চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়- কে সারা বিশ্ব চেনে। ফিল্ম-মেকার ছাড়াও তাঁর আরও অনেক প্রতিভার সঙ্গে পরিচিত বিশ্ববাসী। এভাবেই ‘কম্পোজার’ হিসাবেও তাঁর স্বীকৃতি রয়েছে। আর এবার সেই সত্যজিৎ রায়কেই আমরা সংগীতকার দেবজ্যোতি মিশ্র-র হাত ধরে চিনবো আরও একটু নতুন ভাবে। ২১সেপ্টেম্বর বুধবার সেন্টজেভিয়ার্স কলেজের অডিটোরিয়ামে সন্ধে ৬টা নাগাদ দেবজ্যোতি মিশ্র তাঁর স্বরচিত গ্রন্থ ‘কম্পোজার সত্যজিৎ-স্বর, সুর ও চিত্রভাষ’  আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন।

বইটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষ্যে দেবজ্যোতি মিশ্র জানান, ‘ সত্যজিৎ রায়-এর ঘরে-বাইরের মিউজিক ফ্লোরে, ভায়োলিনিস্ট হিসাবে কাজ করার সময় তাঁর হৃদয়ে এসে লাগলো সত্যজিৎ-কৃত, একী লাবণ্যে পূর্ণপ্রাণ- এর আশ্চর্য সংগীতায়োজন, অর্কেস্ট্রেশন। সেই থেকেই সত্যজিৎ তাঁর কাছে হয়ে উঠলেন এক আজীবন –আঁকড়ে -থাকা অনুভূতির, অনুপ্রেরণার শিকড়।’  তিনি এও জানান, ‘এই বইটি অবশ্য মনে-মনে লেখা হচ্ছিল ঘরে-বাইরের মিউজিক ফ্লোর থেকেই, আজ তা সম্পূর্ণ হল মাত্র। এই বছর সত্যজিৎ রায়-এর জন্মের একশো বছর পূর্ণ করার বছর। তাই এই বছরেই দে’জ এর অপুর তাগাদায় ইন্ধন পেয়ে বইটি প্রকাশ করা হল। এই বই যেন কম্পোজার সত্যজিৎ-এর এক অভূতপূর্ব পথের পাঁচালী।’

সত্যজিৎ রায়, যাঁর প্রতিভাকে বহুমুখী বললেও হয়তো কম বলা হয়। ছবিতে তিনি সংগীত ব্যবহারে যে মুনশিয়ানার ছাপ রেখে গিয়েছেন, এই বইয়ের মুখ্য উপজীব্য তা-ই। দেশি ও পাশ্চাত্য সংগীত দুই ক্ষেত্রেই তাঁর যাতায়াত ছিল অবাধ। সাহিত্যের বিমূর্ত বোধকে যদি সিনেমার ভাষায় অনুবাদ করতে হয়, তাহলে পরিচালক সুরের হাতিয়ার তুলে নিয়ে বুঝিয়ে দেয়েছেন দর্শককে। কিন্তু সত্যজিৎ জানতেন যে, শুধু বাদ্যযন্ত্রের সুরে সংগীতের সার্বিক প্রকাশ ঘটে না। তাকে বোঝাতে গেলে সেই ফ্রেমটির মধ্যে দর্শকদের ঢুকে পড়ার দরজাও খুলে দিতে হয়। এমনকি, সত্যজিৎ নিজেকে কীভাবে সবচেয়ে সৎ ভাবে এবং সহজভাবে তাঁর সহসংগীতকারদের কাছে মেলে ধরেছেন, এই বইয়ে তারও পরিচয় মিলবে।

সত্যজিৎ রায়-এর জন্মশতবর্ষ উপলক্ষ্যে দেবজ্যোতি মিশ্র তাঁর শ্রদ্ধার্ঘ্য হিসাবে প্রকাশ করলেন ‘কম্পোজার সত্যজিৎ- স্বর, সুর ও চিত্রভাষ’ বইটি। দে’জ পাবলিশার্স এর হাত ধরে প্রকাশিত হয়েছে এই বই। বইটি নিয়ে প্রচুর আশাবাদী সকলেই। বইপ্রকাশের অনুষ্ঠানে লেখকের সঙ্গে উপস্থিত ছিলেন ড. ডোমিনি কসাভিও, শমীক বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মুখোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়,  অনীক দত্ত ও জিতু কামাল সহ আরও অনেকে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...