ফ্যাশন এক জায়গায় আটকে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে কিছু-না-কিছু বদলাতে থাকে। আর এই লেটেস্ট ফ্যাশন-এর সঙ্গে আপনিও যদি আপডেট থাকতে চান, তাহলে শুধু পোশাকে আপডেট থাকলে চলবে না, বিউটি প্রোডাক্টসও আপডেট রাখতে হবে। তবেই আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় লাগবে।
আজকাল বাজারে এমন কিছু বিউটি প্রোডাক্টস পাওয়া যায়, যা ভিন্ন ত্বক এবং ভিন্ন প্রয়োজনে ব্যবহারযোগ্য। এগুলির এমনই বৈশিষ্ট্য যে, দীর্ঘ সময় ধরে এবং সহজে ব্যবহার করা যায়।
এই প্রসঙ্গে মেক-আপ এক্সপার্টদের মত, অধিকাংশ মহিলা ফ্যাশন মাফিক বিউটি প্রোডাক্টস কেনেন না, বরং অন্যের দেখে কেনেন। মজার বিষয়, সেই কালার তার স্কিনটোন-এ ম্যাচ করুক আর না-ই করুক, একটা কিছু কেনা চাই। মনে রাখবেন, পোশাকেও যেমন ফ্যাশন আপডেট হয়, মেক-আপেও নতুন কালার, নতুন স্টাইল যুক্ত হয়, যা ব্যবহার করে আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।
লিপস্টিক-এ ফ্যাশন
- হয়তো আপনি এটা জানেন না যে, লিপস্টিকই আপনার সাজগোজে উজ্জ্বলতা আনে। আপনি যতই মেক-আপ করুন না কেন, যদি আপনি লিপস্টিক না ব্যবহার করেন, তাহলে আপনার মেক-আপ অসম্পূর্ণ থেকে যাবে। ট্রেন্ডি হতে হলে, গ্লসি লিপস্টিক ব্যবহার বন্ধ করে ম্যাটি লিপস্টিকের ব্যবহার শুরু করুন। ম্যাটি লিপস্টিক অনেক বেশি আভিজাত্য আনে। এটা ডার্ক কালার-এর হয়, ঠোঁটে রঙের পরত থাকলেও ন্যাচারাল লুক বজায় রাখে।
- ম্যাটি লিপস্টিক-এর মধ্যে রয়েছে ডিপ রেড, চেরি রেড, ওয়াইন রেড, কোরাল রেড, ডার্ক ব্রাউন, মেরুন, ব্ল্যাকিশ মেরুন, ব্ল্যাক কালার প্রভৃতি।
- এখন পার্পল কালার লিপস্টিকও ব্যবহার করতে পারেন। ফর্সা হোন অথবা কালো, সবাইকেই এই কালার মানাবে।
- আজকাল ন্যুড শেড-এর ফ্যাশন চলছে। যা কিনা স্মোকি আইজ-এর সঙ্গে ব্যবহার করা যায়। কারণ স্মোকি আইজ-এ ন্যুড শেড ব্যবহার করে মেক-আপে ব্যালান্স আনা যায়।
- বাবলগাম, ব্রাউন চকোলেট, ন্যাচারাল পিংক, পিচ কালার প্রভৃতিও ফ্যাশন-এ ইন্। পিচ কালার সবরকম স্কিনটোনের সঙ্গে ম্যাচ করে।তাই এই কালার আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।এছাড়া চলছে মভ-এর নানা শেড৷
- পিংক লিপস্টিকও ফ্যাশন-এ ইন। দিনের মেক-আপের জন্য প্যাস্টেল পিংক লিপকালার নির্বাচন করুন। আর নাইট লুক-এর জন্য ব্রাইট পিংক অ্যাপ্লাই করতে পারেন।
- যদি ফর্সা ত্বক হয়, তাহলে কোরাল পিচ শেড বেছে নিন। আর যদি গায়ের রং কালো হয়, তাহলে পিংক বেসড কোরাল লিপস্টিক অ্যাপ্লাই করুন।
- আজকাল গ্লিটার এবং মেটালিকের ট্রেন্ড চলছে। এটা লিপ্স্টিক-এর উপর ব্যবহার করলে ঠোঁটের লুক আরও আকর্ষণীয় হয়। আপনি এটা ব্যবহার করে পার্টিতে নিজের আকর্ষণ বাড়াতে পারবেন।
- লিপস্টিক অ্যাপ্লাই করার আগে, ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান। এতে ঠোঁট নরম থাকবে। এরপর যে -রঙের লিপস্টিক ব্যবহার করবেন, সেই কালার-এর লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করুন। মনে রাখবেন, এখন আউটলাইনিং-এ আলাদা কালার ব্যবহার আউটডেটেড হয়ে গেছে। যদি আপনার কাছে ম্যাচিং লাইনার না থাকে, তাহলে ব্রাশ-এ লিপস্টিক লাগিয়ে ঠোঁটে আউটলাইন করে নিন। এতে ঠোঁটের ভালো শেপ হবে।
চোখ হাইলাইট করুন