এ এমন এক সময়, যখন মানব জাতি অনুভব করছে শান্তি, মূল্যবোধ, সহনশীলতা, সহানুভূতি এবং ন্যায়পরায়ণতার প্রয়োজনীয়তা। সেইসঙ্গে, মানব কল্যাণের জন্য চাই কঠোর পরিশ্রম এবং সেবার মনোভাব। নিঃসন্দেহে এ এক অভূতপূর্ব চ্যালেঞ্জ। আর তাই কানোরিয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে, ‘ইউনিভার্সাল স্পিরিচুয়ালটি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন’ দ্বারা আয়োজিত হতে চলেছে —‘আধ্যাত্মিকতায় বিজ্ঞান’ শীর্ষক এক আলোচনা-চক্র। বিশ্ব মানবতা, শক্তি ও বৈজ্ঞানিক আধ্যাত্মিকতার মহামিলনের ১৫তম সংস্করণের বৈচিত্র্যময় এই সম্মেলনটির আয়োজন করা হয়েছে কলকাতা-র ধনধান্য অডিটোরিয়াম-এ।
দু’ দিনের এই আলোচনামূলক সম্মেলনের লক্ষ্য হল—মানবতার উন্নতির জন্য বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং আধ্যাত্মিক নেতাদের একত্রিত করে, ভারতকে নেতৃত্বের অবস্থানে নিয়ে যাওয়া। বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন এবং আধ্যাত্মিকতার সংযোগের মাধ্যমে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরপেক্ষ এবং নৈতিক আদর্শ গড়ে উঠবে বলে মনে করেন আয়োজকরা। আজকের বিশ্বে, কৃত্রিম বুদ্ধিমত্তা বৈজ্ঞানিক অগ্রগতির একটি নিদর্শন হতে পারে কিন্তু ভবিষ্যতে হয়তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষতিকারক প্রমাণিতও হতে পারে। অতএব, সচতনতা জরুরি। বিশিষ্ট ব্যক্তিরা তাই তাঁদের চিন্তাভাবনা এবং জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেবেন এই দু’ দিনের আলোচনা-চক্রে। এই সমাবেশের আয়োজন করা হয়েছে ধনধান্য অডিটোরিয়াম-এ। আগামী কাল অর্থাৎ ২৭ ডিসেম্বর শুরু হবে এই সম্মেলন এবং চলবে ২৮ ডিসেম্বর (২০২৪)পর্যন্ত।
এই বছরের বৈচিত্র্যময় এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথির আসন অলংকৃত করবেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। অবশ্য শুধু রাম নাথ কোবিন্দ-ই নয়, এই আলোচনায় যোগ দেবেন বিশ্বখ্যাত বক্তারা। থাকবেন লেখক ও অ্যান্টি-এজিং বিশেষজ্ঞ (USA) ড. রবার্ট গোল্ডম্যান, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণান, ভারতীয় সর্বধর্ম সংসদের জাতীয় আহ্বায়ক গোস্বামী সুশীল মহারাজ, কলকাতার আর্চবিশপ টমাস ডি’সুজা, ছত্তিশগড়ের প্রাক্তন গভর্নর ও ভারতের প্রতিরক্ষা সচিব শেখর দত্ত, ভারতে স্পেনের রাষ্ট্রদূত H.E Juan Antonio March Pujol, MAAsterG, অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ড. ইমাম উমর আহমেদ ইলিয়াসী, চিশতী ফাউন্ডেশন-এর চেয়ারম্যান হাজী সৈয়দ সালমান চিশতী, গ্যাংটক-এর নাইংমা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান রিগজিন দর্জি রিনপোচে, রামকৃষ্ণ মিশনের স্বামী সুপর্ণানন্দ মহারাজ, বিজ্ঞানী ও জিনোমিক্স (ইউএসএ) ড. প্রসূন মিশ্র, সমাজ সংস্কারক, কবি, লেখক ও অহিংস বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা সভাপতি আচার্য ড. লোকেশ মুনি, শিক্ষক রাজযোগী বি কে অস্মিতা (ব্রহ্মাকুমারী), মাহারিকার রানী ও উই কেয়ার ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা এইচআরএইচ মরিয়ম লিওনর টরেস মাস্তুরা, মুম্বাইয়ের জরোস্ট্রিয়ান কলেজের সভাপতি ডেম প্রফেসর মেহের মাস্টার-মুস প্রমুখ।