করোনার প্রভাব কিছুটা শিথিল হতেই ভ্রমণপ্রিয় বাঙালির বেড়ানোর ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছে৷। চটজলদি পরিকল্পনা করে জঙ্গল, পাহাড়, সাগর , এমন যেকোনও ডেস্টিনেশনে বেরিয়ে পড়লেই হল। তবু ব্যস্ততায় আটকে যাচ্ছে বাসনা। মনে খুঁজছে এক-দুই দিনের অবকাশ। তাঁদের জন্যই স্বল্প দৈর্ঘ্যের সেরা ভ্রমণের ঠিকানা হতে পারে ওড়িশা৷

ভবানীপটনা - কারলাপট

 প্রতিবেশী রাজ্য ওড়িশায় দেখার জিনিস অজস্র। তাই একটা উইকএন্ড প্ল্যান করুন ভবানীপটনায়। পাহাড় আর জঙ্গলে ঘেরা আদিবাসী অঞ্চল কালাহান্ডি, বরাবরই খবরে উঠে এসেছে খরাপ্রবণ এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের জীবনচিত্র নিয়ে। কিন্তু এই জেলারই একাংশে লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে অসম্ভব সুন্দর একটি ট্রাভেল ডেস্টিনেশন।Bhabanipatna- karlapat.

ভুবনেশ্বর থেকে রাতভর বাস জার্নিতে পৌঁছোনো যায় ভবানীপটনায়। থাকার জন্য পাবেন হোটেল সাগরসঙ্গম (06670)232200, হোটেল রুচি (06670)230475  ।

Odisha destination Bhabanipatna

এখান থেকে গাড়ি ভাড়া করে বেড়িয়ে নিন রাজবাড়ি ও মানিকেশ্বরী মন্দির। জিপ ভাড়া করে ঘুরে আসতে পারেন ১৫ কিমি দূরে ফুলরিঝরন জলপ্রপাত এবং ২৫ কিমি দূরের জাক্বম ব্যাঘ্র প্রকল্প। থাকার ব্যবস্থা মেলে জাক্বম ফরেস্ট রেস্ট হাউস-এ। যোগাযোগ ডিএফও ভবানীপটনা 06670)230268/230526। তবে রেশন নিজেরা নিয়ে যাওয়াই ভালো। ভবানীপটনা-তিরুমালা রোড ধরে এগোলেই এই অরণ্যানীর বিস্তীর্ণ অংশ, যার নাম কারলাপট। সম্বর, চিতল, গউর এবং কপালে থাকলে লেপার্ডও দেখা যেতে পারে পাতার আনাচকানাচ দিয়ে। জঙ্গলের গন্ধে স্নায়ুগুলিকে নতুন করে প্রাণবন্ত করে তোলার এ এক আদর্শ স্পট।এই Travel Destination আদর্শ  Weekend trip-এর জন্য৷

 

চান্দাক দামপাড়া

Chhandak Odisha

ভুবনেশ্বর আর কটকের মাঝখানে এক নিশ্ছিদ্র সবুজ বনস্থলি। নাম চান্দাক বা Dampara Wild Life Sanctuary। জীবনটাকে যদি একটু অ্যাডভেঞ্চারাস করে তুলতে চান, তবে আপনার উইকএন্ড-এর সেরা হ্যাংআউট হতে পারে এই অভয়ারণ্য। গোদিবাড়িতে জঙ্গলের ভিতরে বাঁশের কটেজে বা লগ হাউস-এ থাকুন আর জঙ্গলের ঘ্রাণ নিতে নিতে কাটিয়ে দিন অনন্ত অবসর। এই জঙ্গলে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর ব্যবস্থাও করা হয়েছে উৎসাহীদের জন্য। রক ক্লাইম্বিং, নেট ক্লাইম্বিং তার মধ্যে অন্যতম। ডিএফও মনোজ কুমার মহাপাত্র এব্যাপারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন। এছাড়াও জঙ্গলেই রয়েছে একটি হার্বাল গার্ডেন, পর্যটকরা যা ঘুরে দেখতে পারেন। গোদিবাড়ির প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই পাবেন বিনোদনের এই ব্যবস্থাগুলি। থাকার বিকল্প ব্যবস্থা দেরাস-এর লগ হাট, দেরাস ফরেস্ট রেস্ট হাউস ও দামপাড়া ফরেস্ট রেস্ট হাউস।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...