বলিউড সিনেমার ক্ষেত্রে এই বছরটা খুব একটা আশার আলো দেখাতে পারেনি। একের পর এক ছবি হতাশার মুখ দেখেছে, নামিদামি নায়ক-নাযিকার সমন্বয়ে ছবিগুলি তৈরি হওয়া সত্ত্বেও। দর্শক তাহলে কী চাইছে?

ব্রহ্মাস্ত্র প্রথম পর্ব শিভা সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বহু প্রতীক্ষিত এই হিন্দি ছবিটি অয়ন মুখোপাধ্যায় দ্বারা পরিচালিত। এতে অভিনয় করেছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চনের মতো তাবড় তাবড় অভিনেতারা। শাহরুখ খান, নাগার্জুন, ছোটো পর্দার নামি অভিনেত্রী মৌনি রায়-ও এই ছবিতে অভিনয় করেছেন। নানা সোশাল মিডিয়ার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে যে, বিশাল বাজেটের এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়ায় বিভক্ত দর্শকদের মতামত।

তবুও বলাই বাহুল্য যে, সাম্প্রতিক হিন্দি ছবির দুর্দশার খরা কাটিয়ে Brahmastra সপ্তাহান্তে ভালোরকম ব্যাবসা দিয়ে বলিউড ছবির প্রযোজক এবং অভিনেতা-অভিনেত্রীদের মনে আশার সঞ্চার করেছে। তামিল, তেলেগু, মালায়ালম ও কন্নড় ভাষাতেও ছবিটি মুক্তি পেয়েছে।

উৎসবের শুরু হতে এখনও হাতে গোনা কয়েকটা দিন বাকি। তারই আগে মুক্তি পেয়েছে ছবিটি। সুতরাং এটির ভবিষ্যৎ নিয়ে পুরো বলিউড ইন্ডাস্ট্রি এতদিন দোলাচলে দিন কাটিয়েছে। কিন্তু সর্বশেষ রিপোর্ট অনুযাযী কোনও উৎসবের মরশুম ছাড়াই মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে ব্রহ্মাস্ত্র-ই সবথেকে বেশি টাকার ব্যাবসা দিয়েছে।

বক্স অফিসে সম্রাট পৃথ্বীরাজ, বচ্চন পান্ডে, ভুলভুলাইয়া টু, লাল সিং চাড্ডা, শামশেরা ছবিগুলি নিয়ে ভালো প্রত্যাশা ছিল কিন্তু সে আশা সফল হয়নি। কিন্তু ব্রহ্মাস্ত্র ছবিটির বক্স অফিস আয় হিন্দি ছবির ভাগ্য নির্ধারণে আশার আলো দেখাতে পেরেছে। উত্তর ভারতে ছবিটি ভালো আয় করেছে। দক্ষিণ ভারতে যেখানে হিন্দি ছবির বাজার খুব একটা আশাজনক নয়, শোনা যাচ্ছে সেখান থেকেও ভালো ব্যাবসা দিতে সফল ব্রহ্মাস্ত্র। ভারতের বাইরেও ছবিটি ভালো প্রচার লাভ করেছে বলে জানা যাচ্ছে।

ব্রহ্মাস্ত্রের কারণেই বলিউডি পরিচালকেরা নতুন করে আশার মুখ দেখছেন। এ মাসের শেষে মুক্তি পেতে চলেছে সইফ আলি খান, হৃতিক রোশনের মতো বড়ো মাপের অভিনেতাদের অভিনীত ছবি ‘বিক্রম বেদা’। ব্রহ্মাস্ত্র দিয়ে যেখানে বলিউডের পুনরোত্থান ঘটেছে আশা করা যাচ্ছে বিক্রম বেদা-ও দর্শকদের হতাশ করবে না। ভবিষ্যৎ-ই একমাত্র পারবে এই আশা-নিরাশার সঠিক জবাব দিতে।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...