শীত পড়েছে, পর্যটকেরা পাহাড়ে ঘুরতেও বেরিয়ে পড়ছেন। আর ঠিক এমন সময়ে, অর্থাৎ ১১ ডিসেম্বর-এর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে বা আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে সুদীপ্ত চন্দ এবং রাঘব চট্টোপাধ্যায় দিতে চলেছেন অভিনব উপহার। কিন্তু কী সেই উপহার?

আসলে, পর্বত সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এবং আরও বেশি সংখ্যক মানুষকে পাহাড়ের প্রতি আগ্রহী করে তুলতে ১১ ডিসেম্বর-কে আন্তর্জাতিক পর্বত দিবস হিসাবে পালন করা হয়। অনেক সময় দেখা যায় যে, পর্যটকেরা যত্রতত্র নোংরা ফেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট করেন। তাই, পাহাড়কে দূষণমুক্ত রাখার জন্য আমাদের আরও বেশি সচেতন থাকতে হবে।  আর গানের মাধ্যমে সেই সচেতনতার উদ্যোগ নিলেন রাঘব চট্টোপাধ্যায় এবং সুদীপ্ত চন্দ। তাঁরা উপহার দিতে চলেছেন ‘স্বপ্ন ডানা’ শীর্ষক একটি বাংলা ট্রাভেল-সং।

Screenshot

‘স্বপ্ন-ডানা’ শীর্ষক গানটি এমন একজন গেয়েছেন, যিনি প্রকৃতিকে ভালোবাসেন এবং মানুষের নানা সমস্যায় পাশে দাঁড়ান। সবসময় পরোপকারী , ইতিবাচক মনের এই গায়ক পাহাড়ের আনাচে- কানাচে ঘুরে বেড়ান ,কখনও গান গেয়ে কচিকাঁচাদের মুখে হাসি ফোটান, কখনও আবার গরীবদের সাহায্য করেন।

‘স্বপ্ন-ডানা’ গানটা গেয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়। গানটি রচনা করেছেন এবং সুরারোপ করেছেন সুদীপ্ত চন্দ। গানটির ভিডিওতে দেখা যাবে নীলাঞ্জন সাহা-কে, যিনি একজন স্ট্রিট মিউজিশিয়ান। পাশাপাশি, তাঁর বিভিন্ন উদ্যোগ ‘মিউজিক্যাল স্যান্ডউইচ’-এর জন্যেও পরিচিত। গানের ভিডিও জুড়ে আছে ডিসেম্বর মাসের দার্জিলিং-এর নজর কাড়া ঝলমলে দৃশ্যাবলী। ক্রিস্টমাস ট্রি, রঙিন আলো, নানা রঙের শীতের পোশাক, দার্জিলিং ম্যালে পর্যটকদের ঢল, পাহাড়ি ঘোড়ার দল আর তার সঙ্গে একটা মিষ্টি শান্ত গান। গানের সংগীতায়োজন করেছেন শুভংকর চট্টোপাধ্যায়। ভিডিওগ্রাফিতে ছিলেন শুভদীপ দাস।

এই গান নিয়ে রাঘব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার গান বললে শ্রোতারা যে ধরনের গান বোঝেন, এই গান তার থেকে একদম স্বতন্ত্র। খুব সফ্ট গান, একটা শান্তি আছে, খুব মিনিমাম যন্ত্রের ব্যবহার গানটাকে রেগুলার গানের থেকে আলাদা করেছে। সঙ্গে উপরি পাওনা দার্জিলিং-এর ক্রিস্টমাসের সময়ের সুন্দর দৃশ্যাবলী।‘

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...