রিউম্যাটিক এবং অটো ইমিউন রোগীদের উপযুক্ত চিকিৎসার জন্য পূর্ব ভারতে প্রথম শুরু হতে চলেছে বিশেষ স্বাস্থ্য পরিষেবা। ‘এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি’ (এআইআইআর) সেন্টারটি কলকাতা-য় চালু করার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল রাসেল স্ট্রিট অঞ্চলে অবস্থিত বেঙ্গল ক্লাব-এ। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘এআইআইআর’-এর (AIIR) লোগো লঞ্চ করেন কলকাতা-র মেডিক্যাল কলজের প্রাক্তন এইচওডি (মেডিসিন) প্রফেসর ডা. সুকুমার মুখোপাধ্যায়, ‘সুরক্ষা ডায়াগনস্টিকস প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর ডা. সোমনাথ চট্টোপাধ্যায়, ‘এআইআইআর’-এর ডিরেক্টর ডা. পার্থজিৎ দাস এবং ‘এআইআইআর’-এর আকাদেমিক ডিরেক্টর ডা. অর্ঘ্য চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে সাংবাদিকদের জানানো হয়, চলতি বছরের মে মাসে এই ইনস্টিটিউটটি উদ্বোধন করা হবে।
এই বিশেষ উদ্যোগের সহায়ক স্বাস্থ্যসেবা ব্র্যান্ড ‘সুরক্ষা ডায়াগনস্টিকস প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর ডা. সোমনাথ চট্টোপাধ্যায় প্রসঙ্গত জানিয়েছেন, ‘এই উদ্যোগের লক্ষ্য, রিউম্যাটিক এবং অটোইমিউন সংক্রান্ত রোগের উন্নত এবং আধুনিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ করে দেওয়া।’
ডা. সোমনাথ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘অটোইমিউন রোগগুলি বিশ্বব্যাপী জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে প্রভাবিত করে চলেছে। বিশ্বব্যাপী আনুমানিক ৪ শতাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৮ শতাংশ মানুষ এই রোগের শিকার। যাইহোক, ভারত সহ বিশ্বের অনেক জায়গায় সচেতনতা এবং বিশেষ যত্নের অভাব রয়েছে। এই সমস্যা সত্ত্বেও, AIIR ইমিউনোলজি এবং রিউমাটোলজিতে অতুলনীয় দক্ষতা এবং যত্ন প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সারা দেশে রোগীদের জন্য AIIR একটি ওয়ান-স্টপ সলিউশন অফার করছে।’
এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি (এআইআইআর) কলকাতা-র রাজারহাটে শুরু করতে চলেছে এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা। এই উদ্যোগটির অংশীদার ‘সুরক্ষা ডায়াগনস্টিকস প্রাইভেট লিমিটেড’। রিউম্যাটিক এবং অটো ইমিউন রোগীদের চিকিৎসার জন্য এটি পূর্ব ভারতের প্রথম ইনস্টিটিউট বলে দাবী করেন ‘এআইআইআর’-এর চিকিৎসকরা। এই কেন্দ্র থেকে রোগীদের চিকিৎসার জন্য ৪০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক নিযুক্ত থাকবেন।
‘এআইআইআর’-এর ডিরেক্টর ডা. পার্থজিৎ দাস প্রসঙ্গত জানিয়েছেন, ‘রিউম্যাটিক এবং অটো ইমিউন রোগীদের বিশেষ যত্ন নেওয়া হবে এখানে। মাসল ইমেজিং থেকে পালমোনোলজি এবং নিউরোলজিতে বিশেষ পরীক্ষার ব্যবস্থা থাকবে। ডে-কেয়ার সেন্টার এবং তত্ত্বাবধানে থাকা ইমিউনোথেরাপির পাশাপাশি, বহির্বিভাগের রোগী এবং ক্লিনিকগুলির মাধ্যমে, প্রত্যেক রোগীকে ব্যক্তিগত এবং সামগ্রিক যত্ন প্রদান করার চেষ্টা করা হবে। AIIR সকলের জন্য অ্যাক্সেসযোগ্য এবং উচ্চ-মানের পরিষেবা নিশ্চিত করবে।’
‘এআইআইআর’-এর আকাদেমিক ডিরেক্টর ডা. অর্ঘ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘AIIR-এ বহুমুখী পদ্ধতির মাধ্যমে বাতজনিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। রোগ-নির্দিষ্ট করা, চিকিৎসা কর্মশালা এবং অনলাইন-এও অ্যাডভাইস দেওয়া হবে।’
AIIR কলকাতার রাজারহাটে অবস্থিত, অটোইমিউন রিউম্যাটিক রোগের সঙ্গে লড়াই করা তরুণ এবং প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাবে বলে জানিয়েছেন এই ইনস্টিটিউট-এর সঙ্গে যুক্ত চিকিৎসকরা। ক্লিনিকাল পরিষেবার বাইরে, AIIR শিক্ষা, গবেষণা প্রভৃতি উদ্যোগ নেবে বলেও জানানো হয়েছে। নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, নিউরোলজি এবং আরও অনেক কিছু সহ প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্য চিকিৎসার সুব্যবস্থা করবে বলেও জানিয়েছেন ‘এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি’-র(এআইআইআর) চিকিৎসকরা।