ফ্যাশন এক জায়গায় আটকে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে কিছু-না-কিছু বদলাতে থাকে। আর এই লেটেস্ট ফ্যাশন-এর সঙ্গে আপনিও যদি আপডেট থাকতে চান, তাহলে শুধু পোশাকে আপডেট থাকলে চলবে না, বিউটি প্রোডাক্টসও আপডেট রাখতে হবে। তবেই আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় লাগবে।

আজকাল বাজারে এমন কিছু বিউটি প্রোডাক্টস পাওয়া যায়, যা ভিন্ন ত্বক এবং ভিন্ন প্রয়োজনে ব্যবহারযোগ্য। এগুলির এমনই বৈশিষ্ট্য যে, দীর্ঘ সময় ধরে এবং সহজে ব্যবহার করা যায়।

এই প্রসঙ্গে মেক-আপ এক্সপার্টদের মত, অধিকাংশ মহিলা ফ্যাশন মাফিক বিউটি প্রোডাক্টস কেনেন না, বরং অন্যের দেখে কেনেন। মজার বিষয়, সেই কালার তার স্কিনটোন-এ ম্যাচ করুক আর না-ই করুক, একটা কিছু কেনা চাই। মনে রাখবেন, পোশাকেও যেমন ফ্যাশন আপডেট হয়, মেক-আপেও নতুন কালার, নতুন স্টাইল যুক্ত হয়, যা ব্যবহার করে আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।

লিপস্টিক-এ ফ্যাশন

  • হয়তো আপনি এটা জানেন না যে, লিপস্টিকই আপনার সাজগোজে উজ্জ্বলতা আনে। আপনি যতই মেক-আপ করুন না কেন, যদি আপনি লিপস্টিক না ব্যবহার করেন, তাহলে আপনার মেক-আপ অসম্পূর্ণ থেকে যাবে। ট্রেন্ডি হতে হলে, গ্লসি লিপস্টিক ব্যবহার বন্ধ করে ম্যাটি লিপস্টিকের ব্যবহার শুরু করুন। ম্যাটি লিপস্টিক অনেক বেশি আভিজাত্য আনে। এটা ডার্ক কালার-এর হয়, ঠোঁটে রঙের পরত থাকলেও ন্যাচারাল লুক বজায় রাখে।
  • ম্যাটি লিপস্টিক-এর মধ্যে রয়েছে ডিপ রেড, চেরি রেড, ওয়াইন রেড, কোরাল রেড, ডার্ক ব্রাউন, মেরুন, ব্ল্যাকিশ মেরুন, ব্ল্যাক কালার প্রভৃতি।
  • এখন পার্পল কালার লিপস্টিকও ব্যবহার করতে পারেন। ফর্সা হোন অথবা কালো, সবাইকেই এই কালার মানাবে।
  • আজকাল ন্যুড শেড-এর ফ্যাশন চলছে। যা কিনা স্মোকি আইজ-এর সঙ্গে ব্যবহার করা যায়। কারণ স্মোকি আইজ-এ ন্যুড শেড ব্যবহার করে মেক-আপে ব্যালান্স আনা যায়।
  • বাবলগাম, ব্রাউন চকোলেট, ন্যাচারাল পিংক, পিচ কালার প্রভৃতিও ফ্যাশন-এ ইন্। পিচ কালার সবরকম স্কিনটোনের সঙ্গে ম্যাচ করে।তাই এই কালার আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।এছাড়া চলছে মভ-এর নানা শেড৷
  • পিংক লিপস্টিকও ফ্যাশন-এ ইন। দিনের মেক-আপের জন্য প্যাস্টেল পিংক লিপকালার নির্বাচন করুন। আর নাইট লুক-এর জন্য ব্রাইট পিংক অ্যাপ্লাই করতে পারেন।
  • যদি ফর্সা ত্বক হয়, তাহলে কোরাল পিচ শেড বেছে নিন। আর যদি গায়ের রং কালো হয়, তাহলে পিংক বেসড কোরাল লিপস্টিক অ্যাপ্লাই করুন।
  • আজকাল গ্লিটার এবং মেটালিকের ট্রেন্ড চলছে। এটা লিপ্স্টিক-এর উপর ব্যবহার করলে ঠোঁটের লুক আরও আকর্ষণীয় হয়। আপনি এটা ব্যবহার করে পার্টিতে নিজের আকর্ষণ বাড়াতে পারবেন।
  • লিপস্টিক অ্যাপ্লাই করার আগে, ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান। এতে ঠোঁট নরম থাকবে। এরপর যে -রঙের লিপস্টিক ব্যবহার করবেন, সেই কালার-এর লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করুন। মনে রাখবেন, এখন আউটলাইনিং-এ আলাদা কালার ব্যবহার আউটডেটেড হয়ে গেছে। যদি আপনার কাছে ম্যাচিং লাইনার না থাকে, তাহলে ব্রাশ-এ লিপস্টিক লাগিয়ে ঠোঁটে আউটলাইন করে নিন। এতে ঠোঁটের ভালো শেপ হবে।

চোখ হাইলাইট করুন

  • চোখ হাইলাইট করার জন্য কাজল এবং আইলাইনার জরুরি। এখন অনেকরকম কাজল পাওয়া যায়। যেমন– ওয়াটারপ্রুফ, কোলোসল, কোল, আইকনিক প্রভৃতি। সেইসঙ্গে, কালারফুল কাজলও ফ্যাশন-এ ইন। এর মধ্যে রয়েছে পার্পল, ব্রাউন, কপার, কোবাল্ট ব্লু ইত্যাদি। লাইনারও বিভিন্ন স্টাইল-এ ব্যবহার করা যেতে পারে। যেমন– ক্যাট লুক, ন্যাচারাল লুক, ফাংকি স্টাইল, রেট্রো লুক, স্মোকি স্টাইল ইত্যাদি।
  • এই বছর অবশ্য গ্রাফিক আই প্যাটার্ন সব থেকে হট ট্রেন্ড চলছে। এই স্টাইল শুধু চোখকে আকর্ষণীয় করে না, ব্যক্তিত্বও বাড়িয়ে তোলে। কিন্তু, স্টাইল নির্বাচনে আই কালার, স্কিন কমপ্লেকশন, মেক-আপ থিম এবং নিজের বয়সের কথা মাথায় রাখবেন।
  • বেশিরভাগ মহিলাই, একই লাইনার-এ সবরকম স্টাইল করার চেষ্টা করেন, যা আকর্ষণ কমিয়ে দেয়। তাই ভিন্ন স্টাইল-এর জন্য ভিন্ন লাইনার ব্যবহার করুন। যেমন– ক্যাট আই লুক চাইলে জেল লাইনার ব্যবহার করা উচিত। এটা ব্যবহার করা যেমন সহজ, ঠিক তেমনই পরিষ্কার করা সহজ। তবে আইলাইনার ব্যবহার করার আগে, ব্রাশ ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে চোখে কোনওরকম ইনফেকশন না হয়।
  • যদি স্মোকি আইজ চান তাহলে পেনসিল আইলাইনার ব্যবহার করুন। এতে স্মোকি এফেক্ট সুন্দর ভাবে ফুটে ওঠে। আসলে পেন্সিল আইলাইনার ক্রিম-টাইপ লাইনার হয় এবং সারাদিনের জন্য ব্যবহারের পক্ষে উপযুক্ত। যারা লাইনার প্রথম ব্যবহার করবেন, তাদের জন্য এই লাইনার পারফেক্ট। অবশ্য শুধু পেনসিল লাইনার নয়, এখন বাজারে পেন লাইনারও পাওয়া যায়। এই পেন লাইনার ব্যবহার করা খুবই সহজ।
  • এখন বিভিন্ন রকম মাসকারাও পাওয়া যায়। যেমন– পাউডার মাসকারা, ক্রিম মাসকারা, লিকুইড মাসকারা প্রভৃতি। পাউডার মাসকারা জল মিশিয়ে ব্যবহার করতে হয়। ক্রিম মাসকারা আবার চোখের গভীরতা বাড়ায়। যদি আপনার আইল্যাশেস ছোটো হয়, তাহলে লেন্থনিং মাসকারা ব্যবহার করুন। আর যদি আইল্যাশের ঘনত্ব বাড়াতে চান, তাহলে থিকনিং মাসকারা লাগান। তবে মনে রাখবেন থিকনিং মাসকারা কিন্তু অন্তত দু-কোট ব্যবহার করতে হবে। আবার যদি আপনার আইল্যাশেস সোজা হয়, তাহলে কার্লিং মাসকারা লাগান, এতে আইল্যাশ-এ কার্লি লুক আসবে।

প্রাইমার

  • মুখমণ্ডলের সৌন্দর্য বাড়ানোর জন্য প্রাইমার লাগানো জরুরি। প্রাইমার স্মুদ লুক দেয় এবং ত্বককে তৈলাক্তভাব থেকে বাঁচায়। ফাউন্ডেশন এবং ময়েশ্চারাইজারকে দিনভর ধরে রাখতেও সাহায্য করে। তবে সিলিকন বেসড প্রাইমারই ব্যবহার করা উচিত। এটা মুখের ত্বককে উজ্জ্বল করে।
  • যদি আপনার ত্বক বেশি তৈলাক্ত ধরনের হয়, তাহলে ম্যাটি প্রাইমার লাগান। আর যদি ত্বক স্বাভাবিক হয়, তাহলে লাইন রিফ্লেক্টিং প্রাইমার ব্যবহার করুন। এটা ব্যবহার করা খুব সহজ এবং ন্যাচারাল লুক বজায় রাখে।

আইশ্যাডো

চোখের উপর-নীচ যদি কালোও হয়, তাহলেও আপনি মেটালিক আইশ্যাডো লাগান। কারণ এটা ইন্ডিয়ান স্কিন টোন-এ মানানসই।

আজকাল স্মোকি আইজ-এর ট্রেন্ড চলছে। তবে এক্ষেত্রে ব্ল্যাক-এর পরিবর্তে কপার শিমার ব্যবহার করা হচ্ছে। এখন আবার গোল্ড আইশ্যাডো ব্যবহার করা শুরু হয়েছে। যদি ব্যস্ততা থাকে তাহলে সিংগল শেড ফেস পারফেক্ট হবে।

হাইলাইটার 

হাইলাইটার আপনার ফিচার্সকে শার্প এবং সুন্দর করে। এটা ব্লাশ-এর মতো হয়। মিনারেল, ম্যাট, পাউডার, স্টিক, ক্রিম প্রভৃতি নানারকম হাইলাইটার পাওয়া যায়। আপনার যখন যেটা পছন্দ, সেটা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। মেক-আপ এর ফিনিশিং টাচ হিসেবে অপরিহার্য এই হাইলাইটার৷

আরো গল্প পড়তে ক্লিক করুন...