প্রয়োজন পূরণের তাগিদে কিংবা আরামপ্রিয় জীবনযাপনের জন্য গাড়ি কেনেন বেশিরভাগ মানুষ। কেউ হয়তো খুব সহজেই কিনে নিতে পারেন এক বা একাধিক গাড়ি, কেউ আবার খুব কষ্ট করে টাকা জমিয়ে অথবা লোন নিয়ে কেনেন স্বপ্নের গাড়ি। তাই, নিজের সন্তানের মতো গাড়ির যত্ন নেওয়া উচিত। কারণ শুধু আর্থিক বিষয়টিই নয়, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জীবনরক্ষার জন্যও গাড়ির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কেননা,বাড়িতে গাড়ি থাকলে পরিবারের প্রত্যেক সদস্যই তাতে সফর করেন। অতএব, কোন পার্টস কিনবেন, কেমন টায়ার ব্যবহার করবেন, কীভাবে সামগ্রিক যত্ন নেবেন, এসব বিষয় তাই খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে।

প্রথমেই গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য একটা ডায়ারি মেনটেইন করুন। কারণ ওই ডায়ারিতে উল্লেখিত তথ্য ফলো করলেই আপনি জানতে পেরে যাবেন কখন সবকিছু পরিদর্শন করতে হবে এবং পরিবর্তন করতে হবে। একটি গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কৌশল, ধৈর্য, ​​অধ্যবসায়, ধারাবাহিকতা এবং ট্রেডের কিছু কৌশল লাগে। আপনি যদি কখনও বুঝতে পারেন যে, আপনার গাড়িটি মসৃণ পথে চলার সময়ও অস্বাভাবিক মনে হচ্ছে কিংবা কেমন শব্দ করছে, তাহলে অবহেলা না করে তথনই সতর্ক হওয়া উচিত। তাই, একটি লগ বজায় রাখুন প্রথম থেকেই।

আপনি যদি আপনার গাড়ির ম্যানুয়ালটির পিছনের অংশটি দেখেন, তাহলে দেখবেন একগুচ্ছ ফাঁকা পৃষ্ঠা থাকে। আসলে ওই  ফাঁকা পৃষ্ঠাগুলি থাকার একটি ভালো দিক আছে। সেগুলি আপনার পরিষেবার ইতিহাস লেখার জন্য রয়েছে। তবে ম্যানুয়ালই একমাত্র জায়গা নয়, যেখানে আপনি সবকিছু লিখে রাখতে পারবেন। তাই আলাদা ভাবে একটি ডায়ারি-তে সবকিছু নথিভুক্ত করে রাখুন। যেমন–আপনার গাড়ির টায়ার-এর বয়স, ফ্লুইড ফ্লাশ, ব্রেক জব এবং আপনার গাড়ির অন্যান্য রক্ষণাবেক্ষণের রেকর্ড রাখুন। আপনি কখনই ভুলে যাবেন না যে, ওই কার ডায়ারি নিয়মিত খুলে দেখতে হবে। আর যদি এই বিষয়টি মেনে চলেন তাহলে আপনার গাড়ি এবং আপনার পরিবারের সদস্যরা যারা ওই গাড়িতে সফর করবেন, তারা সকলেই নিরাপদে থাকবেন।

আপনার গাড়িতে একটি ওবিডি রিডার রাখুন। কারণ আরও তথ্য জানা কখনই খারাপ জিনিস নয়। ডেকে একটি OBD রিডারের সঙ্গে আপনি সর্বদা একটি সতর্কতা কোড বা ড্যাশবোর্ড আলো দেখতে পারেন এবং আপনার পরবর্তী পদক্ষেপগুলি বিবেচনা করতে পারেন। আপনার গাড়িতে একটি টুলকিট রাখুন। স্ক্রু ড্রাইভার, প্লায়ার, সাধারণ রেঞ্চ বা সকেট রেঞ্চ(১০মিমি)এবং ফ্ল্যাশলাইটের মতো কয়েকটি প্রাথমিক সরঞ্জাম রাখুন। কিছু সাধারণ ম্যাকগাইভার টুলের মধ্যে রয়েছে জিপ টাই, ডাক্ট টেপ, বাঞ্জি কর্ড ইত্যাদি। টায়ার, ফিল্টার, ইত্যাদির জন্য বারবার ফোন রিমাইন্ডার ব্যবহার করুন।

মাঝেমধ্যে চেক-আপ মিস করবেন না। সর্বদা জ্যাক স্ট্যান্ড ব্যবহার করুন। একটি জ্যাক স্ট্যান্ড হল ধাতব নিরাপত্তা ব্যবস্থা যা গাড়ির নীচে চলে যায় যখন আপনি এটিকে উপরে তুলে টায়ার চেঞ্জ করবেন। আপনি যদি গাড়ির নীচে কাজ করেন, তাহলে এটি সরে গিয়ে যাতে আপনার কোনও বিপদ না ঘটে, তা নিশ্চিত করতে হলে ভালো মানের জ্যাক স্ট্যান্ড কিনতে হবে।  টায়ারগুলির জন্য নিয়ার কনস্ট্যান্ট মনিটরিং প্রয়োজন। টায়ারের চাপই টায়ারের একমাত্র অংশ নয় যা পর্যবেক্ষণের প্রয়োজন। আপনাকে অবশ্যই টায়ারের চাপ, ট্রেড, ঘূর্ণন এবং ভারসাম্য পর্যবেক্ষণ করতে হবে। আপনি কোন ধরণের টায়ারে গাড়ি চালাচ্ছেন তা জানাও গুরুত্বপূর্ণ, যাতে আপনি বিভিন্ন আবহাওয়ায় কীভাবে গাড়ি চালাতে হয় তা জানেন। অতিরিক্ত টায়ার গাড়িতে রাখতেও ভুলবেন না। শুধু তাই নয়, অতিরিক্ত টায়ারের হাওয়ার চাপও পরীক্ষা করে রাখাটাও জরুরি।

ভারতীয় টায়ার প্রধান এবং ট্রাক বাস রেডিয়াল সেগমেন্টের বাজারের নেতৃত্বস্থানীয় সংস্থা জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড  দুটি পণ্যে (Jetsteel JDH XM) এবং (Jetway JUC XM) নতুন অফার চালু করেছে। এর ফলে সংস্থার রেডিয়াল টায়ার পোর্টফোলিও আরও প্রসারিত হয়েছে।

বাজারে অল-হুইল ফিটমেন্ট টায়ারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের সঙ্গে গ্রাহকের লম্বা টায়ার লাইফের প্রত্যাশা পূরণ করতে সংস্থা তার নেক্সট-জেন সেমি-লাগ টায়ার Jetway JUC XM চালু করেছে। ইভেন-ওয়্যার বৈশিষ্ট্যের সঙ্গে সজ্জিত, এই টায়ার বিশেষভাবে একটি প্রিমিয়াম টায়ারের আয়ু প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে আরও ভালো জ্বালানী-দক্ষতা নিশ্চিত করা যায় এবং যাতে ট্রাক মালিকদের খরচ কমে। JUC XM টায়ার ছাড়াওকোম্পানিটি দেশে দীর্ঘ দূরত্বের অ্যাপ্লিকেশনের জন্য Jetsteel JDH-XM চালু করেছে। JDH-XM এর অনন্য ট্রেড কম্পাউন্ড এবং উচ্চ ট্রেড ডেপথ উচ্চ টায়ার লাইফ দেওয়ার জন্য ডিজাইন করেছে। এই সেগমেন্টের প্রথম Jet-OCT প্রযুক্তির সঙ্গে ফিট করা টায়ারটি উচ্চ কেসিং শক্তি প্রদান করতে সক্ষমযার ফলে উচ্চতর পুনরুদ্ধারযোগ্যতা মেলে।

এই প্রসঙ্গে জে কে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর প্রেসিডেন্ট (ভারত), অনুজ কাঠুরিয়া জানিয়েছেন, ‘ভারতে টায়ার শিল্পের ল্যান্ডস্কেপ নতুন প্রযুক্তি এবং নিয়ম চালু হওয়ার সঙ্গেসঙ্গে ক্রমাগত বিকশিত হচ্ছে। বর্তমান লোড এবং রাস্তার অবস্থার কথা ভেবে, কোম্পানি FMCG, ই-কমার্স পণ্য এবং শিল্প পণ্যের মতো পণ্যের চলাচল বৃদ্ধির কারণে সৃষ্ট ঘর্ষণজনিত ক্ষয় কমানোর জন্য এই টায়ারগুলি তৈরি করেছে।’

আরো গল্প পড়তে ক্লিক করুন...