২০২৩ সালের আকাদেমি পুরষ্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে প্রতিযোগিতায় ভারতের তরফে লড়াইয়ের জন্য পাঠানো হয়েছিল গুজরাতি সিনেমা ‘চেলো শো’-কে ৷ তবে সেরা আন্তর্জাতিক ছবি মনোনয়নে ‘আরআরআর’ কিংবা ভারত থেকে সরকারিভাবে পাঠানো ‘চেলো শো’-র জায়গা হয়নি।কিন্তু মানুষের মনে এই চেলো শো ছবির ছায়া দীর্ঘতর হয়েছে।

৯ বছরের বালক সময়। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে চলে। সঙ্গে এগিয়ে চলে তার স্বপ্ন। সময়ের বাবা ট্রেনের যাত্রীদের চা বিক্রি করে। তাদের পাশ দিয়েই বয়ে যায় গোটা জীবন। ৩৫ মিমি পর্দায় তারই চলচ্চিত্রায়ন ‘চেলো শো’। গল্পে যেন সূক্ষ্ম জাদুর ছোঁয়া। প্রায় আত্মজীবনীমূলক উপকথা। চরিত্র ‘সময়’-এর ভূমিকায় অভিনয় করেছেন ভাবিন রাবারি।

কিছুদিন আগে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘চেলো শো’। এর ইংরেজি নাম দ্য লাস্ট ফিল্ম শো। আমেরিকার পরিচালক প্যান নলিন ওরফে নলিন পাণ্ড্যর জীবনের উপর ভিত্তি করেই আবর্তিত হয়েছে ‘The last film show’-এর গল্প ৷ ছবির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর।

সৌরাষ্ট্র অঞ্চলে নলিনের বড়ো হয়ে ওঠা, ছবির জাদুর প্রতি আকর্ষণ-সবই ধরা পড়েছে ছবিতে ৷ আর ছবির কাহিনিতে সেলুলয়েডের পিছনে থাকা আলো এবং ছায়ার জাদু বিভোর করে নয় বছর বয়সি একটি কিশোরকে । সে সামাজিক চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে লড়াই করেও, একক নিষ্ঠার সঙ্গে “চলচ্চিত্র শো” এর প্রতি তার আবেগকে জীবিত রাখে। ছবিতে ডিজিটাল বিপ্লবের যুগকে সেট করা হয়েছে  একটি গুরুত্বপূরিণ ব্যাকড্রপ হিসাবে।

প্রযুক্তিগত উত্থান-পতন ছেলেটির আবেগকে আঘাত করে। সময় বদলায় এবং ফিল্মেও ডিজিটালাইজেশন আসে কারিগরির উন্নতির সঙ্গে সঙ্গে। তখন অতিকায় ডাইনোসরের মতোই মনে হয় প্রাচীন ফিল্মের ক্যানগুলিকে। ছবি হলে চালানোর যন্ত্রগুলি, নানা রঙের ফিল্মের রোলগুলি,এক সময় স্ক্র্যাপ হিসাবে বাতিল হয়ে যায়। কিশোর ‘সময়ে’র চোখের সামনে রঙিন স্বপ্নগুলো ভেঙে, গুঁড়িয়ে, গলিয়ে রূপান্তরিত হতে থাকে নানা রঙের চুড়িতে।একটা অদ্ভূত বেদনার সুর মিশে থাকে ছবির ছত্রে ছত্রে যা দর্শককে শেষ অবধি নিমজ্জিত রাখে।

ছবির নেপথ্যেও রয়েছে আরেকটি করুণ কাহিনি। ‘চেলো শো’-তে অভিনয় করেছেন ভবিন রাবারি ছাড়াও মোট ৬ জন শিশু অভিনেতা ৷ ভবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রভল এবং পরেশ মেহতা। প্রত্যেক চরিত্রই চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ ৷ রাহুল কোলী নামের এক কিশোরও অভিনয় করেছিল রেলওয়ে সিগন্যালম্যানের ছেলে মনুর চরিত্রে ৷ ছবিতে কেন্দ্রীয় চরিত্র সময়ের ঘনিষ্ঠ বন্ধু এই মনু ৷

কয়েক মাস আগে মাত্র দশ বছরে থেমে গেছে রাহুল কোলীর পথ চলা ৷ মারণরোগ তাকে নিয়ে গেছে না ফেরার দেশে– ‘চেলো শো’-এ রয়ে গেছে রাহুলের অভিনয় ৷ এই শিশু অভিনেতার এটাই ছিল প্রথম ও শেষ ছবি ৷ অস্কারের আঙিনায় যে পাঠানো হয়েছিল এই ছবি, তা জেনে যেতে পারেনি রাহুল। আমদাবাদের এক ক্যানসার হাসপাতালে গত ২ অক্টোবর চিরঘুমে ঘুমিয়ে পড়েছে লিউকেমিয়া আক্রান্ত রাহুল ৷‘চেলো শো’ শ্যুটিঙের সময় কেউ জানত না রাহুলের শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ ৷ রোগের অস্তিত্ব ধরা পড়ে শ্যুটিং শেষ হওয়ার পর । তিন ভাইবোনের মধ্যে রাহুল ছিল সবথেকে বড়ো ৷ তার রিকশা চালক বাবা রামু, ছেলের চিকিৎসার জন্য অটো রিকশা বিক্রি করে দিয়েছিলেন ৷ সে কথা জানার পর ছবির ইউনিটের তরফে আবার তাঁকে অটো রিকশা ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

নানা বিপর্যয় সত্ত্বেও বিশ্বের আঙিনায় আলোচিত হয়েছে এবং মানুষ অসম্ভব তারিফ করেছে এই ছবির। রবার্ট ডিনিরোর ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ওপেনিং ফিল্ম হিসেবে লাস্ট ফিল্ম শো-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এবং স্পেনের ৬৬ তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন স্পাইক-সহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার জিতেছে দ্য লাস্ট ফিল্ম শো ছবিটি।

আরো গল্প পড়তে ক্লিক করুন...