাইডিং, আইস স্কেটিং অর্থাৎ উইন্টার স্পোর্টসের মজাও নিতে পারেন মানালির সোলাং ভ্যালি-তে। সিমলায় যাওয়ার সবচেয়ে ভালো সময় হল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...