আমি ২২ বছর বয়সি যুবতি। মেসোর ভাইয়ের ছেলের সঙ্গে প্রেম করি। ১ বছর আগে আমাদের আলাপ হয়েছে আর আমরা দুজনে একে অপরকে বিয়ে করতে চাই। ছেলের বাড়ি থেকে এই বিয়েতে কারও আপত্তি নেই। কিন্তু আমার বাবা এই বিয়ের জন্যে কিছুতেই রাজি হচ্ছেন না। আমাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে উঠেছে। আমার সমস্যা হল কিছুদিন ধরে খেয়াল করছি আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে ঠিক ভাবে কথা বলছে না। আমার আগে আর একটি মেয়েকে ও ভালোবাসত এবং পরে মেয়েটির বিয়ে হয়ে যায়। মনে হয় ওই মেয়েটির সঙ্গে আবার ওর যোগাযোগ হয়েছে। জিজ্ঞেস করলে রেগে যায়। ওর সব সময় মনে হয় আমি ওকে সন্দেহ করছি। আমি এখন কী করব?

আপনার বাবা কেন এই বিয়েতে রাজি নন, সেটা পরিষ্কার করে কিছু লেখেননি। আপনি যে ছেলেটিকে ভালোবাসেন সে আপনার আত্মীয়ের মধ্যেই পড়ে সুতরাং এই বিয়েতে আপত্তি কোথায়? মা-বাবা সন্তানের সবসময় ভালোই চান। তাই ভাবুন ওই ছেলেটির সঙ্গে কেন আপনার বাবা বিয়ে দিতে চান না। এছাড়াও আপনি লিখেছেন ছেলেটি, পূর্ব প্রেমিকার সঙ্গে আবার সম্পর্ক রাখছে। এই পরিস্থিতিতে বিয়ের জন্যে তাড়াহুড়ো করবেন না, সম্পর্কটাকে আর একটু বেশি সময় দিন।সম্পর্ক ভালো থাকে অনেকগুলি বিষয়ের উপর।

পারস্পরিক সম্পর্ক মজবুত করতে ভালবাসা প্রয়োজন। প্রেম হল আবেগের সংমিশ্রণে তৈরি হওয়া এক নিবিড় অনুভূতি। সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত হবে তা শুধু একে অপরের প্রতি ভালবাসার উপর নির্ভর করে না। ভালবাসা ছাড়াও সম্পর্ক মজবুত করতে প্রয়োজন আরও কয়েকটি জিনিসের। ফলে নিজের বয়ফ্রেন্ডকে আরও ভালো করে জানার সুযোগ পাবেন। তখন যদি মনে হয় আপনার সন্দেহ অমূলক, ছেলেটি আপনাকেই ভালোবাসে এবং আপনার বাবা কোনও কারণ ছাড়াই বিয়ে দিতে রাজি হচ্ছেন না, তখন আপনি বাবাকে রাজি করাবার চেষ্টা করতে পারেন। তারপরেও যদি উনি রাজি না হন তখন আপনারা কোর্ট ম্যারেজ করে নিতে পারেন। কিন্তু যাই ডিসিশন নেবেন ভেবেচিন্তে নেবেন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...