বর্ষা-র প্রকৃতি বড়ো খামখেয়ালী। এই বৃষ্টি তো এই রোদ। তাই কখনও অনুভূত হয় অতিরিক্ত ঠাণ্ডা, আবার কখনও ভ্যাপসা গরম। তবে বর্ষাকালে যা তীব্র হয়ে ওঠে, তা হল-স্যাঁতস্যাঁতে ভাব। সবকিছুর উপর যেন একটা জলীয় আস্তরন পড়ে যায়। আর ঠিক এই কারণে বর্ষাকালে অনেক মূল্যবান জিনিসের রক্ষণাবেক্ষণ খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে। বিশেষকরে হিরের গয়না-র বাড়তি যত্ন নিতে হয় বর্ষাকালে। কারণ,   বর্ষাকালে ভ্যাপসা গরমে অনেক সময় শরীরে ঘামের মাত্রা বেড়ে যায়। তাই বর্ষাকালে হিরের গয়না ব্যবহার করলে,  সেই ব্যবহৃৎ গয়নার সঠিক যত্ন না নিলে, গয়নার দীপ্তি এবং সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। অতএব, বর্ষাকালে অস্বস্তি কাটাতে শরীরের যেমন বাড়তি যত্ন নেবেন, ঠিক তেমনই আপনার ব্যবহৃৎ দামি  রত্নালংকারের যত্ন নেওয়াও আবশ্যক।

মাথায় রাখতে হবে, হিরে এক মূল্যবান রত্ন, তাই হিরের অলংকারের যত্ন নিতে হবে বিশেষ ভাবে।  শুধু তাই নয়, বর্ষাকালে ভ্যাপসা গরমের হাত থেকে ত্বককে বাঁচানোর জন্য যে-সব কেমিক্যাল (প্রসাধন) ব্যবহার করেন অনেকে, তারও কিছু কু-প্রভাব পড়ে ব্যবহৃৎ হিরের গয়নার  উপর।  তাই, হিরের সৌন্দর্য এবং মান বজায় রাখার পদ্ধতি জেনে রাখা জরুরি। এই বিষয়ে তুলে ধরা হচ্ছে  ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মণ্ডস’-এর  বিশেষজ্ঞদের পরামর্শ।

রাসায়নিক থেকে  আপনার হিরেকে রক্ষা করুন। লোশন এবং স্প্রে সরাসরি যেন হিরের গয়নায় না লাগে। কারণ, এই সমস্ত কেমিক্যাল হিরে এবং হিরের গয়নার ক্ষতি করতে পারে। মনে রাখবেন, হিরে যদি কোনও কেমিক্যালের সংস্পর্শে আসে, তাহলে শুধু সৌন্দর্যই নষ্ট নয়, হিরের ক্ষয়ও হতে পারে। অতএব, এই মূল্যবান রত্নের সৌন্দর্য এবং গুণমান বজায় রাখার চেষ্টা করুন। বর্ষাকালে ত্বক বাঁচানোর জন্য কোনও লোশন ব্যবহার করার আগে হিরের গয়না খুলে রাখুন এবং কেমিক্যাল ব্যবহার করার একটু পরে আবার পরুন। এরফলে মূল্যবান হিরেকে কেমিক্যাল-এর ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন।

সমুদ্রের নোনা জল এবং ক্লোরিন জল এড়িয়ে চলুন। সমুদ্রের জলে স্নান করার আগে হিরের গয়না খুলে রাখুন। কারণ, নোনা জল হিরের জন্য ক্ষতিকারক। এরই পাশাপাশি সুইমিং পুল-এ থাকা ক্লোরিন থেকেও হিরেকে বাঁচান।  মনে রাখবেন, নোনা জল এবং ক্লোরিন যুক্ত জল হিরেকে বিবর্ণ করে দিতে পারে এবং ক্ষয়ও হতে পারে। শুধু তাই নয়, নোনা জল এবং ক্লোরিন যুক্ত জল হাতের আঙুলে লাগলে আঙুল শিথিল হয়ে হিরের আংটি খুলে পড়ে যেতে পারে। তাই সতর্কতা জরুরি।

সঠিকভাবে সংরক্ষণ করুন – সঠিক স্টোরেজ আপনার হিরের গয়নার সৌন্দর্য রক্ষা করতে সাহায্য করবে। তাই জেনে নিন কোথায়, কীভাবে সংরক্ষণ করবেন হিরের গয়না। সাধারণত হিরের গয়না সবসময় পরেন না বেশিরভাগ মানুষ। তাই যখন হিরের গয়না পরবেন না, সেই সময় এর সংরক্ষণ করুন সঠিক ভাবে। হিরেকে রাখুন স্বাভাবিক তাপমাত্রা যুক্ত জায়গায়। সেইসঙ্গে আরও একটি বিষয় মনে রাখতে হবে, হিরের গয়না যেন অন্যান্য অলংকারের সঙ্গে না থাকে। কারণ, অন্য গয়নার সঙ্গে থাকলে স্ক্র্যাচ পড়তে পারে। তাই ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মণ্ডস’-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপনার হিরের গহনাগুলিকে আলাদা জিপ পাউচে সংরক্ষণ করুন। অথবা  সাধারণ নরম মসলিন কাপড়ে মুড়িয়ে রাখুন৷

হিরের অলংকারগুলিকে পরিষ্কার রাখুন, কারণ বর্ষাকালে ঘাম এবং ময়লা জমতে পারে আপনার হিরের গয়নায়। তাই হিরের গয়নাকে নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। সপ্তাহে একবার, আপনার হিরের গয়না কয়েক ফোঁটা লিক্যুইড সাবান দিয়ে কয়েক মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখুন। নীচের দিকে এবং খাঁজে থাকা কোনও ময়লা পরিষ্কার করতে একটি নরম টুথব্রাশ বা অন্য কোনও ছোটো ব্রাশ ব্যবহার করুন। এরপর একটি নরম কাপড় দিয়ে মুছে রাখুন।

যত্ন সহকারে ব্যবহার করুন, কারণ হিরে কঠিন পদার্থ হতে পারে, কিন্তু সবকিছুরই ক্ষয়ক্ষতি আছে। দুর্ঘটনাজনিত ক্ষতি রোধ করতে আপনার হিরের গয়না যত্ন সহকারে ব্যবহার করুন। খেলাধুলা, বাগান করা বা বাড়িতে ধোয়ামোছার কাজ করার সময় হিরের গয়নার যত্ন নিন।

এই সহজ কিন্তু কার্যকর টিপস অনুসরণ করলেই, আপনি আপনার হিরে রক্ষা করতে পারবেন সহজেই।

আরো গল্প পড়তে ক্লিক করুন...