শুধু খোঁপা হলেই তো চলবে না। একে করে তুলতে হবে ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। এর জন্য চাই সামান্য ক্রিয়েটিভিটি এবং সৌন্দর্যবোধ। তাছাড়াও আছে ঘামের প্যাচপ্যাচানি। কিন্ত তার জন্য বিয়ে বাড়ির নেমন্তন্ন, অফিসের পার্টি-কে তো আর উপেক্ষা করা যায় না। তাই স্টাইল এবং স্বাচ্ছন্দ্য যাতে দুটোই একসঙ্গে বজায় রাখা যায়, তারজন্য চাই হালফিল স্টাইল সম্পর্কে সচেতনতা এবং নিজের কিছুটা ক্রিয়েটিভ স্কিল।

গরমের সময়টাতে খোঁপার থেকে ভালো এবং আরামদায়ক হেয়ার স্টাইল হতেই পারে না, কারণ একমাত্র খোঁপার আকার দিয়েই সমস্ত চুল একসঙ্গে গুচ্ছ করে ঘাড়ের উপর তুলে রাখা যায়। ফলে ঘাড়ে, গলায়, পিঠে অনেকটা আরাম অনুভূত হয়। গরমের প্রকোপ কম লাগে। খোঁপা করার জন্য অবশ্য চুলে শ্যাম্পু করা খুবই দরকার। খোঁপা করার আগের দিন অথবা খোঁপা বাঁধার আগে চুলে ভালো করে শ্যাম্পু করে নেওয়া উচিত। হট রোলার বা ব্লো ড্রায়ার ব্যবহার করলে হেয়ার স্টাইল করতে অনেক বেশি সুবিধা হয়। তাছাড়াও Hair Styling-ও খুব সুন্দর ও নিখুঁত ভাবে করা যায়।

ফ্রেঞ্চ নট

ফ্রেঞ্চ নট করার জন্য এক কান থেকে আর এক কান পর্যন্ত চুলের একটা পোর্শন ভাগ করে নিতে হবে। এবার দুই ভ্রূ’র এন্ড পয়েন্টস্ বরাবর খানিকটা চুল ভাগ করে আলাদাভাবে খোলা রাখুন। এবার এক দিকের খানিকটা চুল এবং পিছনদিকের চুল নিয়ে পনিটেল বানিয়ে নিন। পনিটেল-এর চুল লেয়ার্স-এ ভাগ করে ব্যাককোম্বিং করে চুলে হেয়ার স্প্রে লাগান। এবার খোঁপার একটা নেট নিন। পনিটেলের সমস্ত চুল নেটের ভিতর পুরে দিন। এবার নেটের খোলামুখ ক্রস করে পিন লাগিয়ে দিন যাতে নেট শুদ্ধ চুল ঢিলে না হয়ে যায়।

নেটটা উলটে মাথার মধ্যেখানে নিয়ে আসুন এবং নট (খোঁপার আকৃতি) বানান। এবার খোলা চুলের খানিকটা অংশ লেয়ার্স-এ পার্টিং করে, হালকা হাতে ব্যাককোম্বিং করুন। এবার মধ্যেখানে নেটযুক্ত যে নটটি তৈরি হয়ে আছে তার উপর এমনভাবে নিয়ে আসুন যাতে নেট দেখতে পাওয়া না যায়। এভাবে পুরো নেট-টাকেই ঢেকে ফেলুন এবং চুলের কাঁটা লাগিয়ে নিন, খোঁপা পরিষ্কার ও নিখুঁত করার জন্য। এবার বাকি অংশের খোলা চুলে ব্যাককোম্বিং করুন। চুল পিছনে নিয়ে গিয়ে তৈরি হয়ে যাওয়া খোঁপার উপরে ক্রিয়েটিভ ডিজাইন বানিয়ে চারদিক দিয়ে পিন লাগিয়ে দিন। আয়নার সামনে দাঁড়িয়ে খোপার সৌন্দর্য নিজেই একবার পরখ করে নিন।

রোল খোঁপা

পুরো চুল সামনে এবং পিছনে দুটি ভাগে ভাগ করুন। পিছনের দিকে চুলের ভাগ দিয়ে পনিটেল বানিয়ে নিন। এবার সামনের চুলটাকে দুটি ভাগে ভাগ করুন। সামনের ভাগ ছেড়ে দিয়ে পিছনের ভাগটা নিয়ে ব্যাককোম্বিং করুন। এবার উঁচুতে নিয়ে এসে চুল ফাঁপিয়ে পিন লাগিয়ে দিন যাতে খুলে না যায়। এবার সামনের খোলা চুলে সিঁথি বার করে চুলটাকে পিছনে নিয়ে এসে পিন-আপ করে নিন।

এবার সব চুল সমেত একটা পনি বানিয়ে নিন। পনি থেকে এক গোছা করে চুল বার করে তিনটি ভাগ করুন, প্রতিটি ভাগে ননস্টিক জেল লাগিয়ে ফিনিশিং দিন। এবার চুলের গোড়া থেকে ৪-৫ ইঞ্চি দূরত্বে ববপিন লাগান এবং পরিষ্কার করে ঘুরিয়ে রোল করুন এবং পিন লাগান। এইভাবে পনিটেল থেকে ৪-৫টি তিনটি চুলের ভাগ আলাদা করে নিয়ে সবকটিতেই ৪-৫ ইঞ্চি গোড়া থেকে দূরত্বে ববপিন লাগান এবং একটার পাশ দিয়ে অন্যটা ঘুরিয়ে রোল করে গুঁজে দিন। এইভাবে প্রত্যেকটি ভাগকেই পাশাপাশি রাখার ফলে দেখবেন সুন্দর একটি রোল খোঁপা তৈরি হয়েছে।

এবার সামনের যে চুলে সিঁথি কেটে ভাগ করেছেন, তা দিয়ে খেজুরপাতা বিনুনি বানান এবং রোল খোঁপার পাশ দিয়ে গোল করে ঘুরিয়ে খোঁপাটিকে নিট লুক দিন। দুপাশে, সামনে থেকে কিছু চুল টেনে বার করে লক্স হিসেবে খোঁপার দুপাশে ছেড়ে দিন। সুন্দর, কেয়ারলেস একটা লুক পাবেন। খোঁপাটিকে বিভিন্ন চুল সাজাবার জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন।

টুইস্টিং খোঁপা

মাথার সামনের এক ফালি চুলের অংশ আলাদা করুন এবং বাকি চুল দিয়ে পনিটেল বানান। পনিটেল থেকে ১-১ গোছা বার করে পাকিয়ে নিন। এবার নীচে থেকে চুলের কিছুটা অংশ ধরে উপর দিকে টেনে দিন। হাতে আলতো পেঁচিয়ে পিন দিয়ে চুলের সঙ্গে লাগিয়ে দিন। এই একইভাবে চুলের আরও গোছা নিয়ে, একই পদ্ধতিতে পেঁচিয়ে পেঁচিয়ে খোঁপা তৈরি করুন। এবার সামনের চুল থেকে গোছা নিয়ে ব্যাককোম্বিং করুন এবং মাথার উপরে ফাঁপিয়ে ক্রিয়েটিভলি Hair Styling করুন। বিভিন্ন অ্যাক্সেসরিজ দিয়ে খোঁপাটিকে সুন্দর ভাবে সাজিয়ে তুলুন।

রেট্রো স্টাইলিং বান

দুই কানের পাশের অংশের চুল আলাদা করুন। মাথার পেছনের অংশের চুল একত্রিত করে পনিটেল বানান। আইব্রো পয়েন্ট থেকে চৌকো সেকশন বার করুন। দুই দিকের চুল ব্যাককোম্বিং করে পিছন দিকে পিন দিয়ে আটকে দিন। চৌকো ভাগটির চুল ব্যাককোম্বিং করে উঁচু করে ফুলিয়ে পাফ বানান। সামনের দিকে কিছুটা চুল ছেড়ে দিন। সেখান থেকে ১-১ গোছা নিয়ে জেল লাগান এবং পাফ-এর উপর দিয়ে সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন বানান।

এবার পনিটেলের চুল থেকে ১-১ গোছা নিয়ে ব্যাককোম্বিং করুন আর গোড়া থেকে কিছুটা চুল নিয়ে উপরদিকে টেনে ‘এস’ আকারে পেঁচিয়ে এনে পিন আপ করুন। সুন্দর খোঁপা তৈরি।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...