ফ্যাশনের দুনিয়ায় রোজই নতুন হাওয়া, রোজই বহতা স্রোত। এই হাওয়ায় গা ভাসিয়ে তরুণীদের এখন লেটেস্ট উন্মাদনা বহুরঙা নেলআর্ট। কিন্তু এই আর্ট রপ্ত করার আগে কয়েকটি জরুরি বিষয় জেনে নিন।
Nail Art বানানোর আগে
- সকলেরই নিয়মিত ম্যানিকিওর করা উচিত। প্রথমে ম্যানিকিওর ক্লিপার বা কাটার দিয়ে নখ কাটুন। তারপর নেলফাইল দিয়ে আপনার ইচ্ছানুযায়ী রাউন্ড শেপ নয়তো স্কোয়ার শেপ দিন। তবে বর্তমানে স্কোয়ার কাট ভীষণভাবে ফ্যাশনে ইন।
- নেলপেইন্ট করার দু-তিন দিন আগে থেকে পেট্রোলিয়াম জেলি অথবা ময়েশ্চারাইজার দিয়ে নখ মাসাজ করুন। পারলে সামান্য ঈষদুষ্ণ অলিভ অয়েলে নখ ডুবিয়ে রাখুন৷ এতে নখের রুক্ষতা দূর হবে।
- নেলপলিশ লাগানোর আগে ট্রান্সপারেন্ট নেলপেইন্ট-এর বেস কোট লাগাতে ভুলবেন না। এতে নখ সুরক্ষিত থাকবে।
- নেলপলিশ লাগানোর সময় নখের চারপাশের স্কিনেও নেলপলিশ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কখনওই তুলো দিয়ে এক্সট্রা রং মুছবেন না। বরং টিসু পেপার ব্যবহার করুন।
- সর্বদা ব্র্যান্ডেড কোম্পানির নেলপলিশ-ই বাছুন।
নেল আর্টের পদ্ধতি
বেস কালার :
নখের বেসটাই হল মেইন। তার উপরই নির্ভর করবে আপনার Nail Art কতটা সফিসটিকেটেড ও সুন্দর হবে। তাই প্রথমে যে-কোনও কালার দিয়ে নখের বেস তৈরি করুন। রেড, পিংক, ব্ল্যাক, হোয়াইট অথবা আপনার পছন্দের যে-কোনও একটি রং দিয়ে। যদি আপনি লাইট শেড পছন্দ করেন তাহলে লাইট শেডের পাশাপাশি কিছু ডার্ক নেলপলিশও রাখুন আপনার স্টকে। লাইট এর সঙ্গে ডার্ক ভীষণ ভালো কম্বিনেশন।
নেল আর্ট তৈরির আগে অবশ্যই জেনে নেওয়া দরকার— নেল আর্ট কত ধরনের, কীভাবে করতে হয় এবং কোন ইভেন্টের জন্য কোনটা পারফেক্ট। নেল আর্ট মূলত পাঁচ প্রকার-
- বেসিক নিডল নেল আর্ট
- মারবেল Nail Art
- ব্রাইডাল নেল আর্ট
- ব্রাশ নেল আর্ট
- ফাঙ্কি নেল আর্ট
বেসিক নিডল নেল আর্ট :
বেসিক নিডল নেল আর্টকে অ্যাডভান্স নেল আর্টও বলা হয়ে থাকে। তিনবার বেস কোট লাগানোর পরে সেন্টার থেকে শুরু করে নখের আগা বরাবর অন্য কালারের তিনটি বিন্দু লাগান। পরে ওই বিন্দুগুলির উপর আরও অন্য যে-কোনও রঙের দুটি অথবা তিনটি ডটস দিন।
এবার আপনার নান্দনিকতা ও কল্পনার উপর নির্ভর করবে, আপনার ডিজাইন কতটা ভালো হবে। চাইলে আপনি বাটারফ্লাই, পিকক, ড্রাগন অথবা ফ্লোরাল নকশাও বানাতে পারেন।
ময়ূরের ডিজাইন বানাতে হলে বেস কালার হিসাবে লাইট শেডই বাছুন। তারপর সেন্টার থেকে উপর পর্যন্ত ইয়োলো, ব্ল্যাক, অরেঞ্জ অথবা মেটালিক কালারের তিনটি বিন্দু বসান।
এবার ওই বিন্দুগুলিকে টুথপিকের সাহায্যে হালকা হাতে ময়ূরের পেখমের মতো আকার দেওয়ার চেষ্টা করুন। সাইডের বিন্দুর সাহায্যে ময়ূরের মুখ বানিয়ে ফেলুন। যে-কোনও পোশাকের সঙ্গেই এই ডিজাইন বেশ মানানসই।
মারবেল নেল আর্ট :
নখের উপর তিনবার বেস কোট লাগান। তারপর নখ বাদ দিয়ে আঙুলের বাকি জায়গাগুলিতে সেলোটেপ নয়তো ডাক্তার টেপ দিয়ে ভালো করে কভার করে নিন। এবার একটি কাচের বাটিতে সামান্য জল নিয়ে তার মধ্যে তিনটি ডিফারেন্ট শেডের নেলপেইন্ট ড্রপের আকারে ফেলুন। বেস কোট লাগিয়ে রাখা নখগুলিকে বাটিতে ডুবিয়ে নাড়াচাড়া করতে থাকুন।
এর ফলে জলে ভাসতে থাকা কালারফুল নেলপেইন্টস-এর সাহায্যে আপনার নখে সুন্দর ডিজাইন চলে আসবে। অনেকটা মার্বেল আর্টের মতো।
নেলপেইন্ট হয়ে যাবার পর আঙুলে জড়ানো সেলোটেপ খুলে ফেলুন। এর ফলে আপনার হাতে কোনওরকম এক্সট্রা রংও লাগবে না। আর নখও হয়ে উঠবে সুন্দর এবং আকর্ষণীয়।
ফাঙ্কি নেল আর্ট :
ফাঙ্কি নেল আর্ট-এ সাধারণত মাল্টিকালার নেলপেইন্ট ব্যবহার করে কালারফুল স্মাইলি পান্ডা, কার্টুন অথবা লেদার আর্ট ওয়ার্ক করে নখের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়।
ব্রাইডাল নেল আর্ট :
নিয়মমতো বেস কোট লাগানোর পরে নেলপেইন্ট দিয়ে সুন্দর করে ডিজাইন বানিয়ে নিন। পরে নকশা অনুযায়ী ম্যাচিং স্টোন বা গ্লিটার দিয়ে নখকে সুন্দর করে সাজিয়ে তুলুন। চাইলে স্টোন বিন্দিও টুথপিকের সাহায্যে নখে লাগাতে পারেন। সাধারণত এই ধরনের ডিজাইন কনের নখেই অ্যাপ্লাই করা হয়ে থাকে।
কনের নখ ছোটো হলে আর্টিফিশিয়াল নখ লাগিয়েও Nail Art করা যেতে পারে।
ব্রাশ নেল আর্ট :
ব্রাশ নেল আর্টে নেলপেইন্টের পরিবর্তে ফেব্রিক কালারও করা হয়ে থাকে। তুলির টানে সাজানো হয় নখকে।
আধুনিকাদের কথা মাথায় রেখে সম্প্রতি রেভলন বাজারে নিয়ে এসেছে ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী মারচেসা নেল আর্ট 3D জুয়েল অ্যাপ্লিকস। এখন ঘরে বসেই আপনি পেয়ে যাবেন স্যালনের মতো নেল আর্ট কোয়ালিটি। এটি শুকোতেও সময় লাগে না আর দীর্ঘদিন থাকেও। কিওরড টেকনোলজি দ্বারা এটি গঠিত।