‘Enhanced কার্ডিয়াক কেয়ার’ প্রোগ্রামটি সর্বোচ্চ মানের কার্ডিয়াক কেয়ার টেকনোলজি। বিএম বিড়লা হার্ট হসপিটাল ও ডোজি-র চিকিৎসা দক্ষতার বিরামহীন উদ্যোগের সফল রূপায়ন এটি। স্বাস্থ্যসেবা কর্মীরা দূর থেকেই রোগীদের গুরুত্বপূর্ণ বিষয় যেমন হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাসের হার, রক্তচাপ, SPO2 মাত্রা, তাপমাত্রা এবং ইসিজি পর্যবেক্ষণ করতে পারবেন। ডোজি-র আর্লি ওয়ার্নিং সিস্টেম (EWS) গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ট্র্যাক করে এবং রোগীদের ক্লিনিকাল অবনতির প্রাথমিক সনাক্তকরণের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সতর্কতা প্রদান করে, ফলে সঠিক সময়ে চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করা যায়।

ডোজি, একটি ‘মেড-ইন-ইন্ডিয়া’ প্রযুক্তি, যা রোগীর নিরাপত্তা উন্নত করার জন্য, আইসিইউ-এর বাইরে অবিরাম রোগীর গুরুত্বপূর্ণ বিষয়গুলির পর্যবেক্ষণের জন্য স্পেশাল বেড-এর ব্যবস্থা করেছে। সম্প্রতি ডোজি-র এই এআই-ভিত্তিক কন্টাক্টলেস রিমোট পেশেন্ট মনিটরিং (RPM) এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম (EWS) বেড-টি লঞ্চ করা হল কলকাতা-র একটি অভিজাত হোটেলে।

জাতীয় প্রযুক্তি দিবসের কথা মাথায় রেখে, কার্ডিয়াক কেয়ারে তার শ্রেষ্ঠত্বের জন্য বিখ্যাত  একটি ‘ডিজিটাল ফার্স্ট’ উদ্যোগ ‘উন্নত কার্ডিয়াক কেয়ার’ প্রোগ্রামের মাধ্যমে প্রযুক্তিকে গ্রহণ করেছে বিএম বিড়লা হার্ট হসপিটাল। এই উদ্যোগটি ডোজির এআই-ভিত্তিক কন্টাক্টলেস রিমোট পেশেন্ট মনিটরিং (RPM) এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম (EWS), যা সমস্ত ওয়ার্ডের শয্যায় কানেক্ট করে প্রতিরোধমূলক এবং সক্রিয় যত্নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে। হাসপাতাল ক্লিনিকাল পরিস্থিতি শনাক্ত করতে এবং দ্রুত সমাধান করতে ক্রমাগত পর্যবেক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে।  এই কৌশলগত পদক্ষেপ রোগীর নিরাপত্তা এবং রেজাল্ট বাড়ানোর জন্য, ডেটা-চালিত প্রযুক্তি ব্যবহার করতে হাসপাতালের প্রতিশ্রুতিকে দর্শায় এবং স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমের রূপান্তর ঘটায়।

ডোজি কন্ট্যাক্টলেস ভাইটাল পর্যবেক্ষণের জন্য এআই-ভিত্তিক ব্যালিস্টোকার্ডিওগ্রাফি (বিসিজি) ব্যবহার করে। এই প্রযুক্তি পেটেন্ট প্রাপ্ত এবং ভারতে তৈরি। ডোজি-র উদ্ভাবনী প্রযুক্তি রোগীর নিরাপত্তা, ক্লিনিকাল ফলাফল এবং অপারেশনাল দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে।  গবেষণা দেখায় যে, প্রতি  ১০০ টি ডোজি-সংযুক্ত বেডে এটি ১৪৪ টি জীবন ও নার্সদের ৮০ শতাংশ সময় বাঁচাতে পারে এবং আইসিইউ এএলওএস-এ ১.৩ দিন সময় কমাতে পারে।

কলকাতার বিএম বিড়লা হার্ট হসপিটালের কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর ডা. অঞ্জন সিওটিয়া এই বিষয়ে বিশেষ উৎসাহ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, ‘বিএম বিড়লা হার্ট হসপিটালে, আমাদের লক্ষ্য সর্বদা রোগীকেন্দ্রিক বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার প্রদান করা।  ডোজি-র সহযোগিতায় ‘এনহ্যান্সড কার্ডিয়াক কেয়ার প্রোগ্রাম’-এর প্রবর্তন এই মিশন সফল করতে সাহায্য করেছে। অত্যাধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে, আমরা শুধুমাত্র রোগীর নিরাপত্তা বাড়াচ্ছি না বরং কার্ডিয়াক কেয়ার ডেলিভারির জন্য নতুন মানদণ্ডও স্থাপন করছি।’

কলকাতার বিএম বিড়লা হার্ট হাসপাতালের ইউনিট হেড সুপ্রতীক দে সরকার এই বিষয়ে জানিয়েছেন, ‘এনহ্যান্সড কার্ডিয়াক কেয়ার’ প্রোগ্রাম রোগীর রেজাল্টে উন্নতি আনতে প্রযুক্তি ব্যবহার করার প্রতি আমাদের প্রতিশ্রুতির উপর জোর দেয়৷ ডোজি-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে, আমরা উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ক্ষমতা বাড়াচ্ছি৷  আমাদের রোগীদের জন্য সক্রিয় এবং ব্যক্তিগতকৃত যত্ন এই উদ্যোগটি কার্ডিয়াক কেয়ারে আরও ভালো ফল দেবে।’

ডোজি-র সিটিও এবং সহ-প্রতিষ্ঠাতা গৌরব পার্চানি, অংশীদারিত্বের বিষয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, ‘আমরা কার্ডিয়াক কেয়ারে অগ্রগতির জন্য বিএম বিড়লা হার্ট হসপিটালের সঙ্গে সহযোগিতা করতে পেরে রোমাঞ্চিত৷ ‘এনহ্যান্সড কার্ডিয়াক কেয়ার’ প্রোগ্রাম একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে৷ যা অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ এবং প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থার মাধ্যমে রোগীর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রতি আমাদের মিশনে এক মাইলফলক। আমরা বিএম বিড়লা হার্ট হসপিটালের সঙ্গে একত্রে কার্ডিয়াক কেয়ারের ল্যান্ডস্কেপকে পুনর্নির্মাণ করছি, যাতে রোগীর নিরাপত্তা সবার আগে থাকে।’

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ‘এনহ্যান্সড কার্ডিয়াক কেয়ার’ প্রোগ্রামের মাধ্যমে, বিএম বিড়লা হার্ট হসপিটালের লক্ষ্য হল, কার্ডিয়াক কেয়ারের মান উন্নত করা।

আরো গল্প পড়তে ক্লিক করুন...