নিষিদ্ধ প্রেম, প্রতিশোধের আগুন এবং সম্পর্কের জটিলতার মিশ্রণে সমৃদ্ধ হয়ে দর্শকদের সামনে এল ‘জোয়ার ভাটা’। এই ইমোশনাল থ্রিলার-টি গ্রামীণ বাংলার পটভূমিতে নির্মিত হয়েছে বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। ‘বয়হুড প্রোডাকশনস’-এর ব্যানারে নির্মিত নতুন এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করার প্রতিশ্রুতি নিয়ে এল ‘জি বাংলা’-র পর্দায়।

এই ধারাবাহিকে উজির চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি এবং উজির বোন নিশার চরিত্রে রূপ দিয়েছেন শ্রুতি দাস। উজি কোমল, শৃঙ্খলাবদ্ধ এবং উচ্চাকাঙ্ক্ষী। অন্যদিকে ওর বোন নিশা ধৈর্যহীন এবং উগ্র। সে অচল জীবন থেকে মুক্তি পেতে শর্টকার্ট পথে সাফল্য পেতে চায় কিন্তু অনলাইন প্রতারণার শিকার হয়। এরপর ‘জোয়ার ভাটা’-র কাহিনি মোড় নেয় অন্য দিকে।

প্রভাবশালী ব্যানার্জি পরিবারের সঙ্গে একটি জমির চুক্তি ভেঙে গেলে নিশাদের স্বপ্নের পৃথিবী ভেঙে যায়, যার ফলে নিশা এবং উজি-র বাবা হরিপ্রসাদের আকস্মিক মৃত্যু হয়। প্রতিশোধের নেশায় আচ্ছন্ন নিশা, উজিকে একজন ধনী এনআরআই-এর ছদ্মবেশে ব্যানার্জি পরিবারে অনুপ্রবেশ করতে বাধ্য করে। উজি যখন তাদের বিশ্বাস এবং সিদ্ধার্থ ব্যানার্জির হৃদয় জয় করে, তখন সে তার বোনের প্রতি আনুগত্য রেখেও এক অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে। এক সময় উজির নিজের আশা-আকাঙ্ক্ষা ছিন্নভিন্ন হয়ে যায়। যার পরিণতিতে বদলে যায় আবহ। উজি ধীরে ধীরে আবেগের মধ্যে আটকে পড়ে এবং নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। এরপর সে তার বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে নাকি তার ভালোবাসার মানুষটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তা-ই এই ধারাবাহিকের ক্লাইম্যাক্স।

‘আমাদের লক্ষ্য সবসময় এমন গল্প উপস্থাপন করা, যা দর্শকদের মনে গভীর ভাবে অনুরণিত হবে এবং একইসঙ্গে নতুন ও আকর্ষণীয় কিছু উপহার দেবে। ‘জোয়ার ভাটা’ প্রেম, প্রতিশোধ এবং নৈতিক দ্বন্দ্বের বিষয়বস্তুকে একত্রিত করে, যা দুই বোনের গল্পের মধ্যে স্তরে স্তরে প্রকাশিত হবে। টেলিভিশনে দুই বোনের এই ধরনের সম্পর্কের কাহিনি সমৃদ্ধ ধারাবাহিক খুব কমই দেখা যায়। তাই, আমরা নিশ্চিত যে, এটি সমগ্র বাংলার দর্শকদের চিত্ত জয় করে নেবে।’— প্রসঙ্গত জানিয়েছেন ‘জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড’-এর পূর্ব, উত্তর এবং প্রিমিয়াম ক্লাস্টারের প্রধান ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ।

‘আজকের দর্শকরা এমন আখ্যান খুঁজছেন, যা হৃদয় আলোড়িত করবে। সেই পরিপ্রেক্ষিতে ‘জোয়ার ভাটা’ একেবারে উপযোগী একটি ধারাবাহিক। এর আবেগগত উচ্চতা, নাটকীয় মোড় দর্শকদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করবে। আরাত্রিকা মাইতি এবং শ্রুতি দাসের অভিনয়ও সবার ভালো লাগবে।‘ — জানালেন  ‘জি বাংলা’-র বিজনেস হেড এবং জি টিভির প্রধান কন্টেন্ট অফিসার নবনীতা চক্রবর্তী।

ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে। প্রতি সোম থেকে শনিবার রাত ৯-টায় জি বাংলায় দেখা যাবে ‘জোয়ার ভাটা’।

আরো গল্প পড়তে ক্লিক করুন...