অতিমারির প্রকোপ এখন অনেকটাই স্তিমিত তবুও অনেককেই বাড়িতে থাকতে হচ্ছে। কেউ বেরোতে ভয় পাচ্ছেন তো কারও বাড়ি থেকে বেরনোর অভ্যাস একেবারেই চলে গেছে। স্কুল কলেজ খুললেও ছোটদের দৈনন্দিন কাজের পরেও থেকে যায় বেশ কিছুটা সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে কিছু গঠনমূলক কাজ আমরা সকলেই করতে পারি। এতে সময়ের সদ্ব্যবহারও হবে আর আমাদের কিছু শেখাও হবে। এছাড়া এই ধরনের কাজে যারা সিদ্ধহস্ত, তারাও চর্চাটা আরও একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মানুষের মধ্যে অনেক গুণ রয়েছে, চাইলে মানুষ পারে না এমন কোনও কাজ নেই। সুতরাং বোরডম কাটানোর জন্য কিছু Innovative skills বাড়িতে বসেই বাড়ানোর চেষ্টা করা যেতে পারে।

ক্যালিগ্রাফি : লেখার সুন্দর স্টাইল কাগজে ফুটিয়ে তুলতে কার না মন চায়। ক্যালিগ্রাফির সাহায্যে একটা বেসিক জিনিসকেও আকর্ষণীয় ভঙ্গিতে সকলের সামনে আপনি তুলে ধরতে পারবেন। বন্ধুদের জন্য গ্রিটিংকার্ড, ঘরের দেয়ালের সৌন্দর্য বাড়াবার জন্য পোস্টার ইত্যাদি সহজেই বানাতে পারেন জুলিটুরি ক্যালিগ্রাফি, ক্যালিগ্রসকেপ চ্যানেল দেখে।

অরিগামি : কাগজ কেটে ছোটো ছোটো জিনিস তৈরি করা, পাখি-জন্তুজানোয়ার বা মানুষের আকৃতির ছোটো ছোটো নমুনা তৈরি করে বাড়ি সাজানো সত্যি খুব মজার একটি কাজ। এই কাজে বড়োদের সঙ্গে সঙ্গে ছোটোরাও হাত লাগাতে পারে। প্রয়োজন শুধু রঙিন কাগজ, ছুরি, কাঁচি, পেপারকাটার, রুলার, আঠা, টেপ। তবে বাচ্চারা যেখানে রয়েছে, ছুরির বদলে প্লাস্টিক পেপারকাটার দিয়ে অনায়াসেই কাজ চালিয়ে নেওয়া যাবে। ইউটিউব দেখে সহজেই অরিগামি শেখা যেতে পারে। অরিগামি টিউটোরিয়ালস এবং পিপিও-২-এর মতন ইউটিউব চ্যানেলস দেখে খুব সহজে অরিগামি শিখে নেওয়া যেতে পারে।

বিদেশি ভাষা : ডুওলিংগো (Duolingo) বা এই ধরনের কোনও অ্যাপ ডাউনলোড করে বিদেশি ভাষা শেখার চেষ্টা করতে পারেন। যদিও কোনও নতুন ভাষা শেখা খুব একটা সহজ কাজ নয়। তবে কাজ চালাবার মতো ব্যাপার এই অ্যাপ থেকে শিখে নেওয়া যায়।

ইন্সট্রুমেন্ট বাজানো : ইন্সট্রুমেন্ট শেখার এটাই সবথেকে ভালো সময়। পুরোনো পড়ে থাকা গিটার, কি-বোর্ড ইত্যাদি বাড়িতে পড়ে থাকলে, ইউটিউবের সাহায্যে শেখায় মন দিতে পারেন। ওয়ার্কশিপ টিউটোরিয়ালস, অ্যাকোস্টিক লাইফ, ম্যানগোল্ড প্রোজেক্ট, ইত্যাদি চ্যানেল থেকে অনেকটাই সাহায্য পেতে পারবেন।

ডান্স স্টাইল : নাচ ভালো লাগলে নাচের কোনও নতুন ফর্ম শেখার চেষ্টা করতে পারেন। অনেকেই হেকটিক রুটিনের জন্য এই শখ-আহ্লাদগুলো পারসিউ করার সুযোগ পায় না। এখন হাতে সময় আছে শখ পূরণ করার। ডান্সার সাইজ স্টুডিও এবং টিম নাচ-এর ডান্স টিউটোরিয়াল দেখে, আপনি ইচ্ছেমতন নাচ শিখতে পারবেন।

সেলাই-বোনা : সেলাই-বোনা আজকাল আর কেউ শিখতে চায় না কিন্তু এর সাহায্যে আমরা নিজেদের ওয়াড্রোব স্টাইলিশ করে তুলতেই পারি। পোশাক ডিজাইন করতে পারি, সুন্দর এমব্রয়ডরি করে পোশাক আরও আকর্ষণীয় করে তুলতে পারি। বিগিনার্স-এর জন্য এই ধরনের অনেক চ্যানেল আছে যেমন, কিউটিস ক্রাফটস, স্যাভিস ফ্যাশন স্টুডিও ও ডিআইওয়াই স্টিচিং ইত্যাদি।

পেইন্টিং : হবি হিসেবেও আঁকতে পারেন আর শেখার মন নিয়ে আঁকার জগত্কে বেছে নিতে পারেন। ওয়াটার কালার, অয়েল, পেনসিল, স্কেচিং-এর মধ্যে যেটা পছন্দের, সেটার প্রয়োগ আঁকাতে কীভাবে করবেন, তা শিখে নিতে পারবেন। ইউটিউব-এ পেইন্টিং টিউটোরিয়াল লিখে সার্চ দিলে, এই বিষয়ে অনেক চ্যানেল রয়েছে যেগুলো ফলো করে এই বিদ্যা আয়ত্ত করতে পারবেন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...