অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ঘরণী সুদীপা। দু’জনেই সেলিব্রিটি, তাই দিনের বেশিরভাগটাই কেটে যায় ব্যস্ততার মধ্যে। সারাদিন শুটিং, পরিচালনা ছাড়াও ছবি প্রযোজনার কাজও থাকে। সুদীপা স্ক্রিপ্ট লেখার ব্যস্ততার মাঝেই টিভির পর্দার জন্যে শুটিং-এর কাজও সেরে ফেলেন। দু’জনেরই সারাদিনে প্রচুর পরিশ্রম তাই বিশ্রামেরও দরকার পড়ে, যেটা শহরে থাকলে কিছুতেই সম্ভব হয় না। সেইজন্যে কাজের একঘেয়েমি কাটাতে আর অসম্ভব বেড়াতে ভালোবাসেন বলেই কাজের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ান দেশে-বিদেশে। এমনই এক ক্রিসমাসের সময়, হাতে ক’দিন ছুটি পেতেই সুদীপা ও অগ্নিদেব ঘুরে নিয়েছিলেন ইউরোপ এবং সেই অভিজ্ঞতার Europe Tour কথা শেয়ার করে নিলেন আমাদের সঙ্গে।

দুবাই

ইউরোপ যাওয়ার ইচ্ছে বহুদিন ধরেই ছিল। সুযোগটা এসে গিয়েছিল ডিসেম্বর মাসে ক্রিসমাসের ওই সময়টায়। ঠিক করাই ছিল ২৫ ডিসেম্বর-টা রোমে কাটাব এবং সেইমতো বেড়াবার প্ল্যান সেট হয়েছিল। কলকাতা থেকে বিমানে প্রথম হল্ট দুবাই। সেখান থেকে বিমান পরিবর্তন করে আমরা পৌছব ইতালি। দুবাই-তে পৌঁছে প্লেন থেকে নামতেই আমাদের স্বাগত জানাল দুবাইয়ের ঝাঁ-চকচকে আন্তর্জাতিক বিমানবন্দর। পলিউশন ফ্রি শহর, ঝকঝকে চওড়া চওড়া রাস্তা। সামান্য বিশ্রাম সেরে শহরের কিছু দর্শনীয় জায়গা ঘুরে নিলাম। মরুভূমির মধ্যে একটা শহরকে যে এতটা সুন্দর সাজিয়ে তোলা যায়, চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আকাশছোঁয়া বিল্ডিং, অত্যাধুনিক স্থাপত্যশিল্প, লাক্সারি শপিংমল, আর্টিফিশিয়াল বাগান, ফোয়ারা সবকিছুই প্রতিমুহূর্তে ব্যস্ততম বাণিজ্যিক শহর হিসেবে দুবাইকে স্বীকৃতি জানাচ্ছে। পৃথিবীর সর্বোচ্চ ইমারত ৮৩০ মিটার উচ্চতার বুর্জ খালিফা হোটেলটি এবং বুর্জ আল আরবের স্থাপত্যবিস্ময় আমাদের মুগ্ধ করল। এছাড়াও দেখে নিলাম মিউজিয়াম, জুমেরা মস্ক, গ্র্যান্ড মস্ক, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। একটি মন্দিরে শিব এবং কৃষ্ণের মূর্তি পূজিত হচ্ছে এমন ছবিও চোখে পড়ল। দেশে ফেরার পথে কেনাকাটা করা হবে তাই শপিং প্লাজাগুলি বাদই থেকে গেল।

রোম

দুবাই থেকে আমাদের গন্তব্য ছিল ইতালির ভ্যাটিকান সিটি। পোপের সঙ্গে মিডনাইট মাস-এ যোগ দেওয়া ছিল মূল উদ্দেশ্য, সময়টা যেহেতু ক্রিসমাসের সময়। ইটস আ লাইফটাইম অ্যাচিভমেন্ট। এখানে আসতে হলে ছয়-সাত মাস আগে থেকে টিকি বুকিং করতে হয়। সেসব না করেই ভগবানের আশীর্বাদে আমাদের যোগ দেওয়ার সুযোগ হয়ে গিয়েছিল। মিডনাইট মাসে, ভ্যাটিকান সিটিতে, পোপের সামনে দাঁড়িয়ে প্রেয়ার করা তার যা অনুভূতি সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মনে হচ্ছিল স্বয়ং ঈশ্বর ওখানে সামনে বসে আছেন। চোখ যে কখন জলে ভরে এসেছিল বুঝতেই পারিনি। বাইরে লক্ষ্য লক্ষ্য বিভিন্ন ভাষাভাষি মানুষের ভিড়। প্রার্থনার ভাষাও ল্যাটিন। আমাদের সকলের হাতে ধরা ইংরেজি লেটারিং করা বইটি, মানেটাও তাতেই দেওয়া। আমার একপাশে দাঁড়িয়ে এক চিনা দম্পতি অন্যপাশে দু’জন রাশিয়ান, সামনে একজন জার্মান। সমবেত স্বরে সকলে প্রার্থনা করছে। পোপ সকলকে ‘মেরি ক্রিসমাস’ উইশ করলেন এবং সকলে একসঙ্গে গলা মিলিয়ে ওনাকেও উইশ করা হল। আমাদের এই পাওয়াটা যে কতখানি তা বুঝিয়ে বলা যাবে না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...