মানবিক সম্পর্কের বিষয় নিয়ে সিনেমা তৈরি করে ইতিমধ্যেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন পরিচালক অতনু ঘোষ। তাই আবারও তিনি বাংলা ছবির দর্শকদের উপহার দিতে চলেছেন ‘শেষ পাতা’ শীর্ষক আরও একটি মানবিক সম্পর্কের ছবি। সম্প্রতি আইনক্স কোয়েস্ট মল-এ ছবিটির ট্রেলার লঞ্চ হল৷

ছবিটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে দেখা যাবে বাল্মীকির চরিত্রে। যিনি একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। কিন্তু কিছু ঘটনা বাল্মীকির জীবনের গতিপথ পরিবর্তন করে এবং বাল্মীকি এখন অবহেলিত ও বিচ্ছিন্ন জীবনযাপন করছেন।

অতনু ঘোষের ‘শেষ পাতা’ মূল্যবোধ, নৈতিক দৃষ্টিভঙ্গি এবং সেইসঙ্গে  বিবেকের যন্ত্রণার গল্প। কিন্তু শেষ পর্যন্ত আলোর সন্ধান পাবে কিনা মুখ্য চরিত্ররা, তা বোঝা যাবে ছবিটি দেখার পর। জানা গেছে, ‘শেষ পাতা’-য়  চারটি প্রধান চরিত্র সমাজের ভিন্ন মানসিকতা এবং স্তরের। তাদের চেহারা, তাদের সাধারণ জীবনধারার উপর প্রভাবও ফেলে।

বাল্মীকি (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) বেপরোয়া, আবেগপ্রবণ এবং বোহেমিয়ান। পরিশীলিত এবং সংবেদনশীল, মেধা (গার্গী রায়চৌধুরী) তার অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে মরিয়া হয়ে লড়াই করছে। সৌনক (বিক্রম চট্টোপাধ্যায়) এমন একটি পেশার মানুষ, যার কার্যকলাপও বেশ অভিনব।  দীপা (রায়তি ভট্টাচার্য) একজন চিত্রশিল্পী হিসাবে কাজ করে, জীবনকে চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করে কিন্তু তার স্বপ্নকে আঁকড়ে থাকে। এই ছবির মুখ্য চরিত্র বাল্মীকি একজন প্রাক্তন সুপরিচিত লেখক। যিনি মর্যাদা এবং সম্মান থেকে বঞ্চিত। বছরখানেক আগে একটি প্রকাশনা সংস্থা বাল্মীকিকে চল্লিশ হাজার টাকা অগ্রিম দিয়েছিল তার স্ত্রীর কথা লেখার জন্য, যাকে ত্রিশ বছর আগে খুন করা হয়েছিল। বারবার অনুরোধ করা সত্ত্বেও, বাল্মীকি পাণ্ডুলিপির এক পাতাও দিতে ব্যর্থ হন।লেখাটি পুনরুদ্ধার করতে, প্রকাশনা সংস্থা সৌনককে নিযুক্ত করে। বাল্মীকি সৌনককে জানায়, সে অসুস্থতার কারণে লিখতে পারে  না। বাল্মীকিকে লিখতে সাহায্য করার জন্য নিয়োগ করা হয় মেধাকে। কিন্তু কী ঘটবে এরপর, তা-ই ‘শেষ পাতা’ ছবির ক্লাইম্যাক্স বলে জানানো হয়েছে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর আগেও অতনু ঘোষের ময়ূরাক্ষী এবং রবিবার ছবিতে কাজ করেছেন। এই ছবি দুটি ছাড়াও, অতনুর প্রায় সব ছবিই দর্শকদের ভালোবাসা পেয়েছে। জানা গেছে, ‘শেষ পাতা’ ছবির মুখ্য চরিত্র বাল্মীকির লেখার শেষ পাতায়ও নাকি  অনেক চমক রয়েছে। দেবজ্যোতি মিশ্র এ ছবির সুরকার। সম্পাদক সুজয় দত্ত রায়। ছবিটির প্রযোজক ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। পরিচালক অতনু ঘোষ নিজেই লিখেছেন ‘শেষ পাতা’ ছবির কাহিনি। আজ আনুষ্ঠানিক ভাবে ছবিটির ট্রেলার লঞ্চ করা হবে কোয়েস্ট মল-এর আইনক্স-এ। আগামী পয়লা বৈশাখ ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...