স্বরা ভাস্কর বরাবরই তাঁর ব্যক্তিত্বের কারণে সবার থেকে আলাদা ভাবে চোখে পড়েন৷তাঁর রাজনৈতিক মতামত ও বলিষ্ঠ বক্তব্যের জন্যও বিপুলভাবে সমালোচিত হতে হয় তাঁকে৷এই কারণে নানা সময়ে তাঁকে ট্রোলডও হতে হয়। সোশাল সাইটে তাঁকে নিয়ে বেশিরভাগ সময়ই ট্রোল এবং সমালোচনার ঝড় ওঠে।
তাঁর রিয়েল লাইফ-এর মতোই পর্দাতেও তিনি বলিষ্ঠ ভূমিকায় অভিনয় করেন।কোনও চরিত্রেই তাঁর তেমন ছুঁৎমার্গ নেই। তনু ওয়েডস মনু ছবির দৌলতে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসাবে জিতে নেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড৷আনারকলি অফ আরা ছবিতে অভিনয় করে একদা নজর কেড়েছিলেন এই অভিনেত্ৰী৷তারপর নীল বটে সন্নাটা-সহ বহু ছবি যুক্ত হয়েছে তাঁর সাফল্যের তালিকায়৷কিন্তু কিছু বিতর্কিত চরিত্র তাঁকে এনে ফেলেছে নিন্দুকদের স্ক্যানারের নীচে৷ তাঁকে ফলো করেন নেটিজেনরা এবং ট্রোল করার ইচ্ছে নিয়ে মুখিয়ে থাকেন৷ একচুল এদিক ওদিক হলে কিংবা নেটিজেনদের মনের মতো না হলেই আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে।
স্বরা ভাস্কর এর ফিল্ম বীরে দি ওয়েডিং এর তিন বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। এই উপলক্ষে তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন। তাতে একটু সাহসী হয়েই লিখেছিলেন যে, সিনেমায় তার একটি আত্মমৈথুনের দৃশ্য ট্রোলকারীদের রোজগারের পথ প্রশস্ত করে দিয়েছে। অমনি শুরু হয়ে গেল হৈচৈ৷ তবে এসবে পরোয়া নেই স্বরার৷ শীঘ্রই তাঁর একটি ছবি আসছে, যার নাম ‘সির কোরমা’। এই সিনেমায় তাঁর বিপরীতে কোনও হিরো নয়, রয়েছেন একজন হিরোইন ।আর তাঁর হিরোইনও যে-সে নারী নন, একেবারে হাই প্রোফাইল অভিনেত্রী বিদ্যা বালান। এটি লেসবিয়ান সম্পর্ক এবং একটি যৌনতার গল্প- যা ইতিমধ্যে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। কিন্তু ভারতে রিলিজ এখনও বাকি।
সম্প্রতি অফগানিস্তান প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে চলেছেন একের পর এক তারকা। গত কয়েকদিন ধরে অফগানিস্তানের মানুষদের ওপর দিয়ে যা যা ঘটছে, তা সত্যি মেনে নেওয়া যায় না। মিলছে না খাদ্য, ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ, নারীদের বিক্রি করে দেওয়া হচ্ছে।
কী এর পরিণাম তা এখনই বলা যাচ্ছে না৷ তবে এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন চিত্রজগতের বহু শিল্পীই৷ রিয়া চক্রবর্তী থেকে শুরু করে সোনি রাজদান, জয়া আহসান সকলেই উগরে দিয়েছেন নিজেদের ক্ষোভ, হতাশা।এদিকে বরাবরই স্পষ্ট কথা বলে শিরোণামে থাকেন স্বরা।সম্প্রতি আরও একবার মোদী সরকার বিরোধী এবং হিন্দুত্ববাদ বিরোধী টুইট করে রোষানলের মুখে পড়েছেন অভিনেত্রী।
স্বরার টুইট জন্ম দিয়েছে নতুন বিতর্কের। হিন্দু-প্রধান দেশে বসেই ‘হিন্দুত্ববাদের’ নিন্দা করেছেন তিনি। এমনকী হিন্দুত্ববাদের সঙ্গে তালিবানি সন্ত্রাসের তুলনাও টেনেছেন।এই টুইটের পর, তাঁকে গ্রেফতারের দাবি তোলে নেট-নাগরিকরা। এমনকী তাঁর নামে অভিযোগ জমা পড়েছে লালবাজারেও। রাজা চৌধুরী নামে এক ব্যক্তি তাঁর নামে এফআইআর দায়ের করেছেন।ধর্মীয় ভাবাবেগে আঘাত, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য এবং হিংসা ছড়ানোর অভিযোগে স্বরার নামে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জমা পড়েছে।
এসব নিয়ে তেমন ভাবিত নন অভিনেত্রী নিজে৷ তাই কখনও এনআরসির প্রতিবাদে, কখনও কট্টর ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে তাঁকে রাস্তায় নামতে দেখা যায়৷এর পাশাপাশি স্বরা ভাস্কর চুটিয়ে চালিয়ে যাচ্ছেন অভিনয়৷
বেশ কিছুদিন আগে ‘ফ্লেশ’ ছবিতে এক পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন স্বরা। ফের একবার এক তদন্তকারী অফিসারের চরিত্রে দেখা যাবে স্বরা ভাস্করকে তাঁর আগামী ছবিতে। গগন পুরি পরিচালিত মার্ডার মিস্ট্রি ‘মীমাংসা’তে তাঁকে অভিনয় করতে দেখা যাবে এক পুলিশ অফিসারের চরিত্রে। ছবিতে স্বরা ছাড়াও রয়েছেন বিজেন্দ্র কালা। ছবির শুটিংও শেষ হয়ে গিয়েছে কিছুদিন আগেই।
স্বরা ভাস্কর একজন প্রতিভাবান অভিনেত্রী। ছবি বাছাইয়ের ক্ষেত্রে তিনি বেশ চুজি। কমেডি, সিরিয়াস, নারীকেন্দ্রিক – সবধরনের চরিত্রে চুটিয়ে অভিনয় করতে পারেন। তাঁর ভক্ত সংখ্যাও কম নয়।তাই সমালোচনা এবং প্রশংসা, দুই-ই সমানভাবে চলতে থাকে স্বরা-কে ঘিরে৷