মধ্যপ্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সন্দেহাতীত ভাবে পর্যটকদের মুগ্ধ করে চলেছে। বলা যায়, ঐতিহ্য রক্ষায় মধ্যপ্রদেশ একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। সেইসঙ্গে, ভাগোরিয়া নৃত্য, গণ্ড চিত্রকলাও নজর কেড়ে চলেছে পর্যটকদের। আর এই অপার সৌন্দর্যের কারণে বহু সিনেমার শ্যুটিং হয়ে চলেছে মধ্যপ্রদেশে। মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী টু' এবং ‘লাপাতা লেডিস' সহ বেশ কয়েকটি সিনেমার শ্যুটিং হয়েছে এই রাজ্যে। এছাড়া, ২০২৪ সালে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়ে সমৃদ্ধ হয়েছে ‘মোহ লিয়া রে’ শীর্ষক একটি ভিডিয়ো ক্যাম্পেইন। মধ্যপ্রদেশের গোয়ালিয়র, উজ্জইন, ওরছা, খাজুরাহো, বান্ধবগড়, কানহা, পান্না, পেঞ্চ এবং সাতপুরার জঙ্গলকে তুলে ধরা হয়েছে এই ট্যুরিজম বিজ্ঞাপনে। আর এবার এই পর্যটন সাফল্যকে মাথায় রেখে, মধ্যপ্রদেশ ট্যুরিজম বোর্ড ২০২৫ সালে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আরও ঢেলে সাজাবার প্রস্তুতি নিচ্ছে। ক্রুজ পর্যটন, টেক্সটাইল পর্যটন, গ্রামীণ পর্যটন এবং কুলুঙ্গি পর্যটনের শ্রীবৃদ্ধি ঘটাতে চলেছে মধ্যপ্রদেশ পর্যটন দপ্তর।

মেঘনাথ ঘাট সংযোগকারী ভারতের প্রথম আন্তঃরাজ্য ক্রুজ রুট চালু করতে চলেছে মধ্যপ্রদেশ। এই সংযোগ তৈরি হবে সাকারজা মধ্যপ্রদেশের হাফেশ্বর এবং গুজরাটের মোখাদির সঙ্গে। ১২০ কিলোমিটার দীর্ঘ রুটটি দিয়ে যাতায়াতের সময় দুই পাড়ের শান্ত এবং নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। সাকারজাতে একটি অত্যাধুনিক সৌরশক্তিচালিত ক্রুজ টার্মিনালও নির্মাণ করা হচ্ছে, যা প্রধান শহরগুলির সঙ্গে সংযোগ ঘটাবে। গান্ধীসাগর, চান্দেরি এবং কুনো ছাড়াও, নতুন নতুন পর্যটন গন্তব্য চালু করার পরিকল্পনা চলছে মধ্যপ্রদেশে। মাঞ্জু, ওরছা, তামিয়া এবং আরও কয়েকটি জায়গায় সারাবছর আরও সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে এই রাজ্যে।

২০২৫ সালে নতুন বিমান পরিসেবা সম্প্রসারণের পরিকল্পনা চলছে ভোপাল, জবলপুর এবং খাজুরাহো থেকে সাতনা পর্যন্ত। ভোপাল মিন্টো হলের কাছে গড়ে উঠতে চলেছে ১০০ কোটি টাকা বাজেটের একটি নতুন বিশ্বমানের কনভেনশন সেন্টার। গ্রামীণ পর্যটন মিশনের অধীনে ৩৫০টি হোমস্টে চালু হবে ২০২৫ সালে। নর্মদা পর্যটনেরও প্রসার ঘটানো হবে। এই বছর স্কাইডাইভিং ফেস্টিভ্যালকে আরও বর্ণময় করে তুলবে বলেও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে মধ্যপ্রদেশ পর্যটন দপ্তর।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...