ভাইয়ে-ভাইয়ে বিবাদ কোনও নতুন বিষয় নয়। নির্বাচন-রাজনীতির জেরেও গৃহবিবাদ তুঙ্গে উঠতে পারে। কারণ এমন অনেক পরিবার আছে, যে পরিবারে এক-একজন সদস্য ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। আর সমস্যার সূত্রপাত ঠিক এখান থেকেই হয়। রাজনৈতিক কোন্দল শুরু হলে পিতা পুত্রকে, পিতা কন্যাকে, মাতা পুত্রকে, মাতা কন্যাকে, ভাই ভাইকে, ভাই বোনকে কিংবা বোন বোনকে শত্রু ভাবতে শুরু করে। পারিবারিক বিশ্বাস কিংবা গোপনীয়তা নষ্ট হয়। পরিবারের বয়স্ক সদস্যরা তখন মানসিক অস্থিরতা অনুভব করেন। বদলে যায় বাড়ির আবহ। তৈরি হয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।

আসলে, ভাইভাই কিংবা ভাইবোনের মধ্যে বিবাদ চলে আসছে সেই পৌরাণিক যুগ থেকে। দশরথের পরিবারে তাঁর স্ত্রীদের রাজনীতির শিকার হয়েছিলেন পুত্ররা। এরজন্য বনবাসে যেতে হয়েছিল রামকে। মহাভারতে তো ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটানোর মূল কাণ্ডারি ছিলেন স্বয়ং কৃষ্ণ! আর 'ধার্মিক' লোকেরা সেই কাহিনি আত্মস্থ করে নিয়ে মনুষ্য জীবনেও তার প্রয়োগ ঘটিয়ে চলেছেন।

আজও ঘরে-ঘরে নানা কারণে ভাইভাই কিংবা ভাইবোনের মধ্যে বিবাদ চলছে জোর কদমে৷ আসলে এই বিবাদ কিংবা বিভাজনের রাজনীতির বিষ আমাদের মনে প্রবেশ করেছে সেই পৌরাণিক কাহিনি থেকেই। যখনই অর্থ কিংবা ক্ষমতা দখলের সুযোগ এসেছে, ভাই কিংবা বোন রক্তের সম্পর্কের বিষয়টি ভুলে গিয়ে রক্ত ঝরাতেও পিছপা হয়নি। আসলে, গৃহশত্রু খুব ভয়ংকর! বিভীষণ রাবণকে ধংস করেছে, হিরণ্যকশ্যপ নিজের বোনকে জ্বালিয়ে দিয়েছে। এমন আরও অনেক ঘটনা আছে, যা গৃহশত্ৰু কতটা ভয়ংকর হতে পারে, তা প্রমাণ করেছে।

ভাই-ভাই কিংবা ভাই-বোনের মধ্যে বিবাদের মামলা ক্রমশ বাড়ছে আদালতে। মা-বাবার সম্পত্তি দখলের জন্য নিজেদের মধ্যেই চলছে লড়াই। যে বিষয়টি ঘরেই আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যেত অনায়াসে, তা গড়াচ্ছে আদালত পর্যন্ত।

অবশ্য বিবাদ এখন আর শুধু ভাই-বোনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বোনের বিরুদ্ধে বোনও লড়াই করতে শুরু করে দিয়েছে ব্যাপক ভাবে। রক্তের সম্পর্ক আজ এমন জায়গায় দাঁড়িয়েছে যে, ছোটোবেলার খেলার সঙ্গী আজ পরস্পরের মুখ দেখতে চায় না! এ বড়ো বেদনাদায়ক! আর ব্যক্তিগত এই বিবাদ বাড়ছে রাজনৈতিক কারণে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...